কোচবিহার, 26 জুন : কোচবিহার জেলায় নমুনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধি করার জন্য RT-PCR মেশিন থাকলেও ICMR-র অনুমোদন না মেলায়, নমুনা পরীক্ষার জন্য এখনও ট্রুম্যাট মেশিনের উপর নির্ভর করতে হচ্ছে।
কোচবিহারের বাসিন্দাদের সোয়াব পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে উপর নির্ভর করতে হত। কিন্তু উত্তরবঙ্গ মেডিকেলে চাপ বেড়ে যাওয়ায় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে ট্রুম্যাট মেশিন বসিয়ে পরীক্ষা শুরু হয়। তবে সম্প্রতি জেলায় প্রচুর সংখ্যক পরিযায়ী শ্রমিক ফেরায় পরীক্ষার চাপও বৃদ্ধি পেয়েছে।
একদিনে 200-300 নমুনা পরীক্ষার জন্য কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি RT-PCR মেশিন দান করা হয় কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে। তবে ICMR-র অনুমোদন না মেলায় এখনও RT-PCR মেশিনে নমুনা পরীক্ষা করা শুরু হয়নি, ট্রুম্যাট মেশিনের উপর ভরসা করেই নমুনা পরীক্ষা চলছে কোচবিহার জেলায়। কিছু নমুনা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে। এই পরিস্থিতিতে জেলাবাসীর নমুনা পরীক্ষা নিয়ে চাপের মুখে পড়েছে জেলা স্বাস্থ্য দপ্তর।
কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, VRDL তৈরি করে সেখানে RT -PCR মেশিন বসানো হয়েছে। তবে পরীক্ষা চালুর জন্য ICMR-র অনুমোদন প্রয়োজন। অনুমোদন মিললেই পরীক্ষা শুরু হবে।
অন্যদিকে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়, ট্রুম্যাট মেশিনে নমুনা পরীক্ষা করায় একসঙ্গে বেশি সংখ্যক নমুনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও চাপ থাকায় বেশি সংখ্যক নমুনা পরীক্ষার জন্য পাঠানো যাচ্ছে না। এখনও পর্যন্ত 260 জনের রিপোর্ট আসা বাকি । দ্রুত ICMR-র অনুমোদন মিললে পরীক্ষায় সুবিধা হবে।