ETV Bharat / state

মাথাভাঙায় বিক্ষোভের মুখে বনমন্ত্রী - binay krishna barman

গিয়েছিলেন দলীয় দপ্তরে। সেই সময় বিক্ষোভের মুখে পড়লেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মণ।

বনমন্ত্রী
author img

By

Published : May 26, 2019, 1:22 AM IST

মাথাভাঙা, ২৬ মে : কোচবিহারে বিক্ষোভের মুখে একের পর এক মন্ত্রী। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পর এবার বনমন্ত্রী। মাথাভাঙা মহকুমার বড় শৈলমারিতে বিক্ষোভের মুখে পড়লেন বিনয়কৃষ্ণ বর্মন।

গতকাল বিকালে শৈলমারির দলীয় কার্যালয়ে যান তিনি। সেই সময় 100 থেকে 150 জন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অফিস লক্ষ্য করে ঢিল ছোড়ে । BJP আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে তাঁর অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় BJP নেতৃত্ব । তাদের বক্তব্য, এলাকার সাধারণ মানুষ বিনয়কৃষ্ণ বর্মণকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন । কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি ৷

এদিকে বনমন্ত্রী জানান ,“ আমি গতকাল বিকালে ভোটের ফলাফল পর্যালোচনার জন্য বড় শৈলমারির পাঁচ নং দলীয় কার্যালয়ে যাই। সেখানে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেই সময় ১০০ থেকে ১৫০ জন BJP আশ্রিত দুস্কৃতি এসে পার্টি অফিস লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে। নিরাপত্তা কর্মীরা দরজার সামনে দাঁড়িয়ে পরে। পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে হামলা চালিয়ছে এই দুস্কৃতিরা।”

মাথাভাঙা, ২৬ মে : কোচবিহারে বিক্ষোভের মুখে একের পর এক মন্ত্রী। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর পর এবার বনমন্ত্রী। মাথাভাঙা মহকুমার বড় শৈলমারিতে বিক্ষোভের মুখে পড়লেন বিনয়কৃষ্ণ বর্মন।

গতকাল বিকালে শৈলমারির দলীয় কার্যালয়ে যান তিনি। সেই সময় 100 থেকে 150 জন তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি অফিস লক্ষ্য করে ঢিল ছোড়ে । BJP আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনা ঘটিয়েছে বলে তাঁর অভিযোগ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মন্ত্রীর অভিযোগ উড়িয়ে দিয়েছে স্থানীয় BJP নেতৃত্ব । তাদের বক্তব্য, এলাকার সাধারণ মানুষ বিনয়কৃষ্ণ বর্মণকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছেন । কোনও ভাঙচুরের ঘটনা ঘটেনি ৷

এদিকে বনমন্ত্রী জানান ,“ আমি গতকাল বিকালে ভোটের ফলাফল পর্যালোচনার জন্য বড় শৈলমারির পাঁচ নং দলীয় কার্যালয়ে যাই। সেখানে স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেই সময় ১০০ থেকে ১৫০ জন BJP আশ্রিত দুস্কৃতি এসে পার্টি অফিস লক্ষ্য করে ঢিল ছুঁড়তে থাকে। নিরাপত্তা কর্মীরা দরজার সামনে দাঁড়িয়ে পরে। পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়। প্রায় দুই ঘণ্টা ধরে হামলা চালিয়ছে এই দুস্কৃতিরা।”


New Delhi, May 25 (ANI): Prime Minister Narendra Modi on Saturday thanked Election Commission for the successfully conducting Lok Sabha elections in the country. He said that India's election is vast and it's a very unique thing for the world. Modi praised and appreciated the efforts of every individual who gave his services in Lok Sabha election.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.