কোচবিহার, 29 জানুয়ারি : ফেব্রুয়ারিতে কি দীর্ঘ প্রতীক্ষার অবসান হবে ? তিস্তার উপর গড়ে ওঠা জয়ী সেতুর উদ্বোধন কি আগামী মাসেই হবে ? আপাতত তেমনই ইঙ্গিত মিলছে ৷
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ফের একবার উত্তরবঙ্গ সফরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সূত্রের খবর, ওই সফরেই জয়ী সেতুর উদ্বোধন করতে পারেন তিনি ৷ ইতিমধ্য়েই তার যাবতীয় প্রস্তুতি শুরু করে দিয়েছে কোচবিহার জেলা প্রশাসন। ‘চ্যাংরাবান্ধা ডেভেলপমেন্ট অথরিটি’-র চেয়ারম্যান পরেশ অধিকারী বলেন, ‘‘জয়ী সেতুর কাজ শেষ। ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফর চলাকালীনই সেতু উদ্বোধনের সম্ভবনা রয়েছে। সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।’’
মেখলিগঞ্জ থেকে তিস্তা দ্বারা বিচ্ছিন্ন হলদিবাড়ি ব্লক। শুখা মরশুমে নৌকায় তিস্তা পেরিয়ে হলদিবাড়ির বাসিন্দারা মেখলিগঞ্জে যাতায়াত করলেও বর্ষায় নদী ভয়ংকর হয়ে ওঠে। সেই সময় জলপাইগুড়ি শহর হয়ে ৭০ কিলোমিটার ঘুরে মেখলিগঞ্জে আসতে হয় বাসিন্দাদের। এতে সময়ের পাশাপাশি অর্থের অপচয় হয়।
আরও পড়ুন: প্রসূতিদের জন্য কোচবিহারে হচ্ছে আরও দুটি ওয়েটিং হাব
এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই তিস্তার উপর সেতু তৈরির দাবি জানিয়ে আসছিলেন দু’পাশের বাসিন্দারা । ২০১৬ সালে সেতুর শিলান্যাস হয় । ৪১০ কোটি টাকা খরচ করে সেতু তৈরির কাজ বর্তমানে শেষ। ইতিমধ্যে সেতুর কাজের তদারকি করতে একাধিকবার হলদিবাড়িতে এসেছেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷ তাই সবকিছু ঠিকঠাক থাকলে আর কয়েকদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হতে চলেছে বহু প্রতিক্ষিত জয়ী সেতুর। জয়ী সেতুর পাশাপাশি দিনহাটার মানসাই নদীতে গড়ে ওঠা কামতেশ্বেরী সেতুরও উদ্বোধন হওয়ার কথা রয়েছে। ।