মেখলিগঞ্জ (কোচবিহার), 6 জুলাই: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পরেশ চন্দ্র অধিকারীর । সম্প্রতি চাকরি খুইয়েছেন মেয়ে অঙ্কিতা । ভুয়ো নিয়োগ মামলায় দোষী সাব্যস্ত হয়ে ফেরত দিতে হয়েছে বিশাল অঙ্কের টাকা । অভিযোগ উঠেছে, শুধু মেয়েই নন, বাম আমল থেকে প্রায় জনা পঁচিশেক আত্মীয়কে চাকরি দিয়েছেন পরেশ । এবার ফের বিতর্কে জড়ালেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী (Paresh Chandra Adhikary writes TMC slogan with Red Colour) ।
মঙ্গলবার 21 জুলাইের শহিদ দিবস উপলক্ষে ধর্মতলায় যাওয়ার আহ্বান জানিয়ে মেখলিগঞ্জ শহরের বিভিন্ন জায়গায় চলেছে দেওয়াল লিখন ৷ সেই দেওয়াল লিখতে গিয়েই বিতর্কের জন্ম দিয়েছেন মন্ত্রী পরেশ । প্রাক্তন বাম নেতা জোড়াফুল শিবিরের দেওয়াল লিখেছেন লাল রংয়ে । যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছেন খোদ তৃণমূলের মেখলিগঞ্জের নেতা আনারুল মহম্মদ । মন্ত্রীকে করে সোশাল মিডিয়ায় পোস্টও করেছেন তিনি ।
আনারুল মহম্মদ মেখলিগঞ্জ শহর যুব তৃণমূলের সভাপতি । মঙ্গলবার সোশাল মিডিয়ায় তিনি লেখেন, 'লাল রং দিয়ে না লিখলে ভালো হত । পরেশ অধিকারী বামেদের লাল রং এখনও ভোলেননি ।' আনারুল মহম্মদের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, 2018 সালে তৃণমূলে যোগ দেন পরেশ অধিকারী । তার আগে ফরওয়ার্ড ব্লক করতেন । তাই হয়তো নিজের আগের রূপ এখনো বদলাননি ।'
আরও পড়ুন: পৌরভোটের দিন ঘোষণা হওয়ার আগেই দেওয়াল লিখন মুর্শিদাবাদে
এই বিষয়ে মেখলিগঞ্জ শহরের তৃণমূল সভাপতি বিষ্ণুপদ ঘোষ বলেন, "আনারুল মহম্মদ সোশাল মিডিয়ায় লিখেছেন সেটা তাঁর ব্যক্তিগত বক্তব্য, আমাদের দলের কোনও মত নয় ৷"