কোচবিহার, 27 জানুয়ারি : রথ রাজনীতি বঙ্গে আবারও প্রয়োগ করার প্রস্তুতি নিচ্ছে বিজেপি ৷ আর সেজন্য বঙ্গ জয়ের অধরা স্বপ্ন পূরণ করতে চেয়ে শেষ পর্যন্ত রথেই রাজ্য পরিক্রমা করবে বিজেপি ৷ 1992 সালে রামরথে চেপেই লালকৃষ্ণ আদবানী জাতীয় রাজনীতিতে গেরুয়া শিবিরের টি আর পি একলাফে বহুগুণ বাড়াতে সক্ষম হন ৷ মোদি রাজত্বে প্রায় প্রথম থেকেই আদবানী ব্রাত্য হলেও ক্ষমতা দখলে নানা সময়ে মোদি-শাহ বিগ্রেড সেই রথ-রাজনীতিতেই সওয়ার হয়েছেন ৷ দেশের বিভিন্ন প্রান্তেও এর আগে রথ নিয়ে বের হয়েছেন বিজেপি নেতারা। উত্তরাখণ্ডে ক্ষমতায় আসতে 'পরিবর্তন যাত্রা' বের হয় ৷ তারপর এই উত্তরাখণ্ডের মডেল অনুসরণ করা হয় ত্রিপুরাতেও ৷ "চলো পাল্টাই" ডাক দিয়ে 'বিজয় সংকল্প রথ' বের করা হয় ত্রিপুরায়। 2019 সালেও লোকসভা ভোটের আগে বিজেপি এই রাজ্যেও 'গণতন্ত্র বাঁচাও' যাত্রা শুরু করে রথে চেপেই ৷ যদিও প্রশাসনের বাধায় সেই রথ খুব বেশি দূর না এগোলেও লোকসভা ভোটে শাসক শিবিরকে বড় ধাক্কা দেয় বিজেপি ৷ বিধানসভা ভোটের আগে তাই আবারও রথে চেপেই পরিবর্তনের ডাক দেবার প্রস্তুতি নিচ্ছে বিজেপি ৷ আর বিজেপির এই 'পরিবর্তন যাত্রা'র সূচনা করতে কোচবিহারে আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। ফেব্রুয়ারি মাসের শুরুতেই কোচবিহার মদনমোহন বাড়ির সামনে থেকে এই পরিবর্তন যাত্রা শুরু হবে। কোচবিহার জেলা বিজেপি সভানেত্রী মালতি রাভা এই কথা জানান ৷ বিজেপির কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন," পরিবর্তন যাত্রার জন্য আমাদের জেলায় ইতিমধ্যেই একটি কমিটি গঠন করা হয়েছে। রথযাত্রা নিয়ে আমরা সব রকম প্রস্তুতি নিচ্ছি। যাত্রার সূচনা করতে দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা কোচবিহারে আসতে পারেন৷"
সামনে বিধানসভা নির্বাচন ৷ তার আগে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে পরিবর্তন যাত্রা শুরু হবে। কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে রাসমেলা ময়দান থেকে পরিবর্তন যাত্রার রথযাত্রা শুরু হবে। এই পরিবর্তন যাত্রা কোচবিহার লোকসভা কেন্দ্রের বিধানসভা এলাকা ঘুরে আলিপুরদুয়ার যাবে। চার দিন ধরে কোচবিহার জেলার এই পরিবর্তন যাত্রা হবে। রথে কেন্দ্র-রাজ্য ও জেলা স্তরের নেতারা থাকবেন। জানা গিয়েছে মূল রথ পরিচালনা করার জন্য যাঁরা দায়িত্বে থাকবেন তাঁদের নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি প্রশাসনিক ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, যানবাহন ব্যবস্থা, জনসভা ও পথসভার ব্যবস্থা সহ অন্যান্য বিষয়গুলির সুষ্ঠুভাবে করার জন্য বেশ আরও কয়েকটি সাব কমিটি তৈরি করা হয়েছে।
আরও পড়ুন : শিক্ষকদের অভিযান ঘিরে উত্তপ্ত বিধানসভা চত্বর
বিজেপি সূত্রের খবর, প্রথম দিন মদনমোহন মন্দিরে পুজো দিয়ে রাসমেলা মাঠ থেকে এই পরিবর্তন যাত্রা বের হয়ে বানেশ্বর, পুন্ডিবাড়ি, ঘোকসাডাঙ্গা পৌছাবে। সেখানেই রাতে রথ থাকবে। পরদিন সেখান থেকে মাথাভাঙ্গা তারপর গোসাইরহাট, শীতলকুচি, সিতাই, গোসানিমারি, দিনহাটা হয়ে ভেটাগুড়ি পৌঁছাবে। দ্বিতীয় দিন সেখানে রাত্রি বাস করবে। তৃতীয় দিন ভেটাগুড়ি থেকে রওনা দিয়ে দেওয়ানহাট, ঘুঘুমারি, বাবুরহাট, চিলাখানা হয়ে তুফানগঞ্জ যাবে। সেখান থেকে ফিরে তুফানগঞ্জে রাত্রি বাস করে শেষদিন তুফানগঞ্জ, নাগুরহাট, বোচামারি হয়ে কামাখ্যাগুড়িতে আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের হাতে রথের দায়িত্ব তুলে দেওয়া হবে। বিধানসভা নির্বাচনের আগে এই রথযাত্রা বিজেপিকে যথেষ্ট অক্সিজেন দেবে বলে রাজনৈতিক মহলের ধারনা। লোকসভা ভোটের আগে বিজেপির রথকে ফাইভ স্টার হোটেলের সঙ্গে তুলনা করেছিলেন মুখ্যমন্ত্রী ৷ এবার বিজেপির এই রথেও সমস্তরকম অত্যাধুনিক ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে ৷ সূত্র অনুযায়ী রাজ্যে মোট 5টি রথ বের করবে বিজেপি, যাতে 294টি বিধানসভা কেন্দ্রে গিয়ে প্রচার করা সম্ভব হয় ৷ বিধানসভা ভোটের আগে এই রথ বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনতে পারবে ? এর উত্তর ভবিষ্যৎ-ই দেবে ৷