ETV Bharat / state

বিজেপির কোচবিহার জেলা সম্পাদকের গাড়ি লক্ষ্য করে গুলি - চাঞ্চল্য মাথাভাঙায়

ইতিমধ্যে ঘটনার কথা জেলার সভানেত্রী মালতি রাভা রায়-সহ অন্যান্য নেতৃত্বকে জানিয়েছেন বিজেপির জেলা সম্পাদক । অভিযোগ অস্বীকার করেছে কোচবিহার জেলা তৃণমূল ৷

coochbehar-bjp-district-secretarys-car-was-shot-at-mathabhanga
coochbehar-bjp-district-secretarys-car-was-shot-at-mathabhanga
author img

By

Published : Dec 25, 2020, 1:47 PM IST

কোচবিহার, 25 ডিসেম্বর : বিজেপির কোচবিহারের জেলা সম্পাদক অভিজিৎ বর্মণকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও বিজেপি নেতার গায়ে গুলি লাগেনি, অল্পের জন্য বেঁচে যান তিনি । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মাথাভাঙার আব্বাস উদ্দিন সেতু এলাকায় ।

আরও পড়ুন: বিজেপি নেতার 'নিজস্ব' কার্যালয় দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অভিজিৎ বর্মণ বলেন, "বোচামাড়িতে দলীয় কর্মীর উপর আক্রমণের ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকালে । উলটে পুলিশ আমাদের দু'জন কর্মীকে থানায় ধরে নিয়ে আসে । এই বিষয়ে নিয়ে আলোচনা করতে মাথাভাঙা থানায় যাই । থানা থেকে বেরোনোর পর শনি মন্দির পেরিয়ে আব্বাসউদ্দিন সেতু লাগোয়া এলাকায় পৌঁছাতেই কয়েকজন দুষ্কৃতী আমার গাড়ি লক্ষ্য করে গুলি করে । তবে গায়ে লাগেনি । গুলি আমার গাড়ির পিছনে লাগে ।"

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির কোচবিহার জেলা সম্পাদকের ৷

আরও পড়ুন: পথসভায় যোগদান করায় বিজেপি কর্মীর বাড়িতে আগুন, কাঠগড়ায় তৃণমূল

অভিজিৎ জানান, ইতিমধ্যে তিনি সমস্ত বিষয়ে জেলার সভানেত্রী মালতি রাভা রায়-সহ অন্যান্য নেতৃত্বকে জানিয়েছেন । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদক আবদুল জলিল আহমেদ ৷ তিনি বলেন, "বিজেপির গোষ্ঠী কোন্দলের ফলে গুলি চালানোর ঘটনা ঘটেছে ।"

ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ ।

কোচবিহার, 25 ডিসেম্বর : বিজেপির কোচবিহারের জেলা সম্পাদক অভিজিৎ বর্মণকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও বিজেপি নেতার গায়ে গুলি লাগেনি, অল্পের জন্য বেঁচে যান তিনি । বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে মাথাভাঙার আব্বাস উদ্দিন সেতু এলাকায় ।

আরও পড়ুন: বিজেপি নেতার 'নিজস্ব' কার্যালয় দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অভিজিৎ বর্মণ বলেন, "বোচামাড়িতে দলীয় কর্মীর উপর আক্রমণের ঘটনা ঘটে বৃহস্পতিবার বিকালে । উলটে পুলিশ আমাদের দু'জন কর্মীকে থানায় ধরে নিয়ে আসে । এই বিষয়ে নিয়ে আলোচনা করতে মাথাভাঙা থানায় যাই । থানা থেকে বেরোনোর পর শনি মন্দির পেরিয়ে আব্বাসউদ্দিন সেতু লাগোয়া এলাকায় পৌঁছাতেই কয়েকজন দুষ্কৃতী আমার গাড়ি লক্ষ্য করে গুলি করে । তবে গায়ে লাগেনি । গুলি আমার গাড়ির পিছনে লাগে ।"

তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিজেপির কোচবিহার জেলা সম্পাদকের ৷

আরও পড়ুন: পথসভায় যোগদান করায় বিজেপি কর্মীর বাড়িতে আগুন, কাঠগড়ায় তৃণমূল

অভিজিৎ জানান, ইতিমধ্যে তিনি সমস্ত বিষয়ে জেলার সভানেত্রী মালতি রাভা রায়-সহ অন্যান্য নেতৃত্বকে জানিয়েছেন । যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদক আবদুল জলিল আহমেদ ৷ তিনি বলেন, "বিজেপির গোষ্ঠী কোন্দলের ফলে গুলি চালানোর ঘটনা ঘটেছে ।"

ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.