ETV Bharat / state

কোচবিহারে মানবাধিকার কমিশনের 6 সদস্যের প্রতিনিধি - violence after election

রাজ্যে ভোট পরবর্তী হিংসা চলছে, সরব রাজ্যপাল ৷ সুপ্রিম কোর্টে মামলা দায়ের পর্যন্ত হয়েছে ৷ এবার সেই বিষয় খতিয়ে দেখতে কোচবিহারে মানবাধিকার কমিশনের প্রতিনিধিরা ৷

কোচবিহারে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের 6 সদস্যের প্রতিনিধিরা
কোচবিহারে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের 6 সদস্যের প্রতিনিধিরা
author img

By

Published : Jun 24, 2021, 8:28 PM IST

কোচবিহার, 24 জুন : ভোট-পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কোচবিহারে হাজির মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল । সুপ্রিম কোর্টের নির্দেশে আজ বিকেলে 6 সদস্যের প্রতিনিধি দল আসে ৷ এদের মধ্যে 2 জন দিনহাটার পেটলায় পরিদর্শনে যান ৷ সেখানে মৃত বিজেপি কর্মীর বাড়ি যান, পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন ৷ আগামী কয়েকদিন কোচবিহারের বিভিন্ন জায়গা ঘুরে দেখবে এই 6 সদস্যের প্রতিনিধি দল ৷

আরও পড়ুন : ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের দ্বারস্থ জন বারলা

একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত ছিল কোচবিহারের একাধিক এলাকা ৷ নির্বাচন চলাকালীন 4 জনের মৃত্যু হয় ৷ এছাড়া সংঘর্ষে আহতও হয় অনেকে ৷ ভোট পর্ব মিটলেও মেটেনি হিংসা-অশান্তি ৷ আর এর জেরে ঘর ছাড়া অনেক পরিবার ৷ তুফানগঞ্জ, মাথাভাঙা, দিনহাটা বিভিন্ন এলাকার নাম শিরোনামে উঠে আসে ৷ এমন কী নিজের ঘর ছেড়ে অসমের বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়ার খবর শোনা যায় ৷

কোচবিহারে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল

এরই মধ্যে রাজ্যেপাল জগদীপ ধনকড় উত্তরবঙ্গে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে যান ৷ বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন ৷ পাশাপাশি এসবের কারণে রাজ্য সরকারকে দুষেছেন ৷ বিষয়টি নিয়ে দিল্লিতে নালিশ করেছেন রাজ্যপাল ৷ এ-বিষয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছে ৷

কোচবিহার, 24 জুন : ভোট-পরবর্তী হিংসা খতিয়ে দেখতে কোচবিহারে হাজির মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল । সুপ্রিম কোর্টের নির্দেশে আজ বিকেলে 6 সদস্যের প্রতিনিধি দল আসে ৷ এদের মধ্যে 2 জন দিনহাটার পেটলায় পরিদর্শনে যান ৷ সেখানে মৃত বিজেপি কর্মীর বাড়ি যান, পরিবারের সদস্যের সঙ্গে কথা বলেন ৷ আগামী কয়েকদিন কোচবিহারের বিভিন্ন জায়গা ঘুরে দেখবে এই 6 সদস্যের প্রতিনিধি দল ৷

আরও পড়ুন : ঘরছাড়া বিজেপি কর্মীদের নিয়ে রাজ্যপালের দ্বারস্থ জন বারলা

একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত ছিল কোচবিহারের একাধিক এলাকা ৷ নির্বাচন চলাকালীন 4 জনের মৃত্যু হয় ৷ এছাড়া সংঘর্ষে আহতও হয় অনেকে ৷ ভোট পর্ব মিটলেও মেটেনি হিংসা-অশান্তি ৷ আর এর জেরে ঘর ছাড়া অনেক পরিবার ৷ তুফানগঞ্জ, মাথাভাঙা, দিনহাটা বিভিন্ন এলাকার নাম শিরোনামে উঠে আসে ৷ এমন কী নিজের ঘর ছেড়ে অসমের বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়ার খবর শোনা যায় ৷

কোচবিহারে কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল

এরই মধ্যে রাজ্যেপাল জগদীপ ধনকড় উত্তরবঙ্গে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে যান ৷ বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া ঘরছাড়াদের সঙ্গে কথা বলেন ৷ পাশাপাশি এসবের কারণে রাজ্য সরকারকে দুষেছেন ৷ বিষয়টি নিয়ে দিল্লিতে নালিশ করেছেন রাজ্যপাল ৷ এ-বিষয়ে সুপ্রিম কোর্টে মামলাও দায়ের হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.