কোচবিহার, 11 সেপ্টেম্বর: ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে (Mamata Banerjee) হুমকি দিয়ে ভিডিয়ো বার্তা দিলেন নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সুপ্রিমো জীবন সিংহ (KLO Jiban Singha Threats Mamata Banerjee)। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ এবং হুঁশিয়ারি দিয়ে গোপন ডেরা থেকে এই ভিডিয়ো বার্তা প্রকাশ করেন তিনি ।
জীবন সিং বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, কামতাপুর বিভাজনের বিরুদ্ধে তিনি যে চক্রান্ত করছেন সেটা করে দেখান । কামতাপুর আলাদা রাজ্য হলে কেন্দ্রের সুবিধা পাওয়া যাবে ৷ ডবল ইঞ্জিন সরকার হলে কামতাপুরের মানুষ উপকৃত হবে । এখানে স্কুল,মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় হবে ৷ মানুষের দুঃখ-দুর্দশা বোঝেন না মমতা দিদি ৷ উত্তরবঙ্গের সব লুঠ করে তিনি কলকাতার মানুষদের বড়লোক করবেন, এটাই চান ৷ পৃথক রাজ্য গঠন হলে এখানে একটি বিধানসভা হবে, ক্যাবিনেট হবে ৷ এখানকার মানুষগুলো ধনী হবে ৷ অভূতপূর্ণ উন্নতি হবে ৷ মমতা দিনি কামতাপুরের উন্নতি চান না ৷ আসলে মমতা দিদি গরিব মানুষের শত্রু, জনগণের শত্রু ৷"
পাশাপাশি তিনি আরও বলেন, "উত্তরবঙ্গ বিভাজনের বিরুদ্ধে যারা রক্ত ঝরানোর ডাক দিয়েছেন, তাদেরকে হুঁশিয়ারি দিতে চাই । নিজের জাতি এবং ভূমিকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে আমাদের ।"
প্রসঙ্গত, এর আগেও মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এবং তৃণমূলেের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) হুঁশিয়ারি দিয়ে একটি ভিডিয়ো প্রকাশ করেছিলেন তিনি ৷ তারপরেই সেটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ সেখানেও পৃথক কামতাপুর রাজ্য গঠনের পক্ষে সওয়াল করেন জীবন ৷
তাঁর অভিযোগ, মমতা ও অভিষেক বাঙালি এবং অবাঙালির মধ্যে বিভেদ ঘটাতে চাইছেন ৷ কামতাপুরীরা অত্যন্ত দুর্দশায় দিন কাটাচ্ছেন ৷ তাঁদের দুর্ভোগ মমতা বা অভিষেকের পক্ষে কলকাতা থেকে বোঝা সম্ভব নয় ৷ এমনকী এই রাজনৈতিক আক্রমণ করতে গিয়ে এক জায়গায় শালীনতা ও সৌজন্যের মাত্রাও ছাড়িয়ে যান এই বিচ্ছিন্নতাকামী নেতা ৷
আরও পড়ুন: ভিডিয়ো বার্তায় মমতা-অভিষেককে হুঁশিয়ারি ! শালীনতার মাত্রা ছাড়ালেন কেএলও নেতা
উল্লেখ্য, 18 অগস্ট কলকাতায় এসে আত্মসমর্পণ করেন কেএলও জঙ্গি সংগঠনের সম্পাদক কৈলাস কোচ (KLO general secretary Kailash Koch surrenders) । দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন তিনি । তাঁকে খুঁজছিলেন রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা ৷ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের চেষ্টায় তিনি আত্মসমর্পণ করেন বলে জানা যায় ৷
আরও পড়ুন: আত্মসমর্পণ করলেন কেএলও সম্পাদক কৈলাস কোচ