ETV Bharat / state

বাজারে ভিড় কমাতে কার্ড সিস্টেম চালু দিনহাটা পৌরসভার

author img

By

Published : Apr 28, 2020, 3:59 PM IST

বাজারের ভিড় নিয়ন্ত্রণে এবার কার্ডের ব্যবস্থা করল দিনহাটা পৌরসভা । 1 মে থেকে কার্ড দেখিয়ে দিনহাটার দু'টি বাজারে ঢুকতে পারবেন মানুষজন ।

Coochbehar
Coochbehar

কোচবিহার, 28 এপ্রিল : বাজারে ভিড় কমাতে এবার কার্ড সিস্টেম চালু করল দিনহাটা পৌরসভা । যা দিয়ে একজন সপ্তাহে দু'দিন বাজার করতে পারবেন । বাজারে ঢোকার মুখে কার্ডটি দেখিয়ে তারপর বাজারে ঢোকার অনুমতি পাওয়া যাবে ।

একসঙ্গে বহু মানুষ বাজারে ভিড় করলে ছড়াতে পারে সংক্রমণ । তাই রাজ্যের বাজারগুলিতে ভিড় নিয়ন্ত্রণে শুরু থেকেই নানা পদক্ষেপ করেছে প্রশাসন । কিন্তু তা সত্ত্বেও ভিড় এড়ানো যায়নি । সচেতন না হয়েই মানুষ রোজ ভিড় জমাচ্ছেন বাজারে । এই পরিস্থিতিতে অনেক বাজার স্থানান্তরিতও করা হয় । এমনভাবেই দিনহাটা বাজারের জন্যও নানা পদক্ষেপ করা হয়েছে । মানুষের সুবিধার্থে লকডাউনের মাঝেও বাজার করার জন্য প্রতিদিন সকালে ছাড় দেওয়া হয়েছে বাসিন্দাদের । কিন্তু প্রতিদিন সকাল হতেই দেখা যায় দিনহাটা শহরের দু'টি বাজারে ভিড় উপচে পড়ছে । যা নিয়ন্ত্রণে এবার নতুন ব্যবস্থা নিল দিনহাটা পৌরসভা ।

1 মে থেকে কার্ড দেখিয়ে দিনহাটার দু'টি বাজের ঢুকতে পারবেন মানুষজন । ইতিমধ্যে সেই কার্ড বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে । পৌরসভার এই উদ‍্যোগে খুশি শহরের অধিকাংশ বাসিন্দা ।

Coochbehar
এই কার্ড বাজারে দেখালে মিলবে অনুমতি

এবিষয়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, "বাজারে ভিড় কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে । কার্ডটি শুক্রবার থেকে কার্যকর হবে ।"

কোচবিহার, 28 এপ্রিল : বাজারে ভিড় কমাতে এবার কার্ড সিস্টেম চালু করল দিনহাটা পৌরসভা । যা দিয়ে একজন সপ্তাহে দু'দিন বাজার করতে পারবেন । বাজারে ঢোকার মুখে কার্ডটি দেখিয়ে তারপর বাজারে ঢোকার অনুমতি পাওয়া যাবে ।

একসঙ্গে বহু মানুষ বাজারে ভিড় করলে ছড়াতে পারে সংক্রমণ । তাই রাজ্যের বাজারগুলিতে ভিড় নিয়ন্ত্রণে শুরু থেকেই নানা পদক্ষেপ করেছে প্রশাসন । কিন্তু তা সত্ত্বেও ভিড় এড়ানো যায়নি । সচেতন না হয়েই মানুষ রোজ ভিড় জমাচ্ছেন বাজারে । এই পরিস্থিতিতে অনেক বাজার স্থানান্তরিতও করা হয় । এমনভাবেই দিনহাটা বাজারের জন্যও নানা পদক্ষেপ করা হয়েছে । মানুষের সুবিধার্থে লকডাউনের মাঝেও বাজার করার জন্য প্রতিদিন সকালে ছাড় দেওয়া হয়েছে বাসিন্দাদের । কিন্তু প্রতিদিন সকাল হতেই দেখা যায় দিনহাটা শহরের দু'টি বাজারে ভিড় উপচে পড়ছে । যা নিয়ন্ত্রণে এবার নতুন ব্যবস্থা নিল দিনহাটা পৌরসভা ।

1 মে থেকে কার্ড দেখিয়ে দিনহাটার দু'টি বাজের ঢুকতে পারবেন মানুষজন । ইতিমধ্যে সেই কার্ড বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে । পৌরসভার এই উদ‍্যোগে খুশি শহরের অধিকাংশ বাসিন্দা ।

Coochbehar
এই কার্ড বাজারে দেখালে মিলবে অনুমতি

এবিষয়ে দিনহাটা পৌরসভার চেয়ারম্যান উদয়ন গুহ বলেন, "বাজারে ভিড় কমাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে । কার্ডটি শুক্রবার থেকে কার্যকর হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.