কোচবিহার, 19 ডিসেম্বর : বোমা বিস্ফোরণে উড়ল এক যুবকের হাতের একাংশ । গতরাতে দিনহাটা-2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ থানার অন্তর্গত নাজিরগঞ্জ এলাকার ঘটনা । গুরুতর জখম অবস্থায় আহতকে শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে । তদন্ত শুরু করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ ।
বছর বত্রিশের যুবক নিতাই বর্মণ বোমা বিস্ফোরণে আহত হন । নাজিরগঞ্জের বাসিন্দা নিতাই তৃণমূল কর্মী । জানা গিয়েছে, গতরাতে দলীয় কর্মসূচি শেষে বাড়ি ফিরছিলেন । সেই সময় তাঁকে লক্ষ্য করে বিজেপি কর্মীরা বোমাবাজি করে বলে অভিযোগ ওঠে । বোমাবাজিতে নিতাইয়ের হাতের কনুইয়ের নিচ থেকে উড়ে যায় ।
এরপর রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে । প্রথমে দিনহাটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে সেখান থেকে কোচবিহারের শিলিগুড়ির এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
এবিষয়ে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ বলেন, "বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আমাদের তৃণমূল কর্মীর উপর হামলা চালিয়েছে ।" যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার । তিনি বলেন, "অভিযোগ ভিত্তিহীন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।"