ETV Bharat / state

মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে বিয়ে সারলেন মেখলিগঞ্জের বিপুল- সুমিতা - lockdown

আলো ঝলমলে মণ্ডপ ছাড়া, লোকজনের উপস্থিতি ছাড়াই বিয়ে সারলেন মেখলিগঞ্জের বিপুল রায় ও সুমিতা রায় ।

coochbehar
coochbehar
author img

By

Published : Apr 25, 2020, 9:59 AM IST

Updated : Apr 25, 2020, 2:34 PM IST

মেখলিগঞ্জ, 25 এপ্রিল : কোরোনা আতঙ্কে বন্ধ জমায়েত । লকডাউনে গৃহবন্দী সকলে । এই পরিস্থিতিতে পিছিয়ে যেতে বসেছিল বিয়ে । কিন্তু লকডাউনেই বিয়ে করবেন এমন ভেবে নিয়েছিলেন পাত্র-পাত্রী । সেইমতোই গতকাল হাতেগোনা কয়েকজনের উপস্থিতিতে মুখে মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে বিয়ে সারলেন মেখলিগঞ্জের বিপুল- সুমিতা । হল না কোনও অনুষ্ঠান ।

কোচবিহারের মেখলিগঞ্জের বিপুল রায় ও সুমিতা রায় । রেজিস্ট্রি বিয়ে আগেই হয়ে গেছিল । সামাজিক বিয়ের কথা ছিল বৈশাখ মাসের শুরুতেই । কিন্তু লকডাউনে মাথায় হাত পড়ে পরিবারের । লোকজন কীভাবে নিমন্ত্রণ করবেন, কীভাবে অনুষ্ঠান হবে ? এইসব কারণে বিয়ে পিছানোর কথা ভাবছিল তারা । কিন্তু বিপুল ও সুমিতা ঠিক করেন, বিয়ে সময় মতোই হবে । লকডাউনেই কোনও অনুষ্ঠান ছাড়া বিয়ে হবে, লোকজন না হয় আসবেন না । শুধু নিয়ম নিয়েই তো কথা । যেমন ভাবনা তেমন কাজ । কোনও অনুষ্ঠান, আত্মীয়, বন্ধু- বান্ধব, আলো ঝলমলে মণ্ডপ ছাড়াই বিয়ে সারলেন তাঁরা । উপস্থিত ছিলেন হাতেগোনা ক'জন । মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনেই হয় বিয়ে ।

এবিষয়ে বিপুলের বাবা আমানাথ রায় বলেন, "আগে থেকে বিয়ের দিন ঠিক করা হয়েছিল। কিন্তু কোরানা আতঙ্কে পুরোহিতের মন্ত্রপাঠেই শুধু বিয়ে হল । আর কিছুই করা হয়নি । প্রতিবেশী এবং আত্মীয়দেরও ডাকা হয়নি ৷ মেনে চলা হয়েছে লকডাউনের নির্দেশিকা ।"

এবিষয়ে বিপুল রায় জানান, আগে থেকে রেজিস্ট্রি বিয়ে করা ছিল । গতকাল সামাজিক বিয়ে হল সামাজিক দূরত্ব মেনে ।

মেখলিগঞ্জ, 25 এপ্রিল : কোরোনা আতঙ্কে বন্ধ জমায়েত । লকডাউনে গৃহবন্দী সকলে । এই পরিস্থিতিতে পিছিয়ে যেতে বসেছিল বিয়ে । কিন্তু লকডাউনেই বিয়ে করবেন এমন ভেবে নিয়েছিলেন পাত্র-পাত্রী । সেইমতোই গতকাল হাতেগোনা কয়েকজনের উপস্থিতিতে মুখে মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনে বিয়ে সারলেন মেখলিগঞ্জের বিপুল- সুমিতা । হল না কোনও অনুষ্ঠান ।

কোচবিহারের মেখলিগঞ্জের বিপুল রায় ও সুমিতা রায় । রেজিস্ট্রি বিয়ে আগেই হয়ে গেছিল । সামাজিক বিয়ের কথা ছিল বৈশাখ মাসের শুরুতেই । কিন্তু লকডাউনে মাথায় হাত পড়ে পরিবারের । লোকজন কীভাবে নিমন্ত্রণ করবেন, কীভাবে অনুষ্ঠান হবে ? এইসব কারণে বিয়ে পিছানোর কথা ভাবছিল তারা । কিন্তু বিপুল ও সুমিতা ঠিক করেন, বিয়ে সময় মতোই হবে । লকডাউনেই কোনও অনুষ্ঠান ছাড়া বিয়ে হবে, লোকজন না হয় আসবেন না । শুধু নিয়ম নিয়েই তো কথা । যেমন ভাবনা তেমন কাজ । কোনও অনুষ্ঠান, আত্মীয়, বন্ধু- বান্ধব, আলো ঝলমলে মণ্ডপ ছাড়াই বিয়ে সারলেন তাঁরা । উপস্থিত ছিলেন হাতেগোনা ক'জন । মাস্ক পরে, সামাজিক দূরত্ব মেনেই হয় বিয়ে ।

এবিষয়ে বিপুলের বাবা আমানাথ রায় বলেন, "আগে থেকে বিয়ের দিন ঠিক করা হয়েছিল। কিন্তু কোরানা আতঙ্কে পুরোহিতের মন্ত্রপাঠেই শুধু বিয়ে হল । আর কিছুই করা হয়নি । প্রতিবেশী এবং আত্মীয়দেরও ডাকা হয়নি ৷ মেনে চলা হয়েছে লকডাউনের নির্দেশিকা ।"

এবিষয়ে বিপুল রায় জানান, আগে থেকে রেজিস্ট্রি বিয়ে করা ছিল । গতকাল সামাজিক বিয়ে হল সামাজিক দূরত্ব মেনে ।

Last Updated : Apr 25, 2020, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.