কোচবিহার, 10 মে : লকডাউনের কারণে নদীতে নৌকা চলাচল বন্ধ । ফলে বিপাকে পড়েছে বাংলাদেশ সীমান্ত লাগোয়া তুফানগঞ্জ মহকুমার বালাভূত ও ঝাউকুঠির বাসিন্দারা । তাদের খাদ্যসামগ্রী শেষ হয়ে গেলেও BSF জওয়ানদের বাধায় নদী পেরিয়ে এপারে আসতে পারছে না । এনিয়ে আজ বিকেলে বিক্ষোভ দেখায় তারা ।
স্থানীয়দের অভিযোগ, "আর কতদিন আমরা বিচ্ছিন্ন দ্বীপের মধ্যে থাকব । BSF জওয়ানরা আমাদের মূল ভূ-খণ্ডের সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না ।" কালজানি নদী দ্বারা ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন দুটি গ্রাম বালাভূত ও ঝাউকুঠি । বাসিন্দার সংখ্যা প্রায় ছয় হাজার । লকডাউনের কারণে BSF-র তরফে নৌকা চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে । তাই ঘাট পারাপার করাও বন্ধ । নিত্য প্রয়োজনীয় সামগ্রী থেকে শুরু করে স্বাস্থ্য সবকিছুর জন্যই নির্ভর করতে হয় ভারতীয় ভূখণ্ড তুফানগঞ্জের উপর । বিগত 45 দিন থেকে ঘাট পারাপার বন্ধ । লকডাউনের কারণে পড়েছে বিপদে । খাদ্যের হাহাকার উঠেছে গ্রামজুড়ে ।
ঘাট পারাপার বন্ধ থাকায় তুফানগঞ্জ থেকে সহযোগিতা নিতে পারছে না তারা । তাই ঘাট চালুর দাবিতে একাধিকবার দফায় দফায় বিক্ষোভ করে যাচ্ছে গ্রামবাসীদের একাংশ । বালাভূত গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আইনুল মিয়া বলেন, "গ্রামবাসীরা চূড়ান্ত অবস্থায় রয়েছে । এখনও পর্যন্ত রেশন পৌঁছায়নি গ্রামে । ঘাট পারাপার বন্ধ হওয়ার কারণে গ্রামবাসীরা প্রয়োজনীয় ওষুধপত্র পর্যন্ত নিতে পারছে না ।" যদিও BSF সূত্রে জানানো হয়েছে, ঊর্ধ্বতন কতৃপক্ষের নির্দেশে নৌকা চলাচল বন্ধ রয়েছে । তবে বাসিন্দাদের সহযোগিতা করা হচ্ছে ।