কোচবিহার, 27 জুলাই: বিশ্ববিদ্যালয় চত্বরে চলবে না কোনও জমায়েত ৷ কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের তরফে এই নির্দেশিকা জারি হতেই বিতর্ক দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল কাদের সাফেলি সোমবার এমনই এক নির্দেশিকা জারি করেছেন। এ নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে কর্মীদের মধ্যে (Controversy over Cooch Behar Panchanan Barma University Guidelines)।
2012 সালে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-অশিক্ষক, স্থায়ী ও অস্থায়ী কর্মী সব মিলিয়ে 150 জন কর্মী রয়েছেন। অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি-সহ নানা দাবি নিয়ে মাঝেমধ্যে বিশ্ববিদ্যালয় চত্বরে আন্দোলন হয়। এরইমধ্যে সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক নির্দেশিকা জারি করে ৷ তাতে বলা হয় বিশ্ববিদ্যালয় চত্বরে মিটিং মিছিল ও জমায়েত করা যাবে না।
![Cooch Behar Panchanan Barma University](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15938301_wb_crb.jpg)
আরও পড়ুন: পৃথক রাজ্যের দাবিতে কোচবিহার ও জলপাইগুড়িতে পথ অবরোধ কামতাপুর পিপলস পার্টির
সমগ্র বিষয়টি নিয়ে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির ইউনিট সভাপতি রুয়েল আহমেদ বলেন বলেন, "ট্রেড ইউনিয়ন করার অধিকার সবারই রয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে নির্দেশিকা জারি করেছে তাতে কর্মীরা কোনও সংগঠন করতে পারবেন না। এটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত। এই নির্দেশ প্রত্যাহার করতে হবে।" ওয়েবকুপার কোচবিহার জেলা সভাপতি ডঃ সাবলু বর্মন বলেন, "বিষয়টি জানাজানি হতেই কর্মীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। এটা সমর্থনযোগ্য নয় ৷ বিষয়টি আমরা ওয়েবকুপার রাজ্য সভাপতিকে জানাব। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর সঙ্গেও কথা বলব।