খাগড়াবাড়ি (কোচবিহার), ১৭ ফেব্রুয়ারি : সোশাল মিডিয়ায় পুলওয়ামার শহিদ জওয়ানদের নিয়ে কুরুচিকর মন্তব্য করায় এক যুবককে কান ধরে ওঠ-বোস করাল স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি কোচবিহারের দক্ষিণ খাগড়াবাড়ি এলাকার। পাশাপাশি এই কারণে ওই এলাকার আরেক যুবকের বাড়িতেও বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে ওই দুই যুবকের বিরুদ্ধে খাগড়াবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
গতকাল সোশাল মিডিয়ায় পুলওয়ামা বিস্ফোরণে শহিদ জওয়ানদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে অনিন্দ্য রায় আহমেদ নামে ওই যুবক। সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রাতের মধ্যে বিষয়টি জানাজানি হয়ে যায় এলাকায়। এরপর আজ অনিন্দ্যের বাড়ি গিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অনিন্দ্য বাড়িতে না থাকায় তার বাড়ির লোকজনকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি সামাল দেয় খাগড়াবাড়ি থানার পুলিশ।
অন্যদিকে, ওই এলাকার বাসিন্দা অনিক দাস সোশাল মিডিয়ায় দেশবিরোধী মন্তব্য করে। লেখে, "ভারতকে আমি ভালোবাসি না"। সে তুফানগঞ্জ কলেজের ছাত্র। আজ স্থানীয় বাসিন্দারা তার বাড়িতেও চড়াও হন। এরপর তাকে কানধরে ওঠ-বোস করিয়ে অর্ধনগ্ন অবস্থায় গোটা এলাকা ঘোরানো হয়।