কোচবিহার, 20 জানুয়ারি : তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর সংঘর্ষ ৷ উত্তপ্ত হয় দিনহাটা কলেজ পাড়া এলাকা । সোমবার দুপুরে তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষ এবং তৃণমূল যুব নেতা অজয় রায়ের অনুগামীদের মধ্যে এই সংঘর্ষে বাধে । ঘটনায় জখম হয়েছে তিনজন ৷ আহতদের দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয়েছে ।
জানা গেছে, দিনহাটা কলেজের দখল ছিল যুব তৃনমুল নেতা অজয় রায় ও তাঁর অনুগামীদের ৷ অভিযোগ, সম্প্রতি ওই কলেজে দখল নিতে মরিয়া হয়ে ওঠেন তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষ ৷ সোমবার তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষের অনুগামীরা কলেজের দখল নিতে গেলে তৃণমূলের যুবনেতা অজয় রায়ের অনুগামীরা বাধা দেয় । তাতেই দুই গোষ্ঠীর মধ্যে বাধে সংঘর্ষ ৷ সংঘর্ষে জখম হয়েছে তিনজন ৷
এই ঘটনায় তৃণমূল ছাত্র পরিষদ নেতা আমির আলম বলেন, "তৃণমূল কাউন্সিলর জয়দীপ ঘোষের অনুগামীরা বহিরাগতদের নিয়ে এসে কলেজে আমাদের উপর হামলা চালায় ।" অপরদিকে কাউন্সিলরের অনুগামী প্রীয়ঙ্কর রায় বলেন, "যুব নেতা অজয় রায় ও তার দলবল আমাদের উপর হামলা চালায় । খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।"