কোচবিহার, 18 ডিসেম্বর: বিয়ে করার পাঁচদিনের মাথায় স্ত্রীকে যৌনপল্লীতে এনে ব্যবসা করানোর অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে ৷ যার উপর ভরসা করে বাড়ি ছেড়েছিলেন সেই স্বামীই বিয়ে করে এনে বিক্রি করে দিল যৌনপল্লীতে । এমনই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে । অভিযোগ পেয়েই কোতোয়ালি থানার পুলিশ অভিযুক্ত দেলোয়ার হোসেন মণ্ডলকে গ্রেফতার করেছে । অভিযুক্ত দেলোয়ার মুর্শিদাবাদের বাসিন্দা । পাশাপাশি ওই মহিলাকে কোচবিহারের প্রিয়গঞ্জ কলোনির যৌনপল্লী থেকে উদ্ধার করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের বীরপুর থানা এলাকার বাসিন্দা এক তরুণীর সঙ্গে গত 25 নভেম্বর মুর্শিদাবাদের হরিহরপাড়ার দেলোয়ার হোসেন মণ্ডলের বিয়ে হয় । এরপরই 30 নভেম্বর থেকে তারা নিখোঁজ হয়ে যায় । তরুণীর পরিবারের তরফে থানায় অভিযোগ করা হয় । পরবর্তীতে জানা যায়, অভিযুক্ত তার সদ্য বিবাহিতা স্ত্রীকে কোচবিহার শহরের 6 নম্বর ওয়ার্ডের প্রিয়গঞ্জ কলোনির যৌনপল্লীতে নিয়ে এসেছে । এখানেই জোর করে তাকে যৌনকর্মীর কাজ করানো হয় বলে অভিযোগ ।
এরপর কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকদের নেতৃত্বে একটি দল গঠন করা হয় । তাঁরা রবিবার রাতে যৌনপল্লী থেকে ওই তরুণীকে উদ্ধার করে । সেখানকার একটি ভাড়াবাড়ি থেকে অভিযুক্ত দেলোয়ারকেও গ্রেফতার করা হয়েছে । ওই তরুণীর বাবা জানান, বিয়ের কয়েকদিন পর থেকেই নিখোঁজ হয়ে যায় মেয়ে । পরবর্তীতে জানতে পারি কোচবিহারের যৌনপল্লীতে বিক্রি করে দেওয়া হয়েছে । এরপরই পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ।
এই বিষয়ে কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য বলেন,"অভিযোগ পেয়ে স্পেশাল টিম তৈরি করে অভিযান চালানো হয় । ওই গৃহবধূকে উদ্ধার করা হয়েছে । পাশাপাশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে ।"
আরও পড়ুন :
1 কাজে গিয়ে দিল্লিতে আটকে 10 শ্রমিক, ভিডিয়ো শেয়ার করে ঘরে ফেরার কাতর আবেদন জানালেন
2 'সরকারের দেওয়া বাংলো-বাড়ি বিক্রি করা যাবে না', সতর্ক করলেন পৌর মন্ত্রী ফিরহাদ
3 39 বছরেও অনুমোদন না-মেলায় স্কুলের জমি বিক্রির সিদ্ধান্ত, আন্দোলনে গ্রামবাসীরা