ETV Bharat / state

কোচবিহারে দুস্থদের পাশে পুলিশ - কোচবিহার পুলিশ

লকডাউনে খাদ্য সংকট সমস্যা মেটাতে দুস্থদের পাশে দাঁড়াল কোচবিহার জেলা পুলিশ ৷

ছবি
ছবি
author img

By

Published : May 2, 2020, 1:01 PM IST

কোচবিহার, 2 মে : কোরোনা সংক্রমণ রোধে চলছে লকডাউন । যার জেরে কর্মহীন জেলার হাজার হাজার শ্রমিক ৷ বন্ধ হয়ে গেছে রোজগার ৷ দিন আনা দিন খাওয়া মানুষেরা পড়েছেন সমস্যায় । তাই এবার কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে দুস্থদের খাদ্যসামগ্রী দেওয়া হল ।

এর আগে জেলায় গরিব মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে এগিয়ে এসেছেন অনেকেই। কখনও ব্যক্তিগতভাবে , কখনও আবার স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সরকারিভাবেও দুস্থ মানুষদের সাহায্যের জন্য রেশন থেকে বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে । এবার সেই উদ্যোগ নিতে দেখা গেল জেলা পুলিশকে । ধাপে ধাপে তারা গরিব মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বণ্টন করে। প্রথমে বৃহস্পতিবার কোচবিহারের ঘোকসাডাঙা থানা এলাকার প্রায় 300টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এরপর গতকাল কোচবিহারের কুচলিবাড়ি থানার অন্তর্গত কুচলিবাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ৷ পাশাপাশি দেওয়া হয় স্বাস্থ্য সচেতনতার বার্তা ৷


কোচবিহারের এক পুলিশ আধিকারিক বলেন, "আমরা সব রকম ভাবে মানুষে পাশে থাকব। তাই সাধারণ মানুষকে সাবধানতার বার্তার পাশাপাশি খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে ।"

কোচবিহার, 2 মে : কোরোনা সংক্রমণ রোধে চলছে লকডাউন । যার জেরে কর্মহীন জেলার হাজার হাজার শ্রমিক ৷ বন্ধ হয়ে গেছে রোজগার ৷ দিন আনা দিন খাওয়া মানুষেরা পড়েছেন সমস্যায় । তাই এবার কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে দুস্থদের খাদ্যসামগ্রী দেওয়া হল ।

এর আগে জেলায় গরিব মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দিতে এগিয়ে এসেছেন অনেকেই। কখনও ব্যক্তিগতভাবে , কখনও আবার স্বেচ্ছাসেবী সংস্থা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সরকারিভাবেও দুস্থ মানুষদের সাহায্যের জন্য রেশন থেকে বিনামূল্যে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে । এবার সেই উদ্যোগ নিতে দেখা গেল জেলা পুলিশকে । ধাপে ধাপে তারা গরিব মানুষদের মধ্যে খাদ্যসামগ্রী বণ্টন করে। প্রথমে বৃহস্পতিবার কোচবিহারের ঘোকসাডাঙা থানা এলাকার প্রায় 300টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এরপর গতকাল কোচবিহারের কুচলিবাড়ি থানার অন্তর্গত কুচলিবাড়িতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয় ৷ পাশাপাশি দেওয়া হয় স্বাস্থ্য সচেতনতার বার্তা ৷


কোচবিহারের এক পুলিশ আধিকারিক বলেন, "আমরা সব রকম ভাবে মানুষে পাশে থাকব। তাই সাধারণ মানুষকে সাবধানতার বার্তার পাশাপাশি খাদ্যসামগ্রী তুলে দেওয়া হচ্ছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.