ETV Bharat / state

BJP ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর - কোচবিহার তৃণমূল

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে কোচবিহার জেলা BJP-তে কোন্দল শুরু হয় ৷ এর ফলে BJP ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা শুরু হয় ৷

bjp_join_tmc
BJP ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর
author img

By

Published : Sep 1, 2020, 7:50 PM IST

কোচবিহার, 1 সেপ্টেম্বর : BJP ছেড়ে শতাধিক কর্মীর যোগদান তৃণমূলে ৷ মঙ্গলবার বিকেলে কোচবিহার জেলা তৃণমূলের কার্যালয়ে যোগদেন কর্মীরা ৷ কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ সহ আরও অনেকে ৷

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে কোচবিহার জেলা BJP-তে কোন্দল শুরু হয় ৷ এর ফলে BJP ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা শুরু হয় ৷ গত সপ্তাহে BJP-এর যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি শৈলেন্দ্র প্রসাদ সাহু সহ বেশ কয়েকজন BJP নেতা তৃণমূলে যোগ দেন ৷ এদিন সংখ্যালঘু মোর্চার প্রাক্তন জেলা সভাপতি মজিদুল ইসলাম, জেলা কমিটির সদস্য সিতেন বর্মন, পঞ্চায়েত সদস্য কাজল প্রামাণিক তৃণমূলে যোগ দেন ৷ কোচবিহার জেলা তৃণমূল সভাপতি প্রার্থপ্রতীম রায় বলেন, "এদিন শতাধিক BJP নেতা কর্মীরা তৃণমূলে যোগ দেন ৷ খুব শীঘ্রই আরও BJP কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগ দেবেন ৷ " অপরদিকে, BJP-এর জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, "এদিন যারা তৃণমূলে যোগ দিয়েছেন তাঁদের আগেই BJP থেকে বহিষ্কার করা হয়েছে ৷"

কোচবিহার, 1 সেপ্টেম্বর : BJP ছেড়ে শতাধিক কর্মীর যোগদান তৃণমূলে ৷ মঙ্গলবার বিকেলে কোচবিহার জেলা তৃণমূলের কার্যালয়ে যোগদেন কর্মীরা ৷ কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন কোচবিহার জেলা সভাপতি পার্থপ্রতিম রায়, তৃণমূল নেতা আবদুল জলিল আহমেদ সহ আরও অনেকে ৷

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরে কোচবিহার জেলা BJP-তে কোন্দল শুরু হয় ৷ এর ফলে BJP ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার প্রবণতা শুরু হয় ৷ গত সপ্তাহে BJP-এর যুব মোর্চার প্রাক্তন জেলা সভাপতি শৈলেন্দ্র প্রসাদ সাহু সহ বেশ কয়েকজন BJP নেতা তৃণমূলে যোগ দেন ৷ এদিন সংখ্যালঘু মোর্চার প্রাক্তন জেলা সভাপতি মজিদুল ইসলাম, জেলা কমিটির সদস্য সিতেন বর্মন, পঞ্চায়েত সদস্য কাজল প্রামাণিক তৃণমূলে যোগ দেন ৷ কোচবিহার জেলা তৃণমূল সভাপতি প্রার্থপ্রতীম রায় বলেন, "এদিন শতাধিক BJP নেতা কর্মীরা তৃণমূলে যোগ দেন ৷ খুব শীঘ্রই আরও BJP কর্মী সমর্থকেরা তৃণমূলে যোগ দেবেন ৷ " অপরদিকে, BJP-এর জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, "এদিন যারা তৃণমূলে যোগ দিয়েছেন তাঁদের আগেই BJP থেকে বহিষ্কার করা হয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.