ETV Bharat / state

Cooch Behar Changrabandha Border Close : টানা আটদিন বন্ধ কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তে বৈদেশিক বাণিজ্য

author img

By

Published : Apr 28, 2022, 10:47 PM IST

ভারত-বাংলাদেশ এবং ভুটান-বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য পণ্য পরিবহণ কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে আটদিনের জন্য বন্ধ থাকবে (Cooch Behar Changrabandha Border Close)৷ বাংলাদেশ প্রশাসন লিখিতভাবে জানিয়েছে ৷

Cooch Behar Changrabandha Border Close
আটদিনের জন্য বন্ধ কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত

কোচবিহার, 28 এপ্রিল : কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে আটদিনের জন্য বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ এবং ভুটান-বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য পণ্য পরিবহণ(Cooch Behar Changrabandha Border Close)। পবিত্র ইদ-উল-ফিতরের জন্য বাংলাদেশের তরফে এই বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাংলাদেশের সংশ্লিষ্ট দফতেরর কর্মকর্তারা। বাংলাদেশ প্রশাসন লিখিতভাবে জানিয়েছে চ্যাংরাবান্ধা আন্তজার্তিক বাণিজ্য কেন্দ্রর ব্যবসায়ীদের।

আগামী শুক্রবার থেকে 6 মে পর্যন্ত কোচবিহারের চ্যাংরাবান্ধা আন্তজার্তিক বাণিজ্য কেন্দ্র দিয়ে ভারত এবং ভুটান থেকে কোনও পণ্য বাংলাদেশে পাঠানো হবে না। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি বন্ধ থাকবে। এমনটাই জানানো হয়েছে বাংলাদেশের তরফে ৷

আরও পড়ুন : দু'বছর পর ফের শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা

কোচবিহাররের চ্যাংরাবান্ধা কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক গোপাল সাহা জানান, "পবিত্র ইদ উপলক্ষ্যে চ্যাংরাবান্ধা বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকছে। সকল ব্যবসায়ীদের সেই বার্তা দেওয়া হয়েছে।"

কোচবিহার, 28 এপ্রিল : কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে আটদিনের জন্য বন্ধ থাকবে ভারত-বাংলাদেশ এবং ভুটান-বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য পণ্য পরিবহণ(Cooch Behar Changrabandha Border Close)। পবিত্র ইদ-উল-ফিতরের জন্য বাংলাদেশের তরফে এই বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেন বাংলাদেশের সংশ্লিষ্ট দফতেরর কর্মকর্তারা। বাংলাদেশ প্রশাসন লিখিতভাবে জানিয়েছে চ্যাংরাবান্ধা আন্তজার্তিক বাণিজ্য কেন্দ্রর ব্যবসায়ীদের।

আগামী শুক্রবার থেকে 6 মে পর্যন্ত কোচবিহারের চ্যাংরাবান্ধা আন্তজার্তিক বাণিজ্য কেন্দ্র দিয়ে ভারত এবং ভুটান থেকে কোনও পণ্য বাংলাদেশে পাঠানো হবে না। একই সঙ্গে বাংলাদেশ থেকেও পণ্য আমদানি বন্ধ থাকবে। এমনটাই জানানো হয়েছে বাংলাদেশের তরফে ৷

আরও পড়ুন : দু'বছর পর ফের শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ ট্রেন পরিষেবা

কোচবিহাররের চ্যাংরাবান্ধা কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সম্পাদক গোপাল সাহা জানান, "পবিত্র ইদ উপলক্ষ্যে চ্যাংরাবান্ধা বৈদেশিক বাণিজ্য বন্ধ থাকছে। সকল ব্যবসায়ীদের সেই বার্তা দেওয়া হয়েছে।"

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.