ETV Bharat / state

Birthday Greetings From Mamata : অনন্ত মহারাজের জন্মদিনে মমতার শুভেচ্ছাবার্তা - অনন্ত মহারাজের জন্মদিনে মমতার শুভেচ্ছা বার্তা

অনন্ত মহারাজের জন্মদিনে মমতার শুভেচ্ছাবার্তা নিয়ে গ্রেটার নেতার বাড়িতে জেলাশাসক ও রবীন্দ্রনাথ ঘোষ (Mamata Banerjee's birthday greetings to Ananta Maharaj) ৷

Ananta Maharaj birthday
Ananta Maharaj home
author img

By

Published : Apr 14, 2022, 9:51 PM IST

কোচবিহার, 14 এপ্রিল : গ্রেটার নেতা অনন্ত মহারাজের জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা নিয়ে তাঁর বাড়িতে হাজির হলেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (Chief Minister sent birthday gift to Ananta Maharaj) । বৃহস্পতিবার সকালে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ানকে সঙ্গে নিয়ে অনন্ত মহারাজের বড়গিলার বাড়িতে যান প্রাক্তন মন্ত্রী । শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক কেটে তাঁর মুখে তুলে দেন রবীন্দ্রনাথ ঘোষ । তিনি বলেন, "আজ মহারাজা অনন্ত রায়ের জন্মদিন । তাই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে তাঁকে শুভেচ্ছা জানালাম ।"

একটা সময় পৃথক কোচবিহার রাজ্যের দাবিকে কেন্দ্র করে সরব হয়েছিল কোচবিহার তথা উত্তরবঙ্গের একটা অংশ ৷ আন্দোলনকারীদের মূল নেতা ছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত মহারাজ । পরবর্তীতে অনন্ত মহারাজের বিরুদ্ধে একাধিক মামলায় নাম জড়িয়ে যাওয়ায় তিনি বাংলা ছেড়ে অসমের বঙ্গাইগাওতে থাকতে শুরু করেন । এরপর থেকেই বিজেপির সঙ্গে সখ্যতা বাড়তে থাকে অনন্ত মহারাজের ।

বিধানসভা নির্বাচনে ভোট প্রচারে নরেন্দ্র মোদির কোচবিহারের সভাতেও অনন্ত মহারাজকে দেখা গিয়েছিল এবং বিধানসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি ভাল ফল করেছিল । রাজনৈতিক মহলের ধারনা গ্রেটারের একটা বড় অংশের ভোট পড়েছিল বিজেপিতে । আর এতেই তৃণমূল বুঝে গিয়েছে কোচবিহার তথা উত্তরবঙ্গে ভাল ভোট করতে হলে গ্রেটার মহারাজ অনন্ত রায়ের সহযোগিতা দরকার । আর সেই কারণেই অনন্ত মহারাজের সঙ্গে যোগাযোগ স্থাপনে উদ্যোগী হয় তৃণমূল ।

এরপরই অনন্ত মহারাজ বঙ্গাইগাঁও ছেড়ে কোচবিহারের বড়গিলার বাড়িতে এসে থাকতে শুরু করেন । অনন্ত মহারাজে সঙ্গে সখ্যতা বাড়াতে জেলা তৃণমূলের নেতারা তাঁর বাড়িতে যেতে শুরু করেন । মাসখানেক আগে চিলা রায়ের জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে অনন্ত মহারাজের আমন্ত্রণে সাড়া দিয়ে কোচবিহারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর এদিন সকালে রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ানকে সঙ্গে নিয়ে অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান । পাশাপাশি ফুলের তোড়া ও শাল দেওয়া হয় তাঁকে ।

আরও পড়ুন : Re-Open Changrabandha Immigration : খুলে গেল চ্যাংরাবান্ধা চেকপোস্ট, শুরু হল দু'দেশের মধ্যে যাতায়াত

কোচবিহার, 14 এপ্রিল : গ্রেটার নেতা অনন্ত মহারাজের জন্মদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছা নিয়ে তাঁর বাড়িতে হাজির হলেন তৃণমূলের রাজ্য সহ-সভাপতি তথা কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ (Chief Minister sent birthday gift to Ananta Maharaj) । বৃহস্পতিবার সকালে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ানকে সঙ্গে নিয়ে অনন্ত মহারাজের বড়গিলার বাড়িতে যান প্রাক্তন মন্ত্রী । শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেক কেটে তাঁর মুখে তুলে দেন রবীন্দ্রনাথ ঘোষ । তিনি বলেন, "আজ মহারাজা অনন্ত রায়ের জন্মদিন । তাই মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে তাঁকে শুভেচ্ছা জানালাম ।"

একটা সময় পৃথক কোচবিহার রাজ্যের দাবিকে কেন্দ্র করে সরব হয়েছিল কোচবিহার তথা উত্তরবঙ্গের একটা অংশ ৷ আন্দোলনকারীদের মূল নেতা ছিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সুপ্রিমো অনন্ত মহারাজ । পরবর্তীতে অনন্ত মহারাজের বিরুদ্ধে একাধিক মামলায় নাম জড়িয়ে যাওয়ায় তিনি বাংলা ছেড়ে অসমের বঙ্গাইগাওতে থাকতে শুরু করেন । এরপর থেকেই বিজেপির সঙ্গে সখ্যতা বাড়তে থাকে অনন্ত মহারাজের ।

বিধানসভা নির্বাচনে ভোট প্রচারে নরেন্দ্র মোদির কোচবিহারের সভাতেও অনন্ত মহারাজকে দেখা গিয়েছিল এবং বিধানসভা নির্বাচনে কোচবিহারে বিজেপি ভাল ফল করেছিল । রাজনৈতিক মহলের ধারনা গ্রেটারের একটা বড় অংশের ভোট পড়েছিল বিজেপিতে । আর এতেই তৃণমূল বুঝে গিয়েছে কোচবিহার তথা উত্তরবঙ্গে ভাল ভোট করতে হলে গ্রেটার মহারাজ অনন্ত রায়ের সহযোগিতা দরকার । আর সেই কারণেই অনন্ত মহারাজের সঙ্গে যোগাযোগ স্থাপনে উদ্যোগী হয় তৃণমূল ।

এরপরই অনন্ত মহারাজ বঙ্গাইগাঁও ছেড়ে কোচবিহারের বড়গিলার বাড়িতে এসে থাকতে শুরু করেন । অনন্ত মহারাজে সঙ্গে সখ্যতা বাড়াতে জেলা তৃণমূলের নেতারা তাঁর বাড়িতে যেতে শুরু করেন । মাসখানেক আগে চিলা রায়ের জন্মদিবস উদযাপন অনুষ্ঠানে অনন্ত মহারাজের আমন্ত্রণে সাড়া দিয়ে কোচবিহারে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর এদিন সকালে রবীন্দ্রনাথ ঘোষ কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ানকে সঙ্গে নিয়ে অনন্ত মহারাজের বাড়িতে গিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান । পাশাপাশি ফুলের তোড়া ও শাল দেওয়া হয় তাঁকে ।

আরও পড়ুন : Re-Open Changrabandha Immigration : খুলে গেল চ্যাংরাবান্ধা চেকপোস্ট, শুরু হল দু'দেশের মধ্যে যাতায়াত

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.