ETV Bharat / state

নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে আন্দোলনে গ্রেটার - গ্রেটার সুপ্রিমো বংশীবদন বর্মণ

1950 সালের ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী প্রথমে 'গ' শ্রেণীর রাজ্য ও পরে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে অন্তর্ভুক্ত হয় কোচবিহার । কিন্তু গত দুই দশক ধরে পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছে গ্রেটার সহ বিভিন্ন সংগঠন ।

Bongsibadan Barman
বংশীবদন বর্মণ
author img

By

Published : Dec 18, 2019, 11:59 PM IST

কোচবিহার,18 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে এবং নাগরিকপঞ্জি চালুর দাবিতে আন্দোলনে নামল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন । বুধবার এই দাবিতে তারা কোচবিহারের জেলাশাসকের মাধ্যমে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে এক দাবিপত্র পাঠায় । তাঁদের আশঙ্কা, নাগরিকত্ব সংশোধনী আইন চালু হলে কোচবিহারে ভূমিপুত্রদের অস্তিত্ব বিপন্ন হবে ।

1950 সালের ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী প্রথমে 'গ' শ্রেণীর রাজ্য ও পরে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে অন্তর্ভুক্ত হয় কোচবিহার । কিন্তু গত দুই দশক ধরে পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছে গ্রেটার সহ বিভিন্ন সংগঠন ।

বুধবার গ্রেটার সুপ্রিমো বংশীবদন বর্মণের নেতৃত্বে সংগঠনের কয়েক হাজার কর্মী-সমর্থক কোচবিহার শহরে মিছিল করে জেলাশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাবিপত্র পাঠান । বংশীবদন বলেন, "ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী কোচবিহারবাসীর মতামত ছাড়া কোচবিহারে কিছু হতে পারে না । কারণ ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী কোচবিহারবাসী এখন রাজ্যবাসী, না জেলাবাসী সেটাই স্পষ্ট নয় । " তিনি আরও বলেন, " উত্তর- পূর্ব ভারতের 6 টি রাজ্যে 1971 সাল ধরে নাগরিকপঞ্জি করা হচ্ছে । আমরাও চাই কোচবিহারে নাগরিকপঞ্জি হোক । নাগরিকত্ব সংশোধনী আইন চালু হলে কোচবিহারে বাসিন্দাদের অস্তিত্ব বিপন্ন হবে ।"

বংশীবদন বর্মণ

কোচবিহার,18 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইন বাতিলের দাবিতে এবং নাগরিকপঞ্জি চালুর দাবিতে আন্দোলনে নামল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন । বুধবার এই দাবিতে তারা কোচবিহারের জেলাশাসকের মাধ্যমে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে এক দাবিপত্র পাঠায় । তাঁদের আশঙ্কা, নাগরিকত্ব সংশোধনী আইন চালু হলে কোচবিহারে ভূমিপুত্রদের অস্তিত্ব বিপন্ন হবে ।

1950 সালের ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী প্রথমে 'গ' শ্রেণীর রাজ্য ও পরে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে অন্তর্ভুক্ত হয় কোচবিহার । কিন্তু গত দুই দশক ধরে পৃথক কোচবিহার রাজ্যের দাবিতে আন্দোলন করে আসছে গ্রেটার সহ বিভিন্ন সংগঠন ।

বুধবার গ্রেটার সুপ্রিমো বংশীবদন বর্মণের নেতৃত্বে সংগঠনের কয়েক হাজার কর্মী-সমর্থক কোচবিহার শহরে মিছিল করে জেলাশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাবিপত্র পাঠান । বংশীবদন বলেন, "ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী কোচবিহারবাসীর মতামত ছাড়া কোচবিহারে কিছু হতে পারে না । কারণ ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী কোচবিহারবাসী এখন রাজ্যবাসী, না জেলাবাসী সেটাই স্পষ্ট নয় । " তিনি আরও বলেন, " উত্তর- পূর্ব ভারতের 6 টি রাজ্যে 1971 সাল ধরে নাগরিকপঞ্জি করা হচ্ছে । আমরাও চাই কোচবিহারে নাগরিকপঞ্জি হোক । নাগরিকত্ব সংশোধনী আইন চালু হলে কোচবিহারে বাসিন্দাদের অস্তিত্ব বিপন্ন হবে ।"

বংশীবদন বর্মণ
Intro:কোচবিহার: CAA বাতিলের দাবিতে এবং NRC চালুর দাবিতে আন্দোলনে নামল গ্রেটার কোচবিহার পিপলস আ্যসোসিয়েশন। বুধবার এই দাবিতে তারা কোচবিহার এর জেলাশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাবিপত্র দেয়। তাদের অভিযোগ CAA চালু হলে কোচবিহার এর স্থানীয়দের অস্তিত্ব বিপন্ন হবে। তাই আমরা CAA চাই না। NRC চাই।




Body:
আগে কোচবিহার একটি আলাদা রাজ‍্য থাকলেও ১৯৫০ সালে ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী প্রথমে গ শ্রেণীর রাজ‍্য ও পরে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে অন্তর্ভুক্ত হয়। কিন্তু গত দুদশক ধরে পৃথক কোচবিহার রাজ‍্যের দাবিতে আন্দোলন করে আসছে গ্রেটার সহ বিভিন্ন সংগঠন। এরই মধ্যে বুধবার গ্রেটার সুপ্রিমো বংশীবদন বর্মণের নেতৃত্বে কয়েক হাজার কর্মী সমর্থক কোচবিহার শহরে মিছিল করে কোচবিহার এর জেলাশাসক এর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে দাবিপত্র দেয়। বংশীবদন বর্মণ বলেন, ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী কোচবিহার বাসীর মতামত ছাড়া কোচবিহারে কিছু করতে পারে না। কারণ ভারত ভুক্তি চুক্তি অনুযায়ী কোচবিহার বাসী এখন রাজ‍্যবাসী না জেলা বাসী সেটাই স্পষ্ট নয়। তিনি আরও বলেন, উত্তর- পূর্ব ভারতের ৬ টি রাজ‍্যে ১৯৭১ সাল ধরে NRC করা হচ্ছে। আমরাও চাই কোচবিহারে NRC হোক। CAA হলে কোচবিহার এর বাসিন্দাদের অস্তিত্ব বিপন্ন হবে। । #


Conclusion:wb_crb_02_greater_movement_ caa_vis_7205341
বংশীবদন বর্মনের বাইট wrap e dicchi
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.