ETV Bharat / state

Duare sarkar Camp : দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে বিডিও

কোচবিহারে দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে বিডিও প্রসেনজিৎ কুণ্ডু ৷ বেশ কয়েকজন মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম পূরণ করে দিলেন নিজে থেকেই (Duare sarkar Camp) ৷

Duare sarkar Camp
দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে বিডিও
author img

By

Published : May 26, 2022, 10:56 PM IST

কোচবিহার, 26 মে: দুয়ারে সরকার ক্যাম্পে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র পূরণ করে নিজেই জমা দিলেন বিডিও। বৃহস্পতিবার কোচবিহারে বক্সিরহাট এলাকার দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে যান বিডিও প্রসেনজিৎ কুণ্ডু । সেখানেই মহিলাদের ফর্ম পূরণ করতে সাহায্য করেন (Duare sarkar Camp) ৷

রাজ্য সরকারের নির্দেশে বৃহস্পতিবার দুয়ারে সরকারের ক্যাম্প বসেছে তুফানগঞ্জ-2 নম্বর ব্লকের মহিষকুচি-1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি উচ্চতর বিদ্যালয়ের মাঠে । সেই ক্যাম্প পরিদর্শনে যান তিনি । সেখানে ক্যাম্প সংলগ্ন একাধিক অস্থায়ী জেরক্স ও অনলাইনের দোকান অন্যত্র সরানোর নির্দেশ দেন । পাশাপাশি দুয়ারে সরকারের ক্যাম্পে একটি টেবিলে বসে একাধিক মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র পূরণ করে দেন নিজে হাতেই ।

দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে বিডিও

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : কালিয়াগঞ্জে তৃণমূলের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার এবং সবুজসাথি

বিডিও প্রসেনজিৎ কুণ্ডু জানান, এদিন মহিষকুচি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চতুর্থতম দুয়ারের সরকার ক্যাম্প বসেছে । দুয়ারে সরকারের ক্যাম্পে অন্যান্য দফতরের থেকে বেশি ভিড় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের বিভাগে ৷ ভীড় উপচে পড়েছে মহিলাদের । বেশ কয়েকজন মহিলার ফর্ম পূরণে সমস্য়া হচ্ছিল ৷ তাদের আবেদনপত্র পূরণ করতে সাহায্য করেছি ৷

কোচবিহার, 26 মে: দুয়ারে সরকার ক্যাম্পে মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র পূরণ করে নিজেই জমা দিলেন বিডিও। বৃহস্পতিবার কোচবিহারে বক্সিরহাট এলাকার দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে যান বিডিও প্রসেনজিৎ কুণ্ডু । সেখানেই মহিলাদের ফর্ম পূরণ করতে সাহায্য করেন (Duare sarkar Camp) ৷

রাজ্য সরকারের নির্দেশে বৃহস্পতিবার দুয়ারে সরকারের ক্যাম্প বসেছে তুফানগঞ্জ-2 নম্বর ব্লকের মহিষকুচি-1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মহিষকুচি উচ্চতর বিদ্যালয়ের মাঠে । সেই ক্যাম্প পরিদর্শনে যান তিনি । সেখানে ক্যাম্প সংলগ্ন একাধিক অস্থায়ী জেরক্স ও অনলাইনের দোকান অন্যত্র সরানোর নির্দেশ দেন । পাশাপাশি দুয়ারে সরকারের ক্যাম্পে একটি টেবিলে বসে একাধিক মহিলার লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনপত্র পূরণ করে দেন নিজে হাতেই ।

দুয়ারে সরকার ক্যাম্প পরিদর্শনে বিডিও

আরও পড়ুন : Bengal Civic Polls 2022 : কালিয়াগঞ্জে তৃণমূলের প্রচারে লক্ষ্মীর ভাণ্ডার এবং সবুজসাথি

বিডিও প্রসেনজিৎ কুণ্ডু জানান, এদিন মহিষকুচি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় মাঠে চতুর্থতম দুয়ারের সরকার ক্যাম্প বসেছে । দুয়ারে সরকারের ক্যাম্পে অন্যান্য দফতরের থেকে বেশি ভিড় হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের বিভাগে ৷ ভীড় উপচে পড়েছে মহিলাদের । বেশ কয়েকজন মহিলার ফর্ম পূরণে সমস্য়া হচ্ছিল ৷ তাদের আবেদনপত্র পূরণ করতে সাহায্য করেছি ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.