কোচবিহার,18 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে এবং নাগরিকপঞ্জি চালুর দাবিতে আন্দোলনে নামল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন । বুধবার এই দাবিতে তারা কোচবিহারের জেলাশাসকের মাধ্যমে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে এক দাবিপত্র পাঠায় । তাঁদের আশঙ্কা, নাগরিকত্ব সংশোধনী আইন চালু হলে কোচবিহারে ভূমিপুত্রদের অস্তিত্ব বিপন্ন হবে ।
1950 সালের ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী প্রথমে 'গ' শ্রেণীর রাজ্য ও পরে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে অন্তর্ভুক্ত হয় কোচবিহার । কিন্তু গত দুই দশক ধরে পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছে গ্রেটার সহ বিভিন্ন সংগঠন ।
বুধবার গ্রেটার সুপ্রিমো বংশীবদন বর্মণের নেতৃত্বে সংগঠনের কয়েক হাজার কর্মী-সমর্থক কোচবিহার শহরে মিছিল করে জেলাশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাবিপত্র পাঠান । বংশীবদন বলেন, "ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী কোচবিহারবাসীর মতামত ছাড়া কোচবিহারে কিছু হতে পারে না । কারণ ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী কোচবিহারবাসী এখন রাজ্যবাসী, না জেলাবাসী সেটাই স্পষ্ট নয় । " তিনি আরও বলেন, " উত্তর- পূর্ব ভারতের 6 টি রাজ্যে 1971 সাল ধরে নাগরিকপঞ্জি করা হচ্ছে । আমরাও চাই কোচবিহারে নাগরিকপঞ্জি হোক । নাগরিকত্ব সংশোধনী আইন চালু হলে কোচবিহারে বাসিন্দাদের অস্তিত্ব বিপন্ন হবে ।"