ETV Bharat / state

TMC Leader Joins BJP: নিশীথের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ উদয়ন ঘনিষ্ঠ নেতার

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ কোচবিহারের গিতালদহের তৃণমূল নেতা তাপস দাস ৷ শনিবার নিশীথ প্রামাণিকের উপস্থিতিতে তিনি বিজেপিতে যোগ দেন ৷

ETV Bharat
তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ
author img

By

Published : Aug 5, 2023, 11:04 PM IST

নিশীথের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ

কোচবিহার, 5 অগস্ট: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল নেতা তাপস দাস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন । তাপস বাবু বড়শাকদল গ্রাম পঞ্চায়েত সদস্যও ৷ শনিবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় । নিশীথ প্রামাণিক ছাড়াও বিজেপি জেলা সভাপতি, বিধায়ক সুকুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন সেখানে ।

গিতালদহ-1 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুয়াল আজাদও শনিবার বিজেপিতে যোগ দেন । দুই নেতার হাতে বিজেপির পতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এদিন বলেন, "পঞ্চায়েত নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে । তাই বহু মানুষ এটাকে মেনে নিতে পারছেন না । তৃণমূলের অনেকেই এটা মানতে পারছেন না । তাই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন । তাদের স্বাগত জানাচ্ছি ।"

যদিও তৃণমূল নেতা দীপক ভট্টাচার্য জানিয়েছেন, তাপস দাসের দল ছেড়ে যাওয়ায় তৃণমূলে কোনও প্রভাব পড়বে না । দিনহাটা-2 ব্লকের দাপুটে নেতা হিসেবে পরিচিত তাপস দাস উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ঘনিষ্ঠ বলেই পরিচিত । এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে বড়শাকদল গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন তাপস । তাই তাঁর এই দলত্যাগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

তবে জানা গিয়েছে, কিছুদিন ধরেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে তাপস দাসের বিরোধ চলছিল ৷ আরও জানা গিয়েছে, এক পুরানো মামলায় পঞ্চায়েত নির্বাচনের আগে সাহেবগঞ্জ থানার পুলিশ এই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল ৷ সম্প্রতি তিনি জামিন পান ৷ তারপরেই এদিন বিজেপিতে যোগ দিলেন তাপস দাস ৷

আরও পড়ুন: বিজেপির হার চেয়েও 'ইন্ডিয়া'র ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এসইউসিআইয়ের

বিজেপিতে যোগদানের পর এদিন তাপস বাবু বলেন, "1998 সাল থেকে তৃণমূল করতাম । কিন্তু ওই দলে এখন ভালো মানুষের জায়গা নেই । তাই এদিন বিজেপিতে যোগ দিলাম ।" তাপস দাস ছাড়াও দিনহাটা-1 ব্লকের গিতালদহ-1 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুয়াল আজাদ এদিন বিজেপিতে যোগ দেন । বছরখানেক আগে অবশ্য তাঁকে একবার তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছিল, পরে তাঁকে আবার ফিরিয়ে নেওয়া হয় ৷ পুরানো মামলায় পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁকেও গ্রেফতার করা হয় । কিছুদিন আগে তিনি জামিন পেয়েছেন ।

নিশীথের উপস্থিতিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ

কোচবিহার, 5 অগস্ট: উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ঘনিষ্ঠ তৃণমূল নেতা তাপস দাস তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন । তাপস বাবু বড়শাকদল গ্রাম পঞ্চায়েত সদস্যও ৷ শনিবার বিকেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়িতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয় । নিশীথ প্রামাণিক ছাড়াও বিজেপি জেলা সভাপতি, বিধায়ক সুকুমার রায় প্রমুখ উপস্থিত ছিলেন সেখানে ।

গিতালদহ-1 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুয়াল আজাদও শনিবার বিজেপিতে যোগ দেন । দুই নেতার হাতে বিজেপির পতাকা তুলে দেন কেন্দ্রীয় মন্ত্রী । কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এদিন বলেন, "পঞ্চায়েত নির্বাচনে ভোটের নামে প্রহসন হয়েছে । তাই বহু মানুষ এটাকে মেনে নিতে পারছেন না । তৃণমূলের অনেকেই এটা মানতে পারছেন না । তাই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন । তাদের স্বাগত জানাচ্ছি ।"

যদিও তৃণমূল নেতা দীপক ভট্টাচার্য জানিয়েছেন, তাপস দাসের দল ছেড়ে যাওয়ায় তৃণমূলে কোনও প্রভাব পড়বে না । দিনহাটা-2 ব্লকের দাপুটে নেতা হিসেবে পরিচিত তাপস দাস উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর ঘনিষ্ঠ বলেই পরিচিত । এবারের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের টিকিটে বড়শাকদল গ্রাম পঞ্চায়েতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতেন তাপস । তাই তাঁর এই দলত্যাগ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

তবে জানা গিয়েছে, কিছুদিন ধরেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের সঙ্গে তাপস দাসের বিরোধ চলছিল ৷ আরও জানা গিয়েছে, এক পুরানো মামলায় পঞ্চায়েত নির্বাচনের আগে সাহেবগঞ্জ থানার পুলিশ এই তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল ৷ সম্প্রতি তিনি জামিন পান ৷ তারপরেই এদিন বিজেপিতে যোগ দিলেন তাপস দাস ৷

আরও পড়ুন: বিজেপির হার চেয়েও 'ইন্ডিয়া'র ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এসইউসিআইয়ের

বিজেপিতে যোগদানের পর এদিন তাপস বাবু বলেন, "1998 সাল থেকে তৃণমূল করতাম । কিন্তু ওই দলে এখন ভালো মানুষের জায়গা নেই । তাই এদিন বিজেপিতে যোগ দিলাম ।" তাপস দাস ছাড়াও দিনহাটা-1 ব্লকের গিতালদহ-1 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান আবুয়াল আজাদ এদিন বিজেপিতে যোগ দেন । বছরখানেক আগে অবশ্য তাঁকে একবার তৃণমূল থেকে বহিষ্কার করা হয়েছিল, পরে তাঁকে আবার ফিরিয়ে নেওয়া হয় ৷ পুরানো মামলায় পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁকেও গ্রেফতার করা হয় । কিছুদিন আগে তিনি জামিন পেয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.