ETV Bharat / state

মাথাভাঙায় BJP-র বিজয় মিছিল ঘিরে উত্তেজনা, লাঠিচার্জের অভিযোগ - কোচবিহার

তৃণমূল কর্মীকে মারধর ও বাড়ি ভাঙচুরের ঘটনায় গতকাল দুপুরে অভিযুক্ত 5 BJP কর্মীকে আটক করে ঘোকসাডাঙা থানার পুলিশ । পরে BJP কর্মীরা থানা ঘিরে বিক্ষোভ দেখায় । পরিস্থিতি সামাল দিতে রাতে পুলিশ বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে । সেইসঙ্গে তিন রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । যদিও পুলিশ লাঠিচার্জ ও শেল ফাটানোর বিষয়টি অস্বীকার করেছে ।

মাথাভাঙায় BJP-র বিজয় মিছিল ঘিরে উত্তেজনা
author img

By

Published : Jun 7, 2019, 10:59 AM IST

মাথাভাঙা , 7 জুন : তৃণমূল কর্মী বাড়িতে ভাঙচুর ও এক মহিলা সহ দু'জনকে মারধর । অভিযুক্ত 5 BJP কর্মীকে আটক করে পুলিশ । এরপর পালটা থানা ঘিরে বিক্ষোভ প্রদর্শন BJP-র । অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ । সেইসঙ্গে তিন রাউন্ড কাঁদানে গ্যাসের শেলও ফাটায় । ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙার ঘোকসাডাঙায় ।

গতকাল মাথাভাঙা 2 নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের লাফাবাড়ি গ্রামে BJP-র বিজয় মিছিল ছিল । অভিযোগ, দুপুর 1টা নাগাদ বিজয় মিছিল থেকে একদল BJP কর্মী-সমর্থক স্থানীয় তৃণমূল কর্মী আলতাফ হোসেনের বাড়িতে চড়াও হয় । মারধর করে । বাড়িতে ভাঙচুর চালায় । সুটকেস ভেঙে টাকা পয়সাও লুট করে । সাহেরা বিবি নামে এক মহিলাকেও মারধর করে তারা । ঘোসকাডঙা থানায় লিখিত অভিযোগ জানান ওই তৃণমূল কর্মী । অভিযোগের ভিত্তিতে পুলিশ 5 জনকে আটক করে । এরপর বিকেল 4টে নাগাদ থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে ASP ইন্দ্রজিৎ সরকার, SDPO শুভেন্দু মণ্ডল, ঘোকসাডাঙা থানার OC রাহুল তালুকদার সহ পুলিশ বাহিনী । রাত 8টা নাগাদ পরিস্থিতি সামাল দিতে নামানো হয় RAF । কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ ।

এপ্রসঙ্গে মাথাভাঙা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উমাকান্ত বর্মণ বলেন, "BJP জিতেছে ভালো কথা । তাই বলে বিজয় মিছিলের নাম করে চাঁদা তোলা, মানুষের বাড়িতে ভাঙচুর করা এটা কাম্য নয় । মানুষ এর জবাব দেবে । "

অন্যদিকে, BJP-র মাথাভাঙা বিধানসভার পর্যবেক্ষক সুশীল বর্মণ বলেন, "আজ লাফাবাড়িতে আমাদের বিজয় মিছিল হচ্ছিল । সেখানে পরিকল্পনা মাফিক আলতাফ হোসেন দলবল নিয়ে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে এবং একটি মোটরবাইক ভেঙে ফেলে । ফলে আমাদের ছেলেরাও তার বাড়িতে চড়াও হয় ।"

এদিকে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটানোর কথা অস্বীকার করা হয়েছে । এলাকায় শান্তি বজায় রাখতে বসানো হয়েছে পুলিশ পিকেট ।

মাথাভাঙা , 7 জুন : তৃণমূল কর্মী বাড়িতে ভাঙচুর ও এক মহিলা সহ দু'জনকে মারধর । অভিযুক্ত 5 BJP কর্মীকে আটক করে পুলিশ । এরপর পালটা থানা ঘিরে বিক্ষোভ প্রদর্শন BJP-র । অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ । সেইসঙ্গে তিন রাউন্ড কাঁদানে গ্যাসের শেলও ফাটায় । ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙার ঘোকসাডাঙায় ।

গতকাল মাথাভাঙা 2 নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের লাফাবাড়ি গ্রামে BJP-র বিজয় মিছিল ছিল । অভিযোগ, দুপুর 1টা নাগাদ বিজয় মিছিল থেকে একদল BJP কর্মী-সমর্থক স্থানীয় তৃণমূল কর্মী আলতাফ হোসেনের বাড়িতে চড়াও হয় । মারধর করে । বাড়িতে ভাঙচুর চালায় । সুটকেস ভেঙে টাকা পয়সাও লুট করে । সাহেরা বিবি নামে এক মহিলাকেও মারধর করে তারা । ঘোসকাডঙা থানায় লিখিত অভিযোগ জানান ওই তৃণমূল কর্মী । অভিযোগের ভিত্তিতে পুলিশ 5 জনকে আটক করে । এরপর বিকেল 4টে নাগাদ থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে ASP ইন্দ্রজিৎ সরকার, SDPO শুভেন্দু মণ্ডল, ঘোকসাডাঙা থানার OC রাহুল তালুকদার সহ পুলিশ বাহিনী । রাত 8টা নাগাদ পরিস্থিতি সামাল দিতে নামানো হয় RAF । কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ ।

