ETV Bharat / state

কোচবিহারে সন্তোষজনক কোরোনা পরিস্থিতি, জানালেন স্বাস্থ্য অধিকর্তা - state health officer

রাজ্যে দেড় লাখ পেরিয়েছে কোরোনা আক্রান্তের সংখ্যা । সন্তোষজনক পরিস্থিতি কোচবিহারের ।

ছবি
ছবি
author img

By

Published : Sep 2, 2020, 7:10 PM IST

কোচবিহার, 2 সেপ্টেম্বর : কোচবিহারের করোনা পরিস্থিতি সন্তোষজনক । জেলাপ্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্তাদের নিয়ে বৈঠকের পর এমনই জানালেন রাজ্যের স্বাস্থ্য আধিকর্তা অজয়কুমার চক্রবর্তী । তবে জেলার বিভিন্ন এলাকায় কোরোনা পরীক্ষা করানো নিয়ে জেলা একাংশের মধ্যে যে অনীহা দেখা দিচ্ছে তা নিয়ে উদ্বেগজনক বলে জানালেন তিনি ।

কোচবিহারে কোরোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে আড়াই হাজারের গণ্ডি পেরিয়েছে । এপর্যন্ত মৃত্যু হয়েছে 10 জনের । জেলার বিভিন্ন এলাকায় শিবির করে নমুনা পরীক্ষা করা হচ্ছে । পরিস্থিতি খতিয়ে দেখতে আজ কোচবিহারে আসেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী । তাঁর সঙ্গে ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের MD সৌমিত্র মোহন ও রাজ্যের ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন দেবাশিস ভট্টাচার্য ।

সকালে প্রথমে দেবাশিসবাবু কোচবিহার মেডিকেল কলেজের অধ্যক্ষ সুকুমার রায়কে নিয়ে কোচবিহার মেডিকেল কলেজে যান । সেখানে কোরোনা পরীক্ষার যে ল্যাব রয়েছে তা ঘুরে দেখেন । এরপর উৎসব অডিটোরিয়ামে জেলাপ্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তাঁরা । বৈঠক শেষে স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "কোচবিহার জেলায় কোরোনা পরিস্থিতি সন্তোষজনক । রাজ্যে যে পরিমাণে আক্রান্তের হার রয়েছে সেই নিরিখে কোচবিহারের অনেকটাই কম । তবে বিভিন্ন জায়গায় শিবির করে নমুনা সংগ্রহ করা হলেও সেই শিবিরগুলিতে মানুষ বিভিন্ন কারণে কোরোনা পরীক্ষা করাতে আসছেন না । এটা ঠিক নয় । যথাসময়ে কোরোনা পরীক্ষা করালে এবং সংক্রামিত ব্যক্তি আগে চিহ্নিত করা গেলে তাদের যথা সময়ে চিকিৎসা করানো যাবে । এবং সংক্রমণের চেইন ভাঙা যাবে ।"

কোচবিহার, 2 সেপ্টেম্বর : কোচবিহারের করোনা পরিস্থিতি সন্তোষজনক । জেলাপ্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের কর্তাদের নিয়ে বৈঠকের পর এমনই জানালেন রাজ্যের স্বাস্থ্য আধিকর্তা অজয়কুমার চক্রবর্তী । তবে জেলার বিভিন্ন এলাকায় কোরোনা পরীক্ষা করানো নিয়ে জেলা একাংশের মধ্যে যে অনীহা দেখা দিচ্ছে তা নিয়ে উদ্বেগজনক বলে জানালেন তিনি ।

কোচবিহারে কোরোনা আক্রান্তের সংখ্যা বর্তমানে আড়াই হাজারের গণ্ডি পেরিয়েছে । এপর্যন্ত মৃত্যু হয়েছে 10 জনের । জেলার বিভিন্ন এলাকায় শিবির করে নমুনা পরীক্ষা করা হচ্ছে । পরিস্থিতি খতিয়ে দেখতে আজ কোচবিহারে আসেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী । তাঁর সঙ্গে ছিলেন জাতীয় স্বাস্থ্য মিশনের MD সৌমিত্র মোহন ও রাজ্যের ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন দেবাশিস ভট্টাচার্য ।

সকালে প্রথমে দেবাশিসবাবু কোচবিহার মেডিকেল কলেজের অধ্যক্ষ সুকুমার রায়কে নিয়ে কোচবিহার মেডিকেল কলেজে যান । সেখানে কোরোনা পরীক্ষার যে ল্যাব রয়েছে তা ঘুরে দেখেন । এরপর উৎসব অডিটোরিয়ামে জেলাপ্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন তাঁরা । বৈঠক শেষে স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তী বলেন, "কোচবিহার জেলায় কোরোনা পরিস্থিতি সন্তোষজনক । রাজ্যে যে পরিমাণে আক্রান্তের হার রয়েছে সেই নিরিখে কোচবিহারের অনেকটাই কম । তবে বিভিন্ন জায়গায় শিবির করে নমুনা সংগ্রহ করা হলেও সেই শিবিরগুলিতে মানুষ বিভিন্ন কারণে কোরোনা পরীক্ষা করাতে আসছেন না । এটা ঠিক নয় । যথাসময়ে কোরোনা পরীক্ষা করালে এবং সংক্রামিত ব্যক্তি আগে চিহ্নিত করা গেলে তাদের যথা সময়ে চিকিৎসা করানো যাবে । এবং সংক্রমণের চেইন ভাঙা যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.