ETV Bharat / state

বাংলাদেশ ফেরত কোচবিহারের 61 জন ট্রাক চালকের কোরোনা রিপোর্ট নেগেটিভ

চিন্তায় ছিল কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ। কিন্তু, 61 জন ট্রাক চালকের কোরোনা রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্বিতে তারা।

author img

By

Published : May 20, 2020, 1:38 PM IST

ছবি
ছবি

কোচবিহার, 20 মে : বাংলাদেশে থেকে ফেরা কোচবিহারের 61 জন ট্রাক চালকের কোরোনা রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে জেলা স্বাস্থ্য বিভাগ । গতকাল তাঁদের প্রত্যেকের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে ।

4 এপ্রিল কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তের জ়িরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে পাট বীজ বিক্রি করতে গেছিলেন 61 জন ট্রাক চালক । এরপর লকডাউনে সেদেশে আটকে পড়েন তাঁরা । একটানা 38 দিন বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে আশ্রয় নিয়েছিলেন ওই ট্রাক চালকরা ৷ কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে 12 মে তাঁদের ভারতে নিয়ে আসা হয় ৷ জেলায় ফেরার পর চ্যাংরাবান্ধা ITI কলেজের কোয়ারানটিন সেন্টারে রাখা হয় তাঁদের ৷ এরপর 13 মে তাঁদের লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষাগারে ৷ গতকাল তাঁদের সবার রিপোর্ট নেগেটিভ আসায় সেন্টার থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ।



অবশেষে ছাড়া পেয়ে খুশি ট্রাক চালকরাও । কার্যত ওই 61 জনকে নিয়ে আতঙ্কেও ছিলেন স্থানীয়রা ৷ সেক্ষত্রে রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্থিতে ট্রাক চালক সহ বাণিজ্যকেন্দ্রের অন্যরাও ।

কোচবিহার, 20 মে : বাংলাদেশে থেকে ফেরা কোচবিহারের 61 জন ট্রাক চালকের কোরোনা রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে জেলা স্বাস্থ্য বিভাগ । গতকাল তাঁদের প্রত্যেকের সোয়াব টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে ।

4 এপ্রিল কোচবিহারের চ্যাংরাবান্ধা সীমান্তের জ়িরো পয়েন্ট দিয়ে বাংলাদেশে পাট বীজ বিক্রি করতে গেছিলেন 61 জন ট্রাক চালক । এরপর লকডাউনে সেদেশে আটকে পড়েন তাঁরা । একটানা 38 দিন বাংলাদেশের বুড়িমারি স্থলবন্দরে আশ্রয় নিয়েছিলেন ওই ট্রাক চালকরা ৷ কোচবিহার জেলা প্রশাসনের উদ্যোগে 12 মে তাঁদের ভারতে নিয়ে আসা হয় ৷ জেলায় ফেরার পর চ্যাংরাবান্ধা ITI কলেজের কোয়ারানটিন সেন্টারে রাখা হয় তাঁদের ৷ এরপর 13 মে তাঁদের লালারসের নমুনা পাঠানো হয় পরীক্ষাগারে ৷ গতকাল তাঁদের সবার রিপোর্ট নেগেটিভ আসায় সেন্টার থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ।



অবশেষে ছাড়া পেয়ে খুশি ট্রাক চালকরাও । কার্যত ওই 61 জনকে নিয়ে আতঙ্কেও ছিলেন স্থানীয়রা ৷ সেক্ষত্রে রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্থিতে ট্রাক চালক সহ বাণিজ্যকেন্দ্রের অন্যরাও ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.