কোচবিহার, 22ফেব্রুয়ারি : কৃষ্ণা বসুর মৃত্যুতে শোক প্রকাশ করলেন CPI(M) নেতা সুজন চক্রবর্তী ৷ রাজনৈতিক মতাদর্শ পৃথক হলেও ব্যক্তিগতভাবে কৃষ্ণা বসুর সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল ৷ জানালেন সুজনবাবু ৷ বললেন, "পরিচিত শিক্ষাবিদ, সমাজ সচেতক ও রুচিশীল মানুষ ছিলেন কৃষ্ণাদি । সাধারণ মানুষের সঙ্গে মিশতে পারতেন ।"
আজ 89 বছর বয়সে থেমে গেল কৃষ্ণা বসুর পথ চলা । তৃণমূলের আর এক প্রাক্তন সাংসদ সুগত বসুর মা কৃষ্ণা বসুও দুই বার তৃণমূলের টিকিটেই লোকসভার সদস্য হয়েছিলেন ৷ অনেকদিন ধরেই হৃদরোগের সমস্যায় ভুগছিলেন । গতরাত 10 টা 20 মিনিটে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর । ওঁর এই মৃত্যু সংবাদে শিক্ষাজগতের পাশাপাশি রাজনৈতিক মহলেও পড়েছে শোকের ছায়া ৷ দলীয় কর্মসূচিতে যোগ দিতে আজ সকালে কোচবিহারে আসেন সুজনবাবু । কোচবিহারে এসেই কৃষ্ণা বসুর মৃত্যু সংবাদ পান তিনি ।
কৃষ্ণা বসুকে নিয়ে সুজনবাবু বলেন, ‘‘রাজনীতিতে আসার আগে থেকেই ওঁর সাথে আমার পরিচয় । আমি নিয়মিত যেতাম নেতাজি রিসার্চ ব্যুরোতে । সেখান থেকেই পরিচয় গড়ে ওঠে । সাংসদ হিসাবে উনি আমার পূর্বসূরী । খুব ভালো মনের মানুষ ছিলেন । সমাজ সচেতন । সব ধরনের মানুষের সঙ্গে মিশতে পারতেন । কিছুদিন আগেও সুগত বসুর সঙ্গে কথা হয়েছিল তখন কৃষ্ণাদির সম্পর্কে খোঁজ নিয়েছিলাম । ভেবেছিলাম যাব । কিন্তু আর যাওয়া হল না ৷’’