কোচবিহার, 2 ডিসেম্বর : প্রতারণার অভিযোগ উঠল বেসরকারি বি.এড কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে । রাতভর আটকে রাখল ছাত্রছাত্রীরা । গতকাল ঘটনাটি ঘটেছে কোচবিহার শহর লাগোয়া 2 নম্বর ব্লকের অন্তর্গত টেংগনমারি এলাকার একটি বেসরকারি বি.এড কলেজের ঘটনা ।
জানা গেছে, 2019-21 শিক্ষাবর্ষে কলেজে 50 থেকে 70 হাজার টাকা নিয়ে ভরতি হয়েছিল 26 জন ছাত্রছাত্রী । পরীক্ষা সামনে চলে আসলেও কলেজের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন নম্বর ও অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি । পরবর্তীতে ছাত্রছাত্রীরা যখন কলেজ কর্তৃপক্ষের কাছে প্রশ্ন করে তাতে তারা সদুত্তর দিতে পারেনি ।
সদুত্তর না মেলায় ক্ষোভে ফেটে পড়ে ছাত্রছাত্রীরা । দাবি করে, তাদের সমস্ত টাকা ফেরত দেওয়া হোক । বিগত দুই মাস ধরে সমস্যা চলছে । কলেজ কর্তৃপক্ষকে বার বার জানিয়েও কোনও সুরাহা মেলেনি । অবশেষে কলেজ কর্তৃপক্ষকে সারারাত আটকে রাখে । সকালে কলেজের সামনে বিক্ষোভ দেখাতে থাকে ।
ছাত্রছাত্রীরা জেলাশাসকের অফিসে দাবিপত্র জমা দেয় । অন্যদিকে কলেজের টিচার ইনচার্জ এবিষয়ে বলেন, সমস্যা মিটে গেছে, পূর্ব নির্ধারিত শিক্ষাবর্ষে সেমেস্টার দিয়ে আসছে । আগামীদিনেও দেবে । পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন নম্বরসহ অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হবে । নির্ধারিত দিনেই তারা পরীক্ষা দিতে পারবে ।