ETV Bharat / state

Cooch Behar New Born Baby: মৃত মায়ের গর্ভ থেকে জন্ম সন্তানের, সাফল্য কোচবিহারের চিকিৎসকদের

author img

By

Published : Oct 15, 2022, 6:15 PM IST

কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের চেষ্টার মৃত মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে পুত্র সন্তানের (New Born Baby from Dead Mother) ৷ বর্তমানে সুস্থ রয়েছে নবজাতক (Cooch Behar New Born Baby) ৷

ETV Bharat
Cooch Behar news

কোচবিহার, 15 অক্টোবর: মৃত মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখল সন্তান (Posthumous Birth) । জন্ম হল ফুটফুটে এক পুত্র সন্তানের ৷ শুক্রবার এমনই প্রায় নজিরবিহীন ঘটনাকে সফল করে দেখিয়েছেন কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও নার্সরা ৷ মা'কে বাঁচাতে না-পারলেও তাঁর পুত্র সন্তানটির প্রাণরক্ষা করতে পারায় খুশি চিকিৎসকরা (Cooch Behar New Born Baby) ৷

এই প্রসঙ্গে, কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদ বলেন, "ওই মহিলার মৃত্যুর 2 মিনিটের মধ্যে যদি তাঁর সন্তানকে মাতৃগর্ভ থেকে বাইরে আনা সম্ভব না-হতো, তাহলে হয়তো তাকেও বাঁচানো যেত না ।" মা'য়ের মৃত্যু হলেও সন্তানকে বাঁচানোর জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন মহিলার পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন: দুর্গাপুরের ছাত্রীর লেখা বই এখন বিশ্ববাজারে, মিলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তুফানগঞ্জের বলরামপুরের ওই অন্তঃসত্ত্বা মহিলাকে শুক্রবার সকাল সাড়ে 9টা নাগাদ কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । সেই সময় তাঁর প্রবল শ্বাসকষ্ট হচ্ছিল । ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে ওই মহিলার সিজার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ কিন্তু সকাল দশটা আট মিনিটে ওই মহিলা মারা যান । এরপর ডপলার ও স্টেথোস্কোপের সহযোগিতায় চিকিৎসকরা বুঝতে পারেন ওই মহিলার মৃত্যু হলেও তাঁর গর্ভস্থ শিশু বেঁচে রয়েছে । কিন্তু মাত্র দু মিনিটের মধ্যে মৃত মহিলার গর্ভ থেকে ওই শিশুকে বাইরে বের করে না আনলে অক্সিজেনের অভাবে তারও মৃত্যু হবে ।

এটা বুঝতে পেরেই সময় নষ্ট না-করে নতুন ওই প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন চিকিৎসকরা ৷ এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তিন চিকিৎসক ডাঃ যোগেশ বর্মা, ডাঃ অমিতাভ পাল ও ডাঃ মেহেদী হাসানের তৎপরতার মৃত মহিলার গর্ভ থেকে সকাল দশটা দশ মিনিটে এক পুত্র সন্তানের জন্ম হয় (new born baby from died mother) । বর্তমানে ওই নবজাতক হাসপাতালের এসএনসিইউ'তে পর্যবেক্ষণে রয়েছে (Cooch Behar MJN Hospital) । চিকিৎসক যোগেশ বর্মা এই প্রসঙ্গে বলেন, "ওই মহিলাকে যখন মাতৃমায় ভর্তি করা হয় তখন তাঁর শারীরিক অবস্থা সংকটজনক ছিল । প্রবল শ্বাসকষ্ট ছিল । ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । হার্ট ফেল করে তাঁর মৃত্যু হয় । তবে তার মৃত্যুর পর সময় নষ্ট না করে সিজার করে তাঁর গর্ভস্থ সন্তানের প্রাণ বাঁচানো সম্ভব হয় ৷ কয়েক সেকেন্ড দেরি হলে খারাপ কিছু হতে পারত ৷"

কোচবিহার, 15 অক্টোবর: মৃত মায়ের গর্ভ থেকে পৃথিবীর আলো দেখল সন্তান (Posthumous Birth) । জন্ম হল ফুটফুটে এক পুত্র সন্তানের ৷ শুক্রবার এমনই প্রায় নজিরবিহীন ঘটনাকে সফল করে দেখিয়েছেন কোচবিহারের এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ও নার্সরা ৷ মা'কে বাঁচাতে না-পারলেও তাঁর পুত্র সন্তানটির প্রাণরক্ষা করতে পারায় খুশি চিকিৎসকরা (Cooch Behar New Born Baby) ৷

এই প্রসঙ্গে, কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমএসভিপি ডাঃ রাজীব প্রসাদ বলেন, "ওই মহিলার মৃত্যুর 2 মিনিটের মধ্যে যদি তাঁর সন্তানকে মাতৃগর্ভ থেকে বাইরে আনা সম্ভব না-হতো, তাহলে হয়তো তাকেও বাঁচানো যেত না ।" মা'য়ের মৃত্যু হলেও সন্তানকে বাঁচানোর জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন মহিলার পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন: দুর্গাপুরের ছাত্রীর লেখা বই এখন বিশ্ববাজারে, মিলেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের স্বীকৃতি

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তুফানগঞ্জের বলরামপুরের ওই অন্তঃসত্ত্বা মহিলাকে শুক্রবার সকাল সাড়ে 9টা নাগাদ কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় । সেই সময় তাঁর প্রবল শ্বাসকষ্ট হচ্ছিল । ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে ওই মহিলার সিজার করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা ৷ কিন্তু সকাল দশটা আট মিনিটে ওই মহিলা মারা যান । এরপর ডপলার ও স্টেথোস্কোপের সহযোগিতায় চিকিৎসকরা বুঝতে পারেন ওই মহিলার মৃত্যু হলেও তাঁর গর্ভস্থ শিশু বেঁচে রয়েছে । কিন্তু মাত্র দু মিনিটের মধ্যে মৃত মহিলার গর্ভ থেকে ওই শিশুকে বাইরে বের করে না আনলে অক্সিজেনের অভাবে তারও মৃত্যু হবে ।

এটা বুঝতে পেরেই সময় নষ্ট না-করে নতুন ওই প্রাণ বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন চিকিৎসকরা ৷ এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তিন চিকিৎসক ডাঃ যোগেশ বর্মা, ডাঃ অমিতাভ পাল ও ডাঃ মেহেদী হাসানের তৎপরতার মৃত মহিলার গর্ভ থেকে সকাল দশটা দশ মিনিটে এক পুত্র সন্তানের জন্ম হয় (new born baby from died mother) । বর্তমানে ওই নবজাতক হাসপাতালের এসএনসিইউ'তে পর্যবেক্ষণে রয়েছে (Cooch Behar MJN Hospital) । চিকিৎসক যোগেশ বর্মা এই প্রসঙ্গে বলেন, "ওই মহিলাকে যখন মাতৃমায় ভর্তি করা হয় তখন তাঁর শারীরিক অবস্থা সংকটজনক ছিল । প্রবল শ্বাসকষ্ট ছিল । ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় । হার্ট ফেল করে তাঁর মৃত্যু হয় । তবে তার মৃত্যুর পর সময় নষ্ট না করে সিজার করে তাঁর গর্ভস্থ সন্তানের প্রাণ বাঁচানো সম্ভব হয় ৷ কয়েক সেকেন্ড দেরি হলে খারাপ কিছু হতে পারত ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.