ETV Bharat / state

Ran for Marathon: শহরের হেরিটেজকে তুলে ধরতে ‘রান ফর ম্যারাথন’ - রান ফর ম্যারাথন

কোচবিহার শহরের হেরিটেজ স্থানগুলিকে তুলে ধরতে ‘রান ফর ম্য়ারাথন’ দৌড়ের আয়োজন করতে চলেছে জেলা পুলিশ (Ran for Marathon in Cooch Behar) ৷ আগামী 10 ডিসেম্বর আর্ন্তজাতিক স্তরের ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে ৷

Ran for Marathon in Coochbehar)
ETV Bharat
author img

By

Published : Nov 19, 2022, 10:28 PM IST

কোচবিহার, 19 নভেম্বর: স্থানীয় জেলা পুলিশের পক্ষ থেকে ‘রান ফর হেরিটেজ’ -এর আয়জন করা হয়েছে ৷ শহরের হেরিটেজকে তুলে ধরতেই এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ আগামী 10 ডিসেম্বর আন্তর্জাতিক স্তরের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে শহরে (Ran for Marathon in Cooch Behar)। শনিবার কোচবিহার জেলা পুলিশের সাংবাদিক সন্মেলনে এই ম্যারাথনের কথা ঘোষণা করেন কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার। উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ অ্যাথলিট স্বপ্না বর্মন-সহ পুলিশ আধিকারিক ও জেলার বিশিষ্ট ব্যক্তিত্বরা। ম্যারাথন দৌড়ের ঘোষণার পাশাপাশি এদিন ‘রান ফর হেরিটেজ’ ম্যারাথন দৌড়ের ম্যাসকটের মোহনের (কচ্ছপ) আবরণ উন্মোচন হয় ৷ এদিন ম্যারাথন দৌড়ের টি-শার্ট থেকে শুরু করে মেডেল তুলে ধরা হয় এলাকাবাসীর কাছে ৷

Ran for Marathon in Coochbehar)
শহরের হেরিটেজকে তুলে ধরতে ‘রান ফর ম্যারাথন’

আরও পড়ুন: হাত ধোয়ার প্রতিযোগিতায় দেশের সেরা জলপাইগুড়ির মারোয়াড়ি বালিকা বিদ্যালয়

জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘‘কোচবিহার হেরিটেজ কে তুলে ধরার জন্য এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে (cooch behar police arrange ran for Marathon) । দু’টি ভাগে এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে ৷ ছেলেদের 21 কিলোমিটার ও মেয়েদের জন্য 10 কিলোমিটার দৌড়তে হবে । দু’টি প্রতিযোগিতা একই স্থান থেকে শুরু হবে । পুরস্কার হিসাবে আর্থিক অনুদানও রাখা হয়েছে । কোচবিহারের সমস্ত হেরিটেজগুলির সামনে দিয়ে দৌড়তে পুলিশ লাইন শেষ হবে এই প্রতিযোগিতা ৷ এলাকাবাসিকে হেরিটেজ স্থানগুলি সম্পর্কে ধারণা দিতে এই উদ্যোগ ৷’’

‘রান ফর ম্যারাথন’

যে সমস্ত হেরিটেজের সামনে দিয়ে প্রতিযোগিতা দৌড় যাবেন সেই সমস্ত হেরিটেজের সামনেই তাদের ইতিহাসকে তুলে ধরা হবে । 21 কিলোমিটার দৌড়ে মোট 42টি হেরিটেজ সামনে দিয়ে দৌড়বেন প্রতিযোগিরা ৷ একই সঙ্গে 10 কিলোমিটার ম্যারাথন দৌড় যারা অংশ নেবেন তাঁরা 33টি হেরিটেজ স্থানগুলির সামনে থেকে দৌড়ে যাবেন ৷ প্রতিযোগিতা কোচবিহারে একটা অন্যরকম আলোড়ন তৈরি করবে বলে আশাবাদী পুলিশ সুপার ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের অন্যতম ক্রীড়াবিদ ও অ্যাথলিট স্বপ্না বর্মন বলেন, ‘‘খুব সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে কোচবিহার জেলা পুলিশ । যা সত্যি প্রশংসনীয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেরও সত্যি ভালো লাগছে।’’

