ETV Bharat / state

Dilip Ghosh on Udayan Guha : গরুপাচারকারীদের মৃত্যুতে উদয়নের এত কষ্ট কেন, প্রশ্ন দিলীপের - BSF

বিএসএফ সূত্রে খবর শুক্রবার ভোররাতে চামটা এলাকা দিয়ে বাংলাদেশে গরুপাচার করা হচ্ছিল। সেইসময় বিএসএফ জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে পৌঁছন ৷ পাচারকারীদের থামতে বললে হামলা চালায় দুষ্কৃতীরা। আত্মরক্ষার্থে বিএসএফ পাল্টা গুলি চালালে তিনজনের মৃত্যু হয় ।

Cooch Behar cow smuggling
গরুপাচারকারীদের মৃত্যুতে উদয়নের এত কষ্ট কেন, প্রশ্ন দিলীপের
author img

By

Published : Nov 12, 2021, 10:30 PM IST

বর্ধমান, ১২ নভেম্বর : কোচবিহারের সিতাইয়ে বিএসএফের গুলিতে 3 গরুপাচারকারীর মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা করেছেন দিনহাটার নবনির্বাচিত তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তিনি অভিযোগ করে বলেছেন, "বিএসএফের মদতেই ওই এলাকায় গরুপাচার চলে ৷ আর এরপরেই দিনহাটার বিধায়ককে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার বর্ধমান থেকে উদয়ন গুহকে কটাক্ষ করেন তিনি ৷

এদিন বর্ধমান শহরের কার্জনগেট এলাকায় পেট্রল-ডিজেলের উপর রাজ্য সরকারের ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিজেপির মিছিলে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ । সেখানে তিনি বলেন, "কোচবিহারে বিএসএফের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। তারা গরুপাচারকারী। তাতে উদয়ন গুহর খুব কষ্ট হয়েছে ৷ বাংলাদেশীরা মারা যাওয়ায় প্রশ্ন তুলেছেন তিনি।" এরপরেই দিলীপ ঘোষ প্রশ্ন তুলে বলেন, "যারা মারা গিয়েছে তারা কি এদের (তৃণমূলের) ভোটার নাকি ?"

দিলীপ ঘোষের ব্যাখ্যা, আসলে এরাই শীতলকুচিতে এসে গন্ডগোল করেছিল। এরাই তো ওনাকে ১ লক্ষ ৬৩ হাজার ভোটে জিতিয়েছে। সেই কারণেই বাংলাদেশিদের গরুপাচার যদি বিএসএফ আটকায় তখন তাদের বিরুদ্ধে এরা লড়াই করবে ৷ বিএসএফের কাজই হচ্ছে যারা অন্য জায়গা থেকে এদেশে ঢুকবে তাদের আটকানো ৷ বিএসএফ সেটাই করেছে।"

আরও পড়ুন : প্রধানমন্ত্রী যা বলেন, করে দেখান, আর দিদিমণি শুধু ঢপ দেন : দিলীপ ঘোষ

"কিন্তু গরুপাচারকারীদের স্বার্থে উদয়ন গুহ কেন বক্তব্য রাখছেন, কী স্বার্থ আছে তার। মৃত গরুপাচারকারীদের জন্য উদয়ন গুহর এত কষ্ট কেন ৷" প্রশ্ন দিলীপ ঘোষের |

বর্ধমান, ১২ নভেম্বর : কোচবিহারের সিতাইয়ে বিএসএফের গুলিতে 3 গরুপাচারকারীর মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা করেছেন দিনহাটার নবনির্বাচিত তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। তিনি অভিযোগ করে বলেছেন, "বিএসএফের মদতেই ওই এলাকায় গরুপাচার চলে ৷ আর এরপরেই দিনহাটার বিধায়ককে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার বর্ধমান থেকে উদয়ন গুহকে কটাক্ষ করেন তিনি ৷

এদিন বর্ধমান শহরের কার্জনগেট এলাকায় পেট্রল-ডিজেলের উপর রাজ্য সরকারের ভ্যাট প্রত্যাহারের দাবিতে বিজেপির মিছিলে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ । সেখানে তিনি বলেন, "কোচবিহারে বিএসএফের গুলিতে তিনজনের মৃত্যু হয়েছে। তারা গরুপাচারকারী। তাতে উদয়ন গুহর খুব কষ্ট হয়েছে ৷ বাংলাদেশীরা মারা যাওয়ায় প্রশ্ন তুলেছেন তিনি।" এরপরেই দিলীপ ঘোষ প্রশ্ন তুলে বলেন, "যারা মারা গিয়েছে তারা কি এদের (তৃণমূলের) ভোটার নাকি ?"

দিলীপ ঘোষের ব্যাখ্যা, আসলে এরাই শীতলকুচিতে এসে গন্ডগোল করেছিল। এরাই তো ওনাকে ১ লক্ষ ৬৩ হাজার ভোটে জিতিয়েছে। সেই কারণেই বাংলাদেশিদের গরুপাচার যদি বিএসএফ আটকায় তখন তাদের বিরুদ্ধে এরা লড়াই করবে ৷ বিএসএফের কাজই হচ্ছে যারা অন্য জায়গা থেকে এদেশে ঢুকবে তাদের আটকানো ৷ বিএসএফ সেটাই করেছে।"

আরও পড়ুন : প্রধানমন্ত্রী যা বলেন, করে দেখান, আর দিদিমণি শুধু ঢপ দেন : দিলীপ ঘোষ

"কিন্তু গরুপাচারকারীদের স্বার্থে উদয়ন গুহ কেন বক্তব্য রাখছেন, কী স্বার্থ আছে তার। মৃত গরুপাচারকারীদের জন্য উদয়ন গুহর এত কষ্ট কেন ৷" প্রশ্ন দিলীপ ঘোষের |

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.