ETV Bharat / state

Murder in Cooch Behar: পৈতৃক জমি নিয়ে বিবাদ, দাদাকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে

author img

By

Published : Jul 4, 2023, 10:27 PM IST

পৈতৃক জমি নিয়ে বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন দাদা ! জখম আরেক ভাই ৷

man murder brother
দাদাকে খুন ভাইয়ের

কোচবিহার, 4 জুলাই: পারিবারিক বিবাদের জেরে দাদাকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে । ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরেক ভাই । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের ছোট আঠারোকোটা গ্রামে । মৃতের নাম জব্বার মিয়া (38)। আরেক ভাই রহমত আলি গুরুতর জখম অবস্থায় কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল । ওই জমি নিয়ে এ দিন সকালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । তার জেরে মৃত্যু হয় জব্বার মিয়ার ।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে অভিযুক্ত পসিরউদ্দিন মিয়া জমিতে চাষ করতে যান । অভিযোগ, চাষে বাধা দেন অন্য ভাইয়েরা । সেই সময় পসিরউদ্দিন মিয়া ধারালো অস্ত্র দিয়ে রহমত আলি ও জব্বার মিয়ার ওপর হামলা চালান । ঘটনাস্থলেই মৃত্যু হয় জব্বারের । গুরুতর জখম হন রহমত আলি । তাঁকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় । ঘটনার পর এলাকায় আসেন কোতোয়ালি থানার আইসি অমিতাভ দাস-সহ অন্যান্য পুলিশকর্মীরা ।

মৃত জব্বার মিয়ার স্ত্রী সাহিদা বিবির অভিযোগ, এ দিন সকালে জমিতে চাষ করতে গেলে পঞ্জাব মিয়া ও পসিরউদ্দিন মিয়া তাঁর স্বামীকে খুন করেন । দোষীদের ফাঁসির দাবি তুলেছেন তিনি । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ।

আরও পড়ুন: জমি বিবাদের জেরে কাকাকে কুপিয়ে খুন ভাইপোর

স্থানীয় বাসিন্দারা জানান, পৈতৃক ওই জমি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল তাদের পরিবারে । এর আগে একাধিকবার সালিশি সভা বসে । তবুও সমস্যা মেটেনি । এরপর আজ জমিতে চাষ করতে গেলে দুই ভাইয়ের উপর হামলা চালানো হয় । পঞ্চায়েত নির্বাচনের আগে এমনিতেই উত্তপ্ত কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । একাধিক খুনের ঘটনা ঘটেছে । প্রতি রাতেই সংঘর্ষের ঘটনা সামনে এসেছে । এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পঞ্চায়েত নির্বাচনের চারদিন আগে সাত সকালে মোয়ামারি গ্রামের এই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

কোচবিহার, 4 জুলাই: পারিবারিক বিবাদের জেরে দাদাকে খুনের অভিযোগ ভাইয়ের বিরুদ্ধে । ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরেক ভাই । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে কোচবিহার কোতোয়ালি থানার অন্তর্গত মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের ছোট আঠারোকোটা গ্রামে । মৃতের নাম জব্বার মিয়া (38)। আরেক ভাই রহমত আলি গুরুতর জখম অবস্থায় কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন । জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে পারিবারিক বিবাদ চলছিল । ওই জমি নিয়ে এ দিন সকালে দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে । তার জেরে মৃত্যু হয় জব্বার মিয়ার ।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে অভিযুক্ত পসিরউদ্দিন মিয়া জমিতে চাষ করতে যান । অভিযোগ, চাষে বাধা দেন অন্য ভাইয়েরা । সেই সময় পসিরউদ্দিন মিয়া ধারালো অস্ত্র দিয়ে রহমত আলি ও জব্বার মিয়ার ওপর হামলা চালান । ঘটনাস্থলেই মৃত্যু হয় জব্বারের । গুরুতর জখম হন রহমত আলি । তাঁকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয় । ঘটনার পর এলাকায় আসেন কোতোয়ালি থানার আইসি অমিতাভ দাস-সহ অন্যান্য পুলিশকর্মীরা ।

মৃত জব্বার মিয়ার স্ত্রী সাহিদা বিবির অভিযোগ, এ দিন সকালে জমিতে চাষ করতে গেলে পঞ্জাব মিয়া ও পসিরউদ্দিন মিয়া তাঁর স্বামীকে খুন করেন । দোষীদের ফাঁসির দাবি তুলেছেন তিনি । যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি ।

আরও পড়ুন: জমি বিবাদের জেরে কাকাকে কুপিয়ে খুন ভাইপোর

স্থানীয় বাসিন্দারা জানান, পৈতৃক ওই জমি নিয়ে দীর্ঘদিন বিবাদ চলছিল তাদের পরিবারে । এর আগে একাধিকবার সালিশি সভা বসে । তবুও সমস্যা মেটেনি । এরপর আজ জমিতে চাষ করতে গেলে দুই ভাইয়ের উপর হামলা চালানো হয় । পঞ্চায়েত নির্বাচনের আগে এমনিতেই উত্তপ্ত কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । একাধিক খুনের ঘটনা ঘটেছে । প্রতি রাতেই সংঘর্ষের ঘটনা সামনে এসেছে । এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পঞ্চায়েত নির্বাচনের চারদিন আগে সাত সকালে মোয়ামারি গ্রামের এই খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.