এপ্রসঙ্গে মাথাভাঙা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উমাকান্ত বর্মণ বলেন, "BJP জিতেছে ভালো কথা । তাই বলে বিজয় মিছিলের নাম করে চাঁদা তোলা, মানুষের বাড়িতে ভাঙচুর করা এটা কাম্য নয় । মানুষ এর জবাব দেবে । "

অন্যদিকে, BJP-র মাথাভাঙা বিধানসভার পর্যবেক্ষক সুশীল বর্মণ বলেন, "আজ লাফাবাড়িতে আমাদের বিজয় মিছিল হচ্ছিল । সেখানে পরিকল্পনা মাফিক আলতাফ হোসেন দলবল নিয়ে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে এবং একটি মোটরবাইক ভেঙে ফেলে । ফলে আমাদের ছেলেরাও তার বাড়িতে চড়াও হয় ।"

এদিকে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটানোর কথা অস্বীকার করা হয়েছে । এলাকায় শান্তি বজায় রাখতে বসানো হয়েছে পুলিশ পিকেট ।

Intro:কোচবিহারের মাথাভাঙ্গায় তৃনমুল কর্মীর বাড়ীতে ভাঙচুর ও মারধোরের অভিযোগ ,আটক ৫, বিক্ষোভ বিজেপির,পাল্টা লাঠিচার্জ সহ কাঁদানে গ্যাস পুলিশের ৷

কোচবিহার:০৬ জুন :

বাড়ি ভাংচুর সহ মারধরের অভিযোগ আটক পাঁচ বিজেপি কর্মী ,থানা ঘিরে বিক্ষোভ বিজেপির ৷ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে বিশাল পুলিশ বাহিনীর লাঠি চার্জ ও কাঁদানে ছড়ায় গ্যাস ৷এমন ঘটনায় উত্তপ্ত হয়ে উঠে কোচবিহারের মাথাভাঙ্গার ঘোকসাডাংগা ৷

অভিযোগ ,বিজেপির বিজয় মিছিল ছিল এদিন ওই এলাকায় ৷ সেই সময় প্রায় দুপুর একটা নাগাত
এক তৃনমুল কর্মীর বাড়ী ভাঙচুর ও এক মহিলা সহ দুই জনকে মারধর করা হয় বলে অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনাটি বৃহস্পতিবার মাথাভাঙা ২ ব্লকের ঘোকসাডাংগা এলাকার লতাপাতা গ্রাম পঞ্চায়েতের লাফাবাড়ি গ্রামে । ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এডিশনাল এসপি ইন্দ্রজিত সরকার, এস ডি পি ও শুভেন্দু মন্ডল, ঘোকসাডাঙ্গা থানার ওসি রাহুল তালুকদার সহ বিশাল পুলিশ বাহিনী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাথাভাঙা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের লাফাবাড়ি গ্রামে বৃহস্পতিবার বিজেপি কর্মীরা বিজয় মিছিল করছিল। বিজয় মিছিল থেকে একদল বিজেপি কর্মী সমর্থক স্থানীয় তৃনমুল কর্মী আলতাফ হোসেন এর বাড়িতে চড়াও হয় এবং তার বাড়ী ভাঙচুর করে। সুটকেসভেঙে টাকা পয়সাও লুট করে বলে অভিযোগ করেন আলতাফ হোসেন।

এছাড়াও সাহেরা বিবি নামের এক মহিলার সঙ্গেও ধস্তা ধস্তি হয় এবং সাহেরা বিবি এখন হাসপাতালে ভর্তি আছেন বলে অভিযোগ আলতাফ বাবুর। ইতিমধ্যে এই ঘটনায় এলাকায় শুরু হয় ব্যাপক উত্তেজনা। দুপুর থেকে রাত পর্যন্ত উত্তেজনা বাড়তে থাকে ৷ পরিস্থিতি সামাল দিতে নামানো হয় রাপ ,তিন রাউন্ড কাঁদানে গ্যাস ফাটানো হয় ৷

ঘটনা প্রসঙ্গে মাথাভাঙ্গা ২ ব্লক তৃনমুল কংগ্রেস সভাপতি উমাকান্ত বর্মন জানান " বিজেপি জিতেছে ভালো কথা। তাই বলে বিজয় মিছিলের নাম করে চাঁদা তোলা মানুষের বাড়ী ভাংচুর করা এটা কাম্য নয়।মানুষ তাঁর জবাব দেবে৷

অন্যদিকে বিজেপি মাথাভাঙ্গা বিধান সভা পর্যবেক্ষক সুশীল বর্মন জানান "আজ লাফাবাড়িতে আমাদের বিজয় মিছিল হচ্ছিল সেখানে পরিকল্পনা মাফিক আলতাফ হোসেন দলবল নিয়ে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে এবং একটি মোটর বাইক ভেঙে ফেলে। ফলে আমাদের ছেলেরাও তার বাড়িতে চড়াও হয়।

ঘটনায় ৩৩ জনের নামে লিখিত অভিযোগ দায়ের হয়েছে ঘোকসাডাংগা থানায় । অভিযোগের ভিত্তিতে পুলিশ ৫ জনকে আটক করেছে। এলাকায় শান্তি বজায় রাখতে বসানো হয়েছে পুলিশ পিকেট।

সূত্রে জানা গেছে পুলিশ অভিযুক্তদের মধ্যে পাঁচজনকে আটক করার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে ঘোকসাডাঙা থানায় বিক্ষোভ দেখাতে থাকে। এই সময় বিক্ষোভ সরাতে পুলিশ বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করে ও তিন রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় বলে অভিযোগ। যদিও পুলিশ লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের শেলের কথা বিষয় অস্বীকার করেছে।Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.