ETV Bharat / state

Leopard Fear: মেখলিগঞ্জে চিতাবাঘের আতঙ্ক, ঘুম উড়েছে এলাকাবাসীর

author img

By

Published : Nov 20, 2022, 9:42 PM IST

মেখলিগঞ্জে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে (Leopard Fear) ৷ অন্ধকারে কামড় দিয়েছে একাধিক জনকে ৷ আতঙ্ক ঘুম উড়েছে এলাকাবাসীর । আতঙ্কে বাইরেই বেরোচ্ছেন না বাসিন্দারা । ঘটনাস্থলে এসেছে বনবিভাগের কর্মীরা ।

Fear of leopard at Mekhliganj in Cooch Beha
Fear of leopard at Mekhliganj in Cooch Beha

কোচবিহার, 20 নভেম্বর: গত কয়েকদিন ধরে অজানা জন্তুর আতঙ্কে রয়েছেন মেখলিগঞ্জের বাসিন্দারা (Fear of leopard at Mekhliganj) । রাতের অন্ধকারে পিছন থেকে আক্রমন করেছে তিনজনকে, কামড়ও দিয়েছে । যার জেরে দিনের বেলা বাইরে বের হলেও, রাতের আতঙ্কে বাইরে বের হচ্ছেন না কেউই ।

শনিবার, চিতাবাঘের মতোই জন্তুকে দেখেন এক মহিলা । এতেই ছড়িয়ে পড়ে আরও বেশি আতঙ্ক । এই এলাকায় কয়েকদিন ধরেই অজানা জন্তুর আক্রমণে আক্রান্ত হয়েছেন একাধিক ব্যক্তি ও গৃহপালিত পশুও । এবার, সেই জন্তু বাঘ বলে দাবি স্থানীয়দের । এর ফলে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লক কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার জিগাবাড়ি গ্রামে আতঙ্কে রয়েছে মানুষজন ।

শনিবার দুপুর নাগাদ ওই এলাকায় বাঘ দেখতে পান বলে দাবি করেন স্থানীয় এক মহিলা মায়া ঋষি । তিনি বলেন, "ছাগল চড়াতে আমি বাড়ির পাশেই গিয়েছিলাম । সেখানেই চা বাগানের আড়ালে দেখতে পাই বাঘ । হতবাক হয়ে যাই ।"

মেখলিগঞ্জে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে

মহিলার চেঁচামেচিতে ছুটে আসে স্থানীয়রা । তবে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও বাঘের দেখা পাওয়া যায়নি । কিন্তু এখনও বাঘের আতঙ্কেই রয়েছেন গ্রামের বাসিন্দারা । ঘটনাস্থল ছুটে আসে মেখলিগঞ্জের বনদফতরের কয়েকজন কর্মী । কর্তব্যরত কর্মী অশ্রাভআলি মিঁয়া বলেন, "আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলি ও বাঘের সন্ধানে পায়ের চিহ্ন নমুনা খুঁজছি ৷ আদৌ বাঘ কি না, তার খোঁজ শুরু করেছি ।"

আরও পড়ুন: সাক্ষাৎ যম ! প্রাণ বাঁচাতে চিতাবাঘকে পিটিয়ে মারলেন যুবক

আজানা জন্তুটি চিতাবাঘ হতেও পারে, আবার অন্য কোন প্রজাতির বিড়াল হতে পারে । নজরে রাখা হচ্ছে এলাকায় । স্থানীয়দেরদের দাবি, ছোট বা শাবক চিতাবাঘ হতে পারে । তারা কয়েকজন আক্রান্তও হয়েছেন । কিন্তু কম সময়ে তাদেরকে হামলা করায় রাতের অন্ধকারে বুঝতে পারেনি কোন জন্তু ।

কোচবিহার, 20 নভেম্বর: গত কয়েকদিন ধরে অজানা জন্তুর আতঙ্কে রয়েছেন মেখলিগঞ্জের বাসিন্দারা (Fear of leopard at Mekhliganj) । রাতের অন্ধকারে পিছন থেকে আক্রমন করেছে তিনজনকে, কামড়ও দিয়েছে । যার জেরে দিনের বেলা বাইরে বের হলেও, রাতের আতঙ্কে বাইরে বের হচ্ছেন না কেউই ।

শনিবার, চিতাবাঘের মতোই জন্তুকে দেখেন এক মহিলা । এতেই ছড়িয়ে পড়ে আরও বেশি আতঙ্ক । এই এলাকায় কয়েকদিন ধরেই অজানা জন্তুর আক্রমণে আক্রান্ত হয়েছেন একাধিক ব্যক্তি ও গৃহপালিত পশুও । এবার, সেই জন্তু বাঘ বলে দাবি স্থানীয়দের । এর ফলে কোচবিহারের মেখলিগঞ্জ ব্লক কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার জিগাবাড়ি গ্রামে আতঙ্কে রয়েছে মানুষজন ।

শনিবার দুপুর নাগাদ ওই এলাকায় বাঘ দেখতে পান বলে দাবি করেন স্থানীয় এক মহিলা মায়া ঋষি । তিনি বলেন, "ছাগল চড়াতে আমি বাড়ির পাশেই গিয়েছিলাম । সেখানেই চা বাগানের আড়ালে দেখতে পাই বাঘ । হতবাক হয়ে যাই ।"

মেখলিগঞ্জে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে

মহিলার চেঁচামেচিতে ছুটে আসে স্থানীয়রা । তবে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও বাঘের দেখা পাওয়া যায়নি । কিন্তু এখনও বাঘের আতঙ্কেই রয়েছেন গ্রামের বাসিন্দারা । ঘটনাস্থল ছুটে আসে মেখলিগঞ্জের বনদফতরের কয়েকজন কর্মী । কর্তব্যরত কর্মী অশ্রাভআলি মিঁয়া বলেন, "আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলি ও বাঘের সন্ধানে পায়ের চিহ্ন নমুনা খুঁজছি ৷ আদৌ বাঘ কি না, তার খোঁজ শুরু করেছি ।"

আরও পড়ুন: সাক্ষাৎ যম ! প্রাণ বাঁচাতে চিতাবাঘকে পিটিয়ে মারলেন যুবক

আজানা জন্তুটি চিতাবাঘ হতেও পারে, আবার অন্য কোন প্রজাতির বিড়াল হতে পারে । নজরে রাখা হচ্ছে এলাকায় । স্থানীয়দেরদের দাবি, ছোট বা শাবক চিতাবাঘ হতে পারে । তারা কয়েকজন আক্রান্তও হয়েছেন । কিন্তু কম সময়ে তাদেরকে হামলা করায় রাতের অন্ধকারে বুঝতে পারেনি কোন জন্তু ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.