ETV Bharat / state

Abhishek Meets Dharmanarayan Varma: আরও আগে পদ্মশ্রী পাওয়া উচিত ছিল ধর্মনারায়ণ বর্মার, মন্তব্য অভিষেকের

কোচবিহারে পদ্মশ্রী ধর্মনারায়ণ বর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ জানালেন, তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতেই এসেছিলেন ৷

author img

By

Published : Apr 26, 2023, 10:19 PM IST

Abhishek Meets Dharmanarayan Varma ETV BHARAT
Abhishek Meets Dharmanarayan Varma ETV BHARAT
পদ্মশ্রী ধর্মনারায়ণ বর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অভিষেক

কোচবিহার, 26 এপ্রিল: কামতাপুরি ভাষার বিকাশে পদ্মশ্রী ধর্মনারায়ণ বর্মার অবদান সমগ্র বাংলার কাছে গর্বের ৷ তাই তিনি আরও আগে এই পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার দাবি রাখতেন ৷ আজ কোচবিহারে পদ্মশ্রী ধর্মনারায়ণ বর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে লেখকের কাছে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরলেন তিনি ৷ অভিষেকের মতে, লেখক জানিয়েছেন এই পরিকল্পনা বাস্তাবায়িত করতে পারলে, তা যুগান্তকারী পদক্ষেপ হবে ৷

কোচবিহারের রাজনীতির কথা উঠলেই, সমান্তরালভাবে রাজবংশী সমাজের প্রসঙ্গ উঠে আসবেই ৷ বা বলা যায় রাজংবশীদের বাদ দিয়ে উত্তরবঙ্গ তথা কোচবিহারের রাজনীতি কখনই সম্ভব নয় ৷ আর বিগত কয়েক বছরে কোচবিহারের রাজনীতি তথা রাজবংশীদের উপর বিজেপির প্রভাব দারুণভাবে বেড়েছে ৷ আর ততটাই দ্রুততার সঙ্গে তৃণমূলের উপর তাঁদের বিশ্বাস কমেছে ৷ ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচিতে তাই রাজবংশীদের সেই বিশ্বাস ফেরানোর উপরেই জোর দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

তার প্রথম পদক্ষেপ হিসেবে পদ্মশ্রী ধর্মনারায়ণ বর্মার সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অসুস্থ লেখকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ জানালেন, তিনি সুস্থই রয়েছেন ৷ তবে, পায়ের ব্যথা মাঝে মধ্যে কষ্ট দেয় ৷ এ নিয়ে কলকাতায় ফিরে লেখকের চিকিৎসার ব্যবস্থা করবেন বলে জানান অভিষেক ৷ জানালেন, কলকাতা থেকে চিকিৎসক পাঠিয়ে তাঁর চিকিৎসা করাবেন তিনি ৷

আরও পড়ুন: পর্যালোচনা বৈঠকে কালিয়াগঞ্জের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

তবে, ধর্মনারায়ণ বর্মার পদ্মশ্রী সম্মান অনেক দেরিতে পেয়েছেন বলে স্বীকার করে নেন অভিষেক ৷ জানান, আর 10-15 বছর আগে তিনি তাঁর লেখা ও সাহিত্যের জন্য পদ্মশ্রী সম্মানের দাবিদার ছিলেন ৷ এর জন্য তিনি দিল্লিতে গিয়ে পুরস্কার গ্রহণ করতে পারেননি ৷ অভিষেক জানালেন, লেখক তাঁকে আর্শীবাদ করেছেন এবং এই সাক্ষাৎকার পুরোটাই সৌজন্য ৷ তাঁকে প্রণাম করে আশীর্বাদও নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

পদ্মশ্রী ধর্মনারায়ণ বর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন অভিষেক

কোচবিহার, 26 এপ্রিল: কামতাপুরি ভাষার বিকাশে পদ্মশ্রী ধর্মনারায়ণ বর্মার অবদান সমগ্র বাংলার কাছে গর্বের ৷ তাই তিনি আরও আগে এই পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার দাবি রাখতেন ৷ আজ কোচবিহারে পদ্মশ্রী ধর্মনারায়ণ বর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ সেই সঙ্গে লেখকের কাছে ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরলেন তিনি ৷ অভিষেকের মতে, লেখক জানিয়েছেন এই পরিকল্পনা বাস্তাবায়িত করতে পারলে, তা যুগান্তকারী পদক্ষেপ হবে ৷

কোচবিহারের রাজনীতির কথা উঠলেই, সমান্তরালভাবে রাজবংশী সমাজের প্রসঙ্গ উঠে আসবেই ৷ বা বলা যায় রাজংবশীদের বাদ দিয়ে উত্তরবঙ্গ তথা কোচবিহারের রাজনীতি কখনই সম্ভব নয় ৷ আর বিগত কয়েক বছরে কোচবিহারের রাজনীতি তথা রাজবংশীদের উপর বিজেপির প্রভাব দারুণভাবে বেড়েছে ৷ আর ততটাই দ্রুততার সঙ্গে তৃণমূলের উপর তাঁদের বিশ্বাস কমেছে ৷ ‘তৃণমূলের নবজোয়ার’ কর্মসূচিতে তাই রাজবংশীদের সেই বিশ্বাস ফেরানোর উপরেই জোর দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

তার প্রথম পদক্ষেপ হিসেবে পদ্মশ্রী ধর্মনারায়ণ বর্মার সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অসুস্থ লেখকের শারীরিক অবস্থার খোঁজ নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ জানালেন, তিনি সুস্থই রয়েছেন ৷ তবে, পায়ের ব্যথা মাঝে মধ্যে কষ্ট দেয় ৷ এ নিয়ে কলকাতায় ফিরে লেখকের চিকিৎসার ব্যবস্থা করবেন বলে জানান অভিষেক ৷ জানালেন, কলকাতা থেকে চিকিৎসক পাঠিয়ে তাঁর চিকিৎসা করাবেন তিনি ৷

আরও পড়ুন: পর্যালোচনা বৈঠকে কালিয়াগঞ্জের ঘটনায় গোয়েন্দা ব্যর্থতা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

তবে, ধর্মনারায়ণ বর্মার পদ্মশ্রী সম্মান অনেক দেরিতে পেয়েছেন বলে স্বীকার করে নেন অভিষেক ৷ জানান, আর 10-15 বছর আগে তিনি তাঁর লেখা ও সাহিত্যের জন্য পদ্মশ্রী সম্মানের দাবিদার ছিলেন ৷ এর জন্য তিনি দিল্লিতে গিয়ে পুরস্কার গ্রহণ করতে পারেননি ৷ অভিষেক জানালেন, লেখক তাঁকে আর্শীবাদ করেছেন এবং এই সাক্ষাৎকার পুরোটাই সৌজন্য ৷ তাঁকে প্রণাম করে আশীর্বাদও নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.