দিনহাটা, 10 এপ্রিল : বিএসএফের গুলিতে মৃত্যু হল এক পাচারকারীর । শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সিতাই থানার অন্তর্গত অন্দরান সিঙ্গিমারি সীমান্তে । পুলিশ সূত্রে জানা গিয়েছে, গরু পাচার করতে গিয়েই বিএসএফের গুলিতে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে (cattle smuggler killed in BSF firing) । স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে, মৃত ব্যক্তির নাম সেরা মিঁয়া । তাঁর বাড়ি সাহেবগঞ্জ থানা এলাকায়।
আরও পড়ুন : তপন কান্দু হত্যা মামলায় তিন অভিযুক্তকে হেফাজতে নিল সিবিআই
জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ওই এলাকায় কর্তব্যরত বিএসএফ জওয়ানরা একদল গরু পাচারকারীকে দেখতে পান । বিএসএফের প্রতিরোধের মুখে পড়ে ওই পাচারকারীরা বিএসএফ জওয়ানদের উপর আক্রমণ চালায় । আত্মরক্ষার্থে বিএসএফও পাল্টা গুলি চালায় ৷ তাতেই মৃত্যু হয় এক পাচারকারীর ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতে তাঁরা দু-তিন রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছিলেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