কোচবিহার, 19 এপ্রিল : রবিবার রাতের প্রবল কালবৈশাখী ঝড়ে কোচবিহারে মৃত্যু হয়েছিল 2 জনের ৷ কোচবিহার-1, কোচবিহার-2, মাথাভাঙা-1, মাথাভাঙা-2, দিনহাটা 1 ও 2 নম্বর ব্লক, শীতলকুচি ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় ঝড়ের প্রভাবে ৷ ক্ষতিগ্রস্ত হয় বহু ঘরবাড়ি, চাষের জমি ৷ জানা গিয়েছে, কোচবিহার জেলার একটি বড় অংশের জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এই কালবৈশাখী ঝড় ও শিলা বৃষ্টির কারণে (damage due to storm in crop and vegetable cultivation in Cooch Behar) । তছনছ হয়ে গিয়েছে বিঘার পর বিঘার জমির পাট, ভুট্টা ও সবজি । আশঙ্কা করা হচ্ছে এই ক্ষয়ক্ষতির জেরে বাড়তে পারে সবজির দাম ৷
প্রাথমিক হিসেব অনুযায়ী, অন্তত হাজার দশেক বাড়িঘর কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই ঝড়বৃষ্টিতে ৷ ফসলের ক্ষয়ক্ষতির যে হিসেব পাওয়া গিয়েছে সেই অনুযায়ী, সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোচবিহার-1 ব্লকে । প্রাথমিক হিসেব অনুযায়ী কোচবিহার -1 ব্লকে 992 হেক্টর জমিতে ভুট্টা, 1128 হেক্টর জমির পাট ও 101 হেক্টর জমির সবজি চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে । এছাড়াও, মাথাভাঙা-1 ব্লকে 790 হেক্টর জমিতে ভুট্টা, 520 হেক্টর জমির পাট ও 156 হেক্টর জমির সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
আরও পড়ুন : ক্ষতিপূরণের দাবিতে কোচবিহারে পথ অবরোধ ঝড়ে ক্ষতিগ্রস্তদের
মাথাভাঙা-2 ব্লকের 400 হেক্টর জমির ভুট্টা, 420 হেক্টর জমির পাট, 320 হেক্টির জমির সবজি চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে । মাথাভাঙা-2 ব্লকের সহ কৃষি অধিকর্তা ডঃ মলয়কুমার মণ্ডল জানিয়েছেন, দফতরের প্রতিনিধিরা বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে রিপোর্ট সংগ্রহ করছেন । এছাড়াও, দিনহাটা 1 নম্বর ব্লকের ভেটাগুড়ি -1 গ্রাম পঞ্চায়েতের রুয়েরকুঠি গ্রামে প্রচুর সবজি ক্ষতিগ্রস্ত হয়েছে । দিনহাটা -2 ব্লকের নাজিরহাট -1 ও 2 গ্রাম পঞ্চায়েতে পাট ও সবজি চাষের ক্ষতি হয়েছে । শীতলকুচিতেও পাট ও ভুট্টা চাষের ক্ষতি হয়েছে ৷