কোচবিহার, 19 নভেম্বর: স্থানীয় জেলা পুলিশের পক্ষ থেকে ‘রান ফর হেরিটেজ’ -এর আয়জন করা হয়েছে ৷ শহরের হেরিটেজকে তুলে ধরতেই এই দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ৷ আগামী 10 ডিসেম্বর আন্তর্জাতিক স্তরের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে শহরে (Ran for Marathon in Cooch Behar)। শনিবার কোচবিহার জেলা পুলিশের সাংবাদিক সন্মেলনে এই ম্যারাথনের কথা ঘোষণা করেন কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার। উপস্থিত ছিলেন ক্রীড়াবিদ অ্যাথলিট স্বপ্না বর্মন-সহ পুলিশ আধিকারিক ও জেলার বিশিষ্ট ব্যক্তিত্বরা। ম্যারাথন দৌড়ের ঘোষণার পাশাপাশি এদিন ‘রান ফর হেরিটেজ’ ম্যারাথন দৌড়ের ম্যাসকটের মোহনের (কচ্ছপ) আবরণ উন্মোচন হয় ৷ এদিন ম্যারাথন দৌড়ের টি-শার্ট থেকে শুরু করে মেডেল তুলে ধরা হয় এলাকাবাসীর কাছে ৷

Ran for Marathon in Coochbehar)
শহরের হেরিটেজকে তুলে ধরতে ‘রান ফর ম্যারাথন’

আরও পড়ুন: হাত ধোয়ার প্রতিযোগিতায় দেশের সেরা জলপাইগুড়ির মারোয়াড়ি বালিকা বিদ্যালয়

জেলা পুলিশ সুপার সুমিত কুমার বলেন, ‘‘কোচবিহার হেরিটেজ কে তুলে ধরার জন্য এই ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছে (cooch behar police arrange ran for Marathon) । দু’টি ভাগে এই ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে ৷ ছেলেদের 21 কিলোমিটার ও মেয়েদের জন্য 10 কিলোমিটার দৌড়তে হবে । দু’টি প্রতিযোগিতা একই স্থান থেকে শুরু হবে । পুরস্কার হিসাবে আর্থিক অনুদানও রাখা হয়েছে । কোচবিহারের সমস্ত হেরিটেজগুলির সামনে দিয়ে দৌড়তে পুলিশ লাইন শেষ হবে এই প্রতিযোগিতা ৷ এলাকাবাসিকে হেরিটেজ স্থানগুলি সম্পর্কে ধারণা দিতে এই উদ্যোগ ৷’’

‘রান ফর ম্যারাথন’

যে সমস্ত হেরিটেজের সামনে দিয়ে প্রতিযোগিতা দৌড় যাবেন সেই সমস্ত হেরিটেজের সামনেই তাদের ইতিহাসকে তুলে ধরা হবে । 21 কিলোমিটার দৌড়ে মোট 42টি হেরিটেজ সামনে দিয়ে দৌড়বেন প্রতিযোগিরা ৷ একই সঙ্গে 10 কিলোমিটার ম্যারাথন দৌড় যারা অংশ নেবেন তাঁরা 33টি হেরিটেজ স্থানগুলির সামনে থেকে দৌড়ে যাবেন ৷ প্রতিযোগিতা কোচবিহারে একটা অন্যরকম আলোড়ন তৈরি করবে বলে আশাবাদী পুলিশ সুপার ।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে দেশের অন্যতম ক্রীড়াবিদ ও অ্যাথলিট স্বপ্না বর্মন বলেন, ‘‘খুব সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে কোচবিহার জেলা পুলিশ । যা সত্যি প্রশংসনীয়। এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে নিজেরও সত্যি ভালো লাগছে।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.