ETV Bharat / state

নববর্ষের দিন মদনমোহনের দর্শন পাবে না কোচবিহারবাসী

প্রতি বছর নববর্ষের দিন 20-25 হাজার মানুষ হাজির হয় মদনমোহন বাড়িতে। পুজো দেন। কিন্তু, এবার মদনমোহনের দর্শন পাবেন না কোচবিহারের বাসিন্দারা ।

madanmohan
মদনমোহন
author img

By

Published : Apr 13, 2020, 8:27 PM IST

কোচবিহার, 13 এপ্রিল: কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে বাংলা নতুন বছরের প্রথমদিন মদনমোহনের দর্শন পাবেন না কোচবিহারের বাসিন্দারা । ট্রাস্ট বোর্ডের তরফে এই সিদ্ধান্ত ইতিমধ্যেই মাইকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে। কোচবিহার দেবত্তর ট্রাস্ট বোর্ডের সদস্য তথা কোচবিহার সদরের মহকুমাশাসক সঞ্জয় পাল বলেন, ওইদিন প্রচুর মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা আছে। তাই সেদিন মন্দিরের প্রধান গেট বন্ধ থাকবে।


কোচবিহারের রাজাদের কুলদেবতা মদনমোহন। এখনও যে কোনও অনুষ্ঠানে মদনমোহনের দর্শন করেন শহরের বাসিন্দারা । প্রতি বছর নববর্ষের দিন 20-25 হাজার মানুষ ভিড় করেন মদনমোহন বাড়িতে । পুজো দেন । ব‍্যবসায়ীরা নতুন খাতা নিয়ে হাজির হন। কিন্তু এবছর কোরোনা সংক্রমণের ফলে ইতিমধ্যে ভক্তদের মদনমোহন বাড়িতে ঢোকার ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। মন্দিরে নিত্য পুজো চললেও ভোগ বিতরণ বন্ধ রয়েছে।

কিন্তু নববর্ষের দিন যেহেতু প্রচুর ভক্ত সমাগমের সম্ভাবনা রয়েছে তাই সেদিন মন্দিরের গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট বোর্ড। কোচবিহার দেবত্তর ট্রাস্ট বোর্ডের বড়বাবু জয়ন্ত চক্রবর্তী বলেন, "এর আগে 1928 সালে কলেরার কারণে মন্দিরের রাস উৎসব বন্ধ রাখা হয়েছিল। তারপর এই মন্দিরের গেট কোনওদিন বন্ধ হয়নি।" তাই এবার নববর্ষের দিন মদনমোহনের দর্শন থেকে বঞ্চিত হবেন কোচবিহার জেলার বাসিন্দারা ।


কোচবিহার, 13 এপ্রিল: কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে বাংলা নতুন বছরের প্রথমদিন মদনমোহনের দর্শন পাবেন না কোচবিহারের বাসিন্দারা । ট্রাস্ট বোর্ডের তরফে এই সিদ্ধান্ত ইতিমধ্যেই মাইকে ঘোষণা করে জানিয়ে দেওয়া হয়েছে। কোচবিহার দেবত্তর ট্রাস্ট বোর্ডের সদস্য তথা কোচবিহার সদরের মহকুমাশাসক সঞ্জয় পাল বলেন, ওইদিন প্রচুর মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা আছে। তাই সেদিন মন্দিরের প্রধান গেট বন্ধ থাকবে।


কোচবিহারের রাজাদের কুলদেবতা মদনমোহন। এখনও যে কোনও অনুষ্ঠানে মদনমোহনের দর্শন করেন শহরের বাসিন্দারা । প্রতি বছর নববর্ষের দিন 20-25 হাজার মানুষ ভিড় করেন মদনমোহন বাড়িতে । পুজো দেন । ব‍্যবসায়ীরা নতুন খাতা নিয়ে হাজির হন। কিন্তু এবছর কোরোনা সংক্রমণের ফলে ইতিমধ্যে ভক্তদের মদনমোহন বাড়িতে ঢোকার ক্ষেত্রে কড়াকড়ি করা হয়েছে। মন্দিরে নিত্য পুজো চললেও ভোগ বিতরণ বন্ধ রয়েছে।

কিন্তু নববর্ষের দিন যেহেতু প্রচুর ভক্ত সমাগমের সম্ভাবনা রয়েছে তাই সেদিন মন্দিরের গেট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাস্ট বোর্ড। কোচবিহার দেবত্তর ট্রাস্ট বোর্ডের বড়বাবু জয়ন্ত চক্রবর্তী বলেন, "এর আগে 1928 সালে কলেরার কারণে মন্দিরের রাস উৎসব বন্ধ রাখা হয়েছিল। তারপর এই মন্দিরের গেট কোনওদিন বন্ধ হয়নি।" তাই এবার নববর্ষের দিন মদনমোহনের দর্শন থেকে বঞ্চিত হবেন কোচবিহার জেলার বাসিন্দারা ।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.