মাথাভাঙা , 7 জুন : তৃণমূল কর্মী বাড়িতে ভাঙচুর ও এক মহিলা সহ দু'জনকে মারধর । অভিযুক্ত 5 BJP কর্মীকে আটক করে পুলিশ । এরপর পালটা থানা ঘিরে বিক্ষোভ প্রদর্শন BJP-র । অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ । সেইসঙ্গে তিন রাউন্ড কাঁদানে গ্যাসের শেলও ফাটায় । ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙার ঘোকসাডাঙায় ।
গতকাল মাথাভাঙা 2 নম্বর ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের লাফাবাড়ি গ্রামে BJP-র বিজয় মিছিল ছিল । অভিযোগ, দুপুর 1টা নাগাদ বিজয় মিছিল থেকে একদল BJP কর্মী-সমর্থক স্থানীয় তৃণমূল কর্মী আলতাফ হোসেনের বাড়িতে চড়াও হয় । মারধর করে । বাড়িতে ভাঙচুর চালায় । সুটকেস ভেঙে টাকা পয়সাও লুট করে । সাহেরা বিবি নামে এক মহিলাকেও মারধর করে তারা । ঘোসকাডঙা থানায় লিখিত অভিযোগ জানান ওই তৃণমূল কর্মী । অভিযোগের ভিত্তিতে পুলিশ 5 জনকে আটক করে । এরপর বিকেল 4টে নাগাদ থানা ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে BJP কর্মীরা । খবর পেয়ে ঘটনাস্থানে ছুটে আসে ASP ইন্দ্রজিৎ সরকার, SDPO শুভেন্দু মণ্ডল, ঘোকসাডাঙা থানার OC রাহুল তালুকদার সহ পুলিশ বাহিনী । রাত 8টা নাগাদ পরিস্থিতি সামাল দিতে নামানো হয় RAF । কাঁদানে গ্যাসের শেল ফাটানো হয় । লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ ।
এপ্রসঙ্গে মাথাভাঙা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি উমাকান্ত বর্মণ বলেন, "BJP জিতেছে ভালো কথা । তাই বলে বিজয় মিছিলের নাম করে চাঁদা তোলা, মানুষের বাড়িতে ভাঙচুর করা এটা কাম্য নয় । মানুষ এর জবাব দেবে । "
অন্যদিকে, BJP-র মাথাভাঙা বিধানসভার পর্যবেক্ষক সুশীল বর্মণ বলেন, "আজ লাফাবাড়িতে আমাদের বিজয় মিছিল হচ্ছিল । সেখানে পরিকল্পনা মাফিক আলতাফ হোসেন দলবল নিয়ে আমাদের কর্মীদের উপর আক্রমণ করে এবং একটি মোটরবাইক ভেঙে ফেলে । ফলে আমাদের ছেলেরাও তার বাড়িতে চড়াও হয় ।"
এদিকে পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের শেল ফাটানোর কথা অস্বীকার করা হয়েছে । এলাকায় শান্তি বজায় রাখতে বসানো হয়েছে পুলিশ পিকেট ।