ETV Bharat / state

কোচবিহারে 14 কেজি গাঁজা-সহ গ্রেফতার 4 - গাঁজা উদ্ধার

কোচবিহারে 14 কেজি গাঁজা-সহ গ্রেফতার 4 ৷ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাফল্য ঘোকসাডাঙা থানার ৷ উদ্ধার হওয়া গাঁজার বাজারদর প্রায় 1 লাখ টাকা ৷

wb_cob_02_gajabsaho grepatar char_wb10019
কোচবিহারে 14 কেজি গাঁজা-সহ গ্রেফতার 4
author img

By

Published : Apr 16, 2021, 8:04 PM IST

কোচবিহার, 16 এপ্রিল : গোপন সূত্রে খবর পেয়ে 14 কেজি গাঁজা এবং দু’টি মোটরবাইক-সহ চারজনকে গ্রেফতার করল কোচবিহারের ঘোকসাডাঙা থানার পুলিশ ৷

শুক্রবার ঘোকসাডাঙা থানার ওসি দেবাশিস রায়ের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ বাহিনী প্রেমের ডাঙ্গা সংলগ্ন এলাকায় অভিযান চালায় ৷ দু’টি বাইকে চার যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের ৷ সন্দেহভাজনদের তল্লাশি করে উদ্ধার হয় 14 কেজি গাঁজা ৷ সঙ্গে সঙ্গেই ওই চারজনকে গ্রেফতার করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয় তাদের দু’টি বাইকও ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল পবিত্র বর্মন, বিপুলচন্দ্র বর্মন, রঞ্জিত বর্মণ এবং রাজেশ বর্মণ ৷ প্রত্যেকেই কোচবিহারের পুন্ডিবাড়ি থানা এলাকার কালাপানির বাসিন্দা। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে ঘোকসাডাঙা থানার পুলিশ৷

আরও পড়ুন : উলুবেড়িয়ায় 100 কেজি গাঁজা বাজেয়াপ্ত

এই বিষয়ে ঘোকসাডাঙা থানার ওসি দেবাশিস রায় জানিয়েছেন, গাঁজার চাষ ও পাচার রুখতে লাগাতার এমন অভিযান চলবে ৷ এদিনের ঘটনায় ধৃতরা নির্দিষ্ট কোনও চক্রের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ সূত্রের খবর, এদিন উদ্ধার হওয়া গাঁজার বাজারদর প্রায় 1 লাখ টাকা ৷

কোচবিহার, 16 এপ্রিল : গোপন সূত্রে খবর পেয়ে 14 কেজি গাঁজা এবং দু’টি মোটরবাইক-সহ চারজনকে গ্রেফতার করল কোচবিহারের ঘোকসাডাঙা থানার পুলিশ ৷

শুক্রবার ঘোকসাডাঙা থানার ওসি দেবাশিস রায়ের নেতৃত্বে সাদা পোশাকের পুলিশ বাহিনী প্রেমের ডাঙ্গা সংলগ্ন এলাকায় অভিযান চালায় ৷ দু’টি বাইকে চার যুবককে দেখে সন্দেহ হয় পুলিশের ৷ সন্দেহভাজনদের তল্লাশি করে উদ্ধার হয় 14 কেজি গাঁজা ৷ সঙ্গে সঙ্গেই ওই চারজনকে গ্রেফতার করা হয় ৷ বাজেয়াপ্ত করা হয় তাদের দু’টি বাইকও ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল পবিত্র বর্মন, বিপুলচন্দ্র বর্মন, রঞ্জিত বর্মণ এবং রাজেশ বর্মণ ৷ প্রত্যেকেই কোচবিহারের পুন্ডিবাড়ি থানা এলাকার কালাপানির বাসিন্দা। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে ঘোকসাডাঙা থানার পুলিশ৷

আরও পড়ুন : উলুবেড়িয়ায় 100 কেজি গাঁজা বাজেয়াপ্ত

এই বিষয়ে ঘোকসাডাঙা থানার ওসি দেবাশিস রায় জানিয়েছেন, গাঁজার চাষ ও পাচার রুখতে লাগাতার এমন অভিযান চলবে ৷ এদিনের ঘটনায় ধৃতরা নির্দিষ্ট কোনও চক্রের সঙ্গে জড়িত কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ ৷ সূত্রের খবর, এদিন উদ্ধার হওয়া গাঁজার বাজারদর প্রায় 1 লাখ টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.