কোচবিহার, 19জুলাই : কোরোনায় আক্রান্ত কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিং । এর জেরে বন্ধ করা হল কোচবিহার পৌরসভা । সোমবার থেকে বুধবার, তিনদিন পৌরসভা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে ।
এই তিনদিন পৌরসভা ভবন স্যানিটাইজ় করা হবে । তবে পৌরসভার কনজ়ারভেন্সি বিভাগ খোলা থাকছে । কোচবিহার পৌরসভার বিদায়ী ভাইস চেয়ারম্যান তথা কোর্ডিনেটর আমিনা আহমেদ বলেন, "প্রশাসক ভুষণ সিং আক্রান্ত হওয়ায় পৌরসভা আগামী তিনদিন বন্ধ থাকবে ।"
গত কয়েকদিন ধরেই প্রশাসনের একাধিক আধিকারিকের দেহে সংক্রমণ ধরা পড়ে । এরই মধ্যে গতরাতে জেলা স্বাস্থ্য বিভাগে রিপোর্ট আসে । যেখানে কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিংয়ের শরীরে সংক্রমণ ধরা পড়ে । এরপরই তাঁকে দ্রুত শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয় । সেখানে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি । জেলায় এক যুব তৃণমূল নেতাও কোরোনায় আক্রান্ত বলে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর ।