ETV Bharat / state

তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীসংঘর্ষে উত্তপ্ত দিনহাটা কলেজ - dinhata college

জয়দীপ ঘোষের অনুগামীরা কলেজের দখল নিতে গেলে তৃণমূলের যুবনেতা অজয় রায়ের অনুগামীরা বাধা দেয় । তাতেই দুই গোষ্ঠীর মধ্যে বাধে সংঘর্ষ ৷ সংঘর্ষে জখম হয়েছে তিনজন ৷

dinhata college
দিনহাটা কলেজ
author img

By

Published : Jan 20, 2020, 10:20 PM IST

কোচবিহার, 20 জানুয়ারি : তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ ৷ উত্তপ্ত হয় দিনহাটা কলেজ পাড়া এলাকা । সোমবার দুপুরে তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষ এবং তৃণমূল যুব নেতা অজয় রায়ের অনুগামীদের মধ্যে এই সংঘর্ষে বাধে । ঘটনায় জখম হয়েছে তিনজন ৷ আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।


জানা গেছে, দিনহাটা কলেজের দখল ছিল যুব তৃনমুল নেতা অজয় রায় ও তাঁর অনুগামীদের ৷ অভিযোগ, সম্প্রতি ওই কলেজে দখল নিতে মরিয়া হয়ে ওঠেন তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষ ৷ সোমবার তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষের অনুগামীরা কলেজের দখল নিতে গেলে তৃণমূলের যুবনেতা অজয় রায়ের অনুগামীরা বাধা দেয় । তাতেই দুই গোষ্ঠীর মধ্যে বাধে সংঘর্ষ ৷ সংঘর্ষে জখম হয়েছে তিনজন ৷

দিনহাটা কলেজ পাড়া এলাকায় উত্তেজনা

এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ নেতা আমির আলম বলেন, "তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষের অনুগামীরা বহিরাগতদের নিয়ে এসে কলেজে আমাদের উপর হামলা চালায় ।" অপরদিকে কাউন্সিলরের অনুগামী প্রীয়ঙ্কর রায় বলেন, "যুব নেতা অজয় রায় ও তার দলবল আমাদের উপর হামলা চালায় । খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।"

কোচবিহার, 20 জানুয়ারি : তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ ৷ উত্তপ্ত হয় দিনহাটা কলেজ পাড়া এলাকা । সোমবার দুপুরে তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষ এবং তৃণমূল যুব নেতা অজয় রায়ের অনুগামীদের মধ্যে এই সংঘর্ষে বাধে । ঘটনায় জখম হয়েছে তিনজন ৷ আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।


জানা গেছে, দিনহাটা কলেজের দখল ছিল যুব তৃনমুল নেতা অজয় রায় ও তাঁর অনুগামীদের ৷ অভিযোগ, সম্প্রতি ওই কলেজে দখল নিতে মরিয়া হয়ে ওঠেন তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষ ৷ সোমবার তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষের অনুগামীরা কলেজের দখল নিতে গেলে তৃণমূলের যুবনেতা অজয় রায়ের অনুগামীরা বাধা দেয় । তাতেই দুই গোষ্ঠীর মধ্যে বাধে সংঘর্ষ ৷ সংঘর্ষে জখম হয়েছে তিনজন ৷

দিনহাটা কলেজ পাড়া এলাকায় উত্তেজনা

এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ নেতা আমির আলম বলেন, "তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষের অনুগামীরা বহিরাগতদের নিয়ে এসে কলেজে আমাদের উপর হামলা চালায় ।" অপরদিকে কাউন্সিলরের অনুগামী প্রীয়ঙ্কর রায় বলেন, "যুব নেতা অজয় রায় ও তার দলবল আমাদের উপর হামলা চালায় । খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।"

Intro:কোচবিহার ঃ তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল দিনহাটা কলেজের পাড়া এলাকা। সোমবার দুপুরে তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষ এবং তৃণমূল যুব নেতা অজয় রায়ের অনুগামীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় ঘটনায় তিনজন জখম হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
জানাগেছে এতদিন দিনহাটা কলেজের দখল যুব তৃনমুল নেতা অজয় রায়ের অনুগামীদের দখলে থাকলেও সম্প্রতি তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষ বছর আগে খান্রক আগে ঘটে যাওয়া ছাত্র খুনের ঘটনায় জামিন পায়। জামিন পাওয়ার পর তৃণমূল কাউন্সিলর দিনহাটা কলেজের দখল নিতে মরিয়া হয়ে ওঠে। এরপরই সোমবার তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষ এর অনুগামীরা কলেজের দখল নিতে গেলে যুবনেতা অজয় রায়ের অনুগামীরা বাধা দেয়। দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। একে অপরের ওপর লাঠি নিয়ে হামলা চালায়। ঘটনায় 3 জন জখম হয়েছে। তৃণমূল তৃণমূল ছাত্র পরিষদ নেতা আমির আলম বলেন, তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষের অনুগামীরা বহিরাগতদের নিয়ে এসে কলেজে আমাদের ওপর হামলা চালায়। অপরদিকে কাউন্সিলর এর অনুগামী প্রিয়ঙ্কর রায় বলেন, যুব নেতা অজয় রায়ের আমাদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।।# Body:wb_crb_02_djnhata_college_vis_7205341Conclusion:wb_crb_02_djnhata_college_vis_7205341
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.