ETV Bharat / state

বেহুঁশ গেটম্যান ! ট্রেন থামিয়ে গেট বন্ধ করলেন চালক ও গার্ড

author img

By

Published : Oct 24, 2019, 8:07 PM IST

আজ দুপুর সোয়া দুটো নাগাদ কামেশ্বরী সংলগ্ন ওই রেলগেট দিয়ে বামনহাট প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছিল । সেই সময় এ বি ২১ নম্বর গেটটি বন্ধ থাকার কথা । কিন্তু এদিন ট্রেন চলে এলেও গেট বন্ধ হয়নি ।

rail

কোচবিহার, 24 অক্টোবর : ট্রেন চলে এসেছে অথচ রেলগেট খোলা । পাত্তা নেই গেটম্যানের । অভিযোগ, গেটম্যান অর্থাৎ রেলগেট বন্ধের দায়িত্বে যে কর্মী রয়েছেন, তিনি নেশাগ্রস্ত অবস্থায় পড়ে ছিলেন । বাধ্য হয়ে ট্রেন থামিয়ে দেন চালক । ট্রেন থেকে নেমে চালক ও গার্ড স্থানীয়দের সাহায্যে গেট বন্ধ করেন । কোচবিহার শহর সংলগ্ন পূর্ব কামেশ্বরী রোড এয়ারপোর্ট সংলগ্ন এলাকার ঘটনা । অভিযুক্ত কর্মীকে সাসপেন্ড করেছে রেল ।

আজ দুপুর সোয়া দুটো নাগাদ কামেশ্বরী সংলগ্ন ওই রেলগেট দিয়ে বামনহাট প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছিল । সেই সময় এ বি ২১ নম্বর গেটটি বন্ধ থাকার কথা । কিন্তু এদিন ট্রেন চলে এলেও গেট বন্ধ হয়নি । এরপর ট্রেন থেকে চালক ও গার্ড নেমে এসে স্থানীয়দের সহযোগিতায় গেট বন্ধ করেন ।

অভিযোগ, এই ঘটনার পরে স্থানীয়রা গিয়ে দেখেন গেট সংলগ্ন ঘরে গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে । পরে রেল পুলিশ এসে গেটম্যানকে নিয়ে যায় । তারপর ট্রেনটি বামনহাটের উদ্দেশে রওনা দেয় ।

এ বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের এক আধিকারিক জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । ওই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে ।

কোচবিহার, 24 অক্টোবর : ট্রেন চলে এসেছে অথচ রেলগেট খোলা । পাত্তা নেই গেটম্যানের । অভিযোগ, গেটম্যান অর্থাৎ রেলগেট বন্ধের দায়িত্বে যে কর্মী রয়েছেন, তিনি নেশাগ্রস্ত অবস্থায় পড়ে ছিলেন । বাধ্য হয়ে ট্রেন থামিয়ে দেন চালক । ট্রেন থেকে নেমে চালক ও গার্ড স্থানীয়দের সাহায্যে গেট বন্ধ করেন । কোচবিহার শহর সংলগ্ন পূর্ব কামেশ্বরী রোড এয়ারপোর্ট সংলগ্ন এলাকার ঘটনা । অভিযুক্ত কর্মীকে সাসপেন্ড করেছে রেল ।

আজ দুপুর সোয়া দুটো নাগাদ কামেশ্বরী সংলগ্ন ওই রেলগেট দিয়ে বামনহাট প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছিল । সেই সময় এ বি ২১ নম্বর গেটটি বন্ধ থাকার কথা । কিন্তু এদিন ট্রেন চলে এলেও গেট বন্ধ হয়নি । এরপর ট্রেন থেকে চালক ও গার্ড নেমে এসে স্থানীয়দের সহযোগিতায় গেট বন্ধ করেন ।

অভিযোগ, এই ঘটনার পরে স্থানীয়রা গিয়ে দেখেন গেট সংলগ্ন ঘরে গেটম্যান নেশাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছে । পরে রেল পুলিশ এসে গেটম্যানকে নিয়ে যায় । তারপর ট্রেনটি বামনহাটের উদ্দেশে রওনা দেয় ।

এ বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের এক আধিকারিক জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে । ওই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে ।

Intro:কোচবিহার ঃ ট্রেন চলে এসেছে অথচ রেলগেট খোলা। কারন যে কর্মী রেলগেট বন্ধ করার দায়িত্বে রয়েছেন সে নেশাগ্রস্ত অবস্থায় পড়ে রয়েছেন। বাধ্য হয়ে রেলগেটের আগে দাঁড়িয়ে পড়ল ট্রেন। চালক ও গার্ড নেমে স্থানীয়দের সহযোগিতায় গেট বন্ধ করলেন।গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পাশাপাশি ওই কর্মীকে সাসপেন্ড করেছে রেলদপ্তর।
কোচবিহার শহর সংলগ্ন পূর্ব কামেশ্বরি রোড এয়ারপোর্ট এলাকায় রয়েছে একটি রেলগেট। ওই গেট দিয়ে খুব বেশি যানবাহন যাতায়াত না করলেও দুপুর সোয়া দুটো নাগাদ এই রেলগেট দিয়ে বামনহাট প্যাসেঞ্জার ট্রেনটি যাবার কথা ছিল। ফলে সেসময় এ বি ২১ নম্বর গেটটি বন্ধ থাকার কথা। কিন্তু এদিন ট্রেন চলে এলেও গেট বন্ধ হয়নি। এরপর ট্রেন থেকে চালক ও গার্ড নেমে এসে স্থানীয়দের সহযোগিতায় গেট বন্ধ করেন। পরে গিয়ে দেখা যায় গেটের সামনে থাকা ঘরে গেট ম্যান নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে। পরে রেল পুলিশ এসে ওই গেটম্যানকে নিয়ে যায়। পাশাপাশি ট্রেনটি বামনহাটের উদ্দেশ্যে রওনা দেয়।এবিষয়ে উত্তর পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের এক আধিকারিক জানান, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।।।# Body:wb_crb_04_rail gate_pic_7205341Conclusion:wb_crb_04_rail gate_pic_7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.