ETV Bharat / state

কোরানা আতঙ্কের মাঝেই মাস্ক পরে বিয়ে কোচবিহারে - news on Marriage ceremony

যাবতীয় নির্দেশিকা মেনেই হয় বিয়ের অনুষ্ঠান । কাটছাঁট হয় নিমন্ত্রিতদের তালিকাতেও । বিয়ে হয় মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে ।

কোরানা
কোরানা
author img

By

Published : Apr 19, 2020, 2:04 PM IST

কোচবিহার, 19 এপ্রিল : কোরোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার । বাইরে বেরোলেই মাস্ক পরতে হবে সকলকে । পাশাপাশি বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব । সমস্ত নির্দেশিকা শিরোধার্য করেই কোচবিহারের মেখলিগঞ্জের রানিরহাটে সম্পন্ন হল বিয়ের অনুষ্ঠান । কনে থেকে বরযাত্রী সকলের মুখে মাস্ক । নির্দিষ্ট দূরত্ব মেনেই পালিত হল আচার-অনুষ্ঠান ।

বৈশাখ মাসের শুরুতেই বিয়ে হবে বলে ঠিক ছিল রানিরহাটের তাপস রায় ও চ্যাংড়াবান্ধার সবিতা রায়ের । গতকাল ছিল বিয়ের দিন । অনুষ্ঠানের জন্য আগাম সব প্রস্তুতিই নেওয়া হয়েছিল । পরে লকডাউন শুরু হলেও দুই পরিবারের লোকজন ভেবেছিলেন, বিয়ের দিনের আগেই তা শেষ হয়ে যাবে । কিন্তু লকাডাউনের সময়সীমা বাড়ে । বিয়ের দিন পালটায়নি দুই পরিবার । তারা কোরোনা নিয়ে সরকারের যাবতীয় নির্দেশিকা মেনেই বিয়ের অনুষ্ঠান করে । কাটছাঁট হয় নিমন্ত্রিতদের তালিকাতেও । বিয়ে হয় মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে । পুরোহিতও মাস্ক পরেই বিয়ে দেন তাপস- সবিতার ।

নিয়ম মেনে সব কিছু করলেও কোরোনায় এমন অনুষ্ঠান হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন প্রতিবেশীরা । তাঁদের কথায়, চারিদিকে যেভাবে কোরোনা সংক্রমণ বাড়ছে তাতে পিছিয়ে দিতে পারতেন বিয়ের অনুষ্ঠান ।

এবিষয়ে স্থানীয় নন্দ বর্মণ, রঞ্জিত রায়রা বলেন, "কোরানা আতঙ্ক রয়েছে গ্রাম । এই অবস্থায় সচেতন থাকা অত্যন্ত জরুরি ৷ বিয়েটা কিছু দিন পড়ে করতে পারতেন ৷"

যদিও তাপস রায়ের দাবি, "আতঙ্ক থাকলেও মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব মেনে বিয়ে করেছি । "

এবিষয়ে রানিরহাট গ্রাম পঞ্চায়েত প্রধান ফুলেশ্বর রায় জানান, "সরকারিভাবে প্রশাসনের তরফে সচেতনতামূলক প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে । বিয়ের অনুষ্ঠানের বিষয়টি আমার জানা ছিল না কিন্তু এভাবে ঝুঁকি নিয়ে বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান ঠিক নয় । "

কোচবিহার, 19 এপ্রিল : কোরোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার । বাইরে বেরোলেই মাস্ক পরতে হবে সকলকে । পাশাপাশি বজায় রাখতে হবে সামাজিক দূরত্ব । সমস্ত নির্দেশিকা শিরোধার্য করেই কোচবিহারের মেখলিগঞ্জের রানিরহাটে সম্পন্ন হল বিয়ের অনুষ্ঠান । কনে থেকে বরযাত্রী সকলের মুখে মাস্ক । নির্দিষ্ট দূরত্ব মেনেই পালিত হল আচার-অনুষ্ঠান ।

বৈশাখ মাসের শুরুতেই বিয়ে হবে বলে ঠিক ছিল রানিরহাটের তাপস রায় ও চ্যাংড়াবান্ধার সবিতা রায়ের । গতকাল ছিল বিয়ের দিন । অনুষ্ঠানের জন্য আগাম সব প্রস্তুতিই নেওয়া হয়েছিল । পরে লকডাউন শুরু হলেও দুই পরিবারের লোকজন ভেবেছিলেন, বিয়ের দিনের আগেই তা শেষ হয়ে যাবে । কিন্তু লকাডাউনের সময়সীমা বাড়ে । বিয়ের দিন পালটায়নি দুই পরিবার । তারা কোরোনা নিয়ে সরকারের যাবতীয় নির্দেশিকা মেনেই বিয়ের অনুষ্ঠান করে । কাটছাঁট হয় নিমন্ত্রিতদের তালিকাতেও । বিয়ে হয় মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে । পুরোহিতও মাস্ক পরেই বিয়ে দেন তাপস- সবিতার ।

নিয়ম মেনে সব কিছু করলেও কোরোনায় এমন অনুষ্ঠান হওয়া নিয়ে প্রশ্ন তুলছেন প্রতিবেশীরা । তাঁদের কথায়, চারিদিকে যেভাবে কোরোনা সংক্রমণ বাড়ছে তাতে পিছিয়ে দিতে পারতেন বিয়ের অনুষ্ঠান ।

এবিষয়ে স্থানীয় নন্দ বর্মণ, রঞ্জিত রায়রা বলেন, "কোরানা আতঙ্ক রয়েছে গ্রাম । এই অবস্থায় সচেতন থাকা অত্যন্ত জরুরি ৷ বিয়েটা কিছু দিন পড়ে করতে পারতেন ৷"

যদিও তাপস রায়ের দাবি, "আতঙ্ক থাকলেও মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব মেনে বিয়ে করেছি । "

এবিষয়ে রানিরহাট গ্রাম পঞ্চায়েত প্রধান ফুলেশ্বর রায় জানান, "সরকারিভাবে প্রশাসনের তরফে সচেতনতামূলক প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে । বিয়ের অনুষ্ঠানের বিষয়টি আমার জানা ছিল না কিন্তু এভাবে ঝুঁকি নিয়ে বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান ঠিক নয় । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.