ETV Bharat / state

সোমবার থেকে খুলবে কোচবিহারের মদনমোহন মন্দির

author img

By

Published : Aug 23, 2020, 1:19 PM IST

ভক্তরা সকাল 9 টা থেকে দুপুর 1 টা এবং বিকেল 4 টে থেকে সন্ধ্যে 7 টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবে । স্যানিটাইজ়েশন আবশ্যক । একসঙ্গে 15 জনের বেশি ভক্ত প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে ।

MadanMohan Mandir
মদনমোহন মন্দির

কোচবিহার, 23 অগাস্ট : কোরোনা পরিস্থিতিতেই আগামীকাল খুলছে কোচবিহারের মদনমোহন মন্দির । দেবত্ব ট্রাস্টের অধীনে থাকা আরও 20 টি মন্দিরও ভক্তদের জন্য খুলে দেওয়া হবে । তবে মন্দিরে ভক্তদের প্রবেশের জন্য কিছু বিধিনিষেধ থাকছে । স্যানিটাইজ়েশন আবশ্যক ।

সংক্রমণ রুখতে রাজ্যের অন্যান্য মন্দিরের পাশাপাশি মার্চের শেষের দিকে বন্ধ করে দেওয়া হয় কোচবিহারের মদনমোহন মন্দিরও । পরে আনলক শুরু হলে 9 জুলাই মন্দির খোলা হয় । সে সময় উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম ছিল সংক্রমণের পরিমাণ । কিন্তু আবারও জুলাইয়ের মাঝের দিকে সংক্রমণ বাড়তে থাকায় মন্দির বন্ধ করে দেওয়া হয় । মাস দেড়েক বন্ধ থাকার পর আগামীকাল নতুন করে মন্দির খুলছে ভক্তদের জন্য ।

ভক্তরা সকাল 9 টা থেকে দুপুর 1 টা এবং বিকেল 4 টে থেকে সন্ধ্যে 7 টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবে । মন্দিরে টোকেন নিয়ে ভক্তদের প্রবেশ করতে হবে । একসঙ্গে 15 জনের বেশি ভক্ত প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে । ভক্তরা শুধুমাত্র ফল ও মিষ্টি দিয়ে পুজো দিতে পারবেন । অঞ্জলি দেওয়া যাবে না ।

এ-বিষয়ে দেবত্ব ট্রাস্টের সভাপতি তথা কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান এ-বিষয়ে বলেন, আগামীকাল থেকে ট্রাস্টের অধীনে থাকা বিভিন্ন মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হবে । ভক্তদের প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকছে ।

কোচবিহার, 23 অগাস্ট : কোরোনা পরিস্থিতিতেই আগামীকাল খুলছে কোচবিহারের মদনমোহন মন্দির । দেবত্ব ট্রাস্টের অধীনে থাকা আরও 20 টি মন্দিরও ভক্তদের জন্য খুলে দেওয়া হবে । তবে মন্দিরে ভক্তদের প্রবেশের জন্য কিছু বিধিনিষেধ থাকছে । স্যানিটাইজ়েশন আবশ্যক ।

সংক্রমণ রুখতে রাজ্যের অন্যান্য মন্দিরের পাশাপাশি মার্চের শেষের দিকে বন্ধ করে দেওয়া হয় কোচবিহারের মদনমোহন মন্দিরও । পরে আনলক শুরু হলে 9 জুলাই মন্দির খোলা হয় । সে সময় উত্তরবঙ্গে তুলনামূলকভাবে কম ছিল সংক্রমণের পরিমাণ । কিন্তু আবারও জুলাইয়ের মাঝের দিকে সংক্রমণ বাড়তে থাকায় মন্দির বন্ধ করে দেওয়া হয় । মাস দেড়েক বন্ধ থাকার পর আগামীকাল নতুন করে মন্দির খুলছে ভক্তদের জন্য ।

ভক্তরা সকাল 9 টা থেকে দুপুর 1 টা এবং বিকেল 4 টে থেকে সন্ধ্যে 7 টা পর্যন্ত মন্দিরে প্রবেশ করতে পারবে । মন্দিরে টোকেন নিয়ে ভক্তদের প্রবেশ করতে হবে । একসঙ্গে 15 জনের বেশি ভক্ত প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে । ভক্তরা শুধুমাত্র ফল ও মিষ্টি দিয়ে পুজো দিতে পারবেন । অঞ্জলি দেওয়া যাবে না ।

এ-বিষয়ে দেবত্ব ট্রাস্টের সভাপতি তথা কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান এ-বিষয়ে বলেন, আগামীকাল থেকে ট্রাস্টের অধীনে থাকা বিভিন্ন মন্দির ভক্তদের জন্য খুলে দেওয়া হবে । ভক্তদের প্রবেশের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.