ETV Bharat / state

Kamtapur People's Party : পৃথক রাজ্যের দাবিতে কোচবিহার ও জলপাইগুড়িতে পথ অবরোধ কামতাপুর পিপলস পার্টির - পৃথক রাজ্যের দাবিতে কোচবিহার ও জলপাইগুড়িতে পথ অবরোধ কামতাপুর পিপলস পার্টির

কামতাপুর পিপলস পার্টির (Kamtapur Peoples Party) তরফে কোচবিহার ও জলপাইগুড়ির একাধিক জায়গায় পথ অবরোধকে ঘিরে যানজট ৷ খবর পেয়ে পুলিশ এসে অবরোধ তোলে ৷

kamtapur peoples party
পৃথক রাজ্য-সহ একাধিক দাবিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কামতাপুর পিপলস পার্টির বিক্ষোভ
author img

By

Published : May 12, 2022, 10:41 PM IST

কোচবিহার ও জলপাইগুড়ি, 12 মে : পৃথক রাজ্যের দাবিতে কোচবিহার ও জলপাইগুড়ির একাধিক জায়গায় পথ অবরোধ করল কামতাপুর পিপলস পার্টি (Kamtapur Peoples Party Blocks roads in Cooch behar and Jalpaiguri for Demanding Separate States)। বৃহস্পতিবার কোচবিহারের 31 নম্বর জাতীয় সড়কের খাগড়াবাড়ি চৌপতিতে প্রায় 40 মিনিট ধরে অবরোধ চলে । কোতোয়ালি ও পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে সংগঠনের জেলা সভাপতি কংসরাজ বর্মন জানান, পৃথক কামতাপুর রাজ্য, কামতাপুর ভাষার সাংবিধানিক স্বীকৃতি, প্রাথমিক বিদ্যালয়গুলিতে এই ভাষায় পঠনপাঠন ও শিক্ষক নিয়োগ এবং কৃষি ঋণ মুকুবের দাবি নিয়ে এদিন পথ অবরোধ করা হয় ৷ ।

আরও পড়ুন : Kamtapur People's Party : পৃথক রাজ্যের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ কামতাপুর পিপলস পার্টির

অন্যদিকে, এদিনই জলপাইগুড়ি জেলার ফাটাপুকুর ও ধূপগুড়ি-সহ জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধে সামিল হন কামতাপুর পিপলস পার্টির (ইউনাইটেড) সদস্যরা । পৃথক রাজ্যের দাবি, পেট্রল এবং জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যু তুলে ধরেন কেপিপির সমর্থকরা । বর্তমান রাজ্য সরকারের প্রতিও ক্ষিপ্ত মনোভাব প্রকাশ করেন আন্দোলনকারীরা ।

পৃথক রাজ্য-সহ একাধিক দাবিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কামতাপুর পিপলস পার্টির বিক্ষোভ

কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের জেলা কমিটির সদস্য দুনদেশ্বর রায় জানান, গোটা উত্তরবঙ্গ জুড়ে এদিন পথ অবরোধের ডাক দেওয়া হয় ৷ এদিন ধূপগুড়ি শহরের স্টেশন মোড় সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের কর্মীরা । অবরোধের জেরে রাস্তার দু'দিকে গাড়ির লাইন পড়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ হাজির হয় ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা । অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়া হয় পুলিশের তরফে ।

এদিন জলপাইগুড়ি শিলিগুড়িগামী 31নং জাতীয় সড়কের ফাটাপুকুরে অবরোধ করার ফলে সমস্যায় পড়েন যাত্রীরা । পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয় ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গকে আলাদা রাজ্য চাই না, জানিয়ে দিল কেপিপি

কোচবিহার ও জলপাইগুড়ি, 12 মে : পৃথক রাজ্যের দাবিতে কোচবিহার ও জলপাইগুড়ির একাধিক জায়গায় পথ অবরোধ করল কামতাপুর পিপলস পার্টি (Kamtapur Peoples Party Blocks roads in Cooch behar and Jalpaiguri for Demanding Separate States)। বৃহস্পতিবার কোচবিহারের 31 নম্বর জাতীয় সড়কের খাগড়াবাড়ি চৌপতিতে প্রায় 40 মিনিট ধরে অবরোধ চলে । কোতোয়ালি ও পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে সংগঠনের জেলা সভাপতি কংসরাজ বর্মন জানান, পৃথক কামতাপুর রাজ্য, কামতাপুর ভাষার সাংবিধানিক স্বীকৃতি, প্রাথমিক বিদ্যালয়গুলিতে এই ভাষায় পঠনপাঠন ও শিক্ষক নিয়োগ এবং কৃষি ঋণ মুকুবের দাবি নিয়ে এদিন পথ অবরোধ করা হয় ৷ ।

আরও পড়ুন : Kamtapur People's Party : পৃথক রাজ্যের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ কামতাপুর পিপলস পার্টির

অন্যদিকে, এদিনই জলপাইগুড়ি জেলার ফাটাপুকুর ও ধূপগুড়ি-সহ জেলার বিভিন্ন জায়গায় পথ অবরোধে সামিল হন কামতাপুর পিপলস পার্টির (ইউনাইটেড) সদস্যরা । পৃথক রাজ্যের দাবি, পেট্রল এবং জ্বালানি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি-সহ একাধিক ইস্যু তুলে ধরেন কেপিপির সমর্থকরা । বর্তমান রাজ্য সরকারের প্রতিও ক্ষিপ্ত মনোভাব প্রকাশ করেন আন্দোলনকারীরা ।

পৃথক রাজ্য-সহ একাধিক দাবিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কামতাপুর পিপলস পার্টির বিক্ষোভ

কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের জেলা কমিটির সদস্য দুনদেশ্বর রায় জানান, গোটা উত্তরবঙ্গ জুড়ে এদিন পথ অবরোধের ডাক দেওয়া হয় ৷ এদিন ধূপগুড়ি শহরের স্টেশন মোড় সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করে কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেডের কর্মীরা । অবরোধের জেরে রাস্তার দু'দিকে গাড়ির লাইন পড়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷ হাজির হয় ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা । অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেওয়া হয় পুলিশের তরফে ।

এদিন জলপাইগুড়ি শিলিগুড়িগামী 31নং জাতীয় সড়কের ফাটাপুকুরে অবরোধ করার ফলে সমস্যায় পড়েন যাত্রীরা । পরে পুলিশ এসে অবরোধ তুলে দেয় ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গকে আলাদা রাজ্য চাই না, জানিয়ে দিল কেপিপি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.