ETV Bharat / state

BSF Jawan Suicide: শীতলকুচিতে সার্ভিস আর্ম থেকে গুলি করে আত্মঘাতী বিএসএফ জওয়ান !

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 8, 2023, 5:08 PM IST

Updated : Sep 8, 2023, 5:51 PM IST

BSF Jawan Shot Himself in Cooch Behar: শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামের অমৃত ক্যাম্পে সার্ভিস আর্ম থেকে নিজেকে গুলি করলেন এক জওয়ান ৷ পুলিশ জানিয়েছেন, আজ ভোরে কর্মরত অবস্থায় নিজের বুকে গুলি করেন তিনি ৷

BSF Jawan Dies by Suicide ETV BHARAT
BSF Jawan Dies by Suicide

কোচবিহার, 8 সেপ্টেম্বর: সার্ভিস আর্ম থেকে বুকে গুলি করে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান ৷ মৃতের নাম নাল্লাবোথুলা নারায়ণ স্বামী ৷ শুক্রবার ভোর চারটের সময় ভারত-বাংলাদেশ সীমান্তে শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামের অমৃত ক্যাম্পে ঘটনাটি ঘটেছে ৷ বিএসএফ-এর অন্যান্য জওয়ানরা তাঁকে শীতলকুচি প্রাথমিক ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ কী কারণে নিজেকে গুলি করলেন ওই জওয়ান ? তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার ৷

শুক্রবার ভোরে কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামের অমৃত ক্যাম্পে হঠাৎই গুলির শব্দ পাওয়া যায় ৷ বিএসএফ সূত্রে খবর, কর্তব্যরত অবস্থায় জওয়ান নাল্লাবোথুলা নারায়ণ স্বামী নিজের সার্ভিস আর্ম থেকে নিজেকে গুলি করেন ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই জওয়ানের পারিবারিক কিছু সমস্যা ছিল ৷ সেই কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন ৷ তবে, বিস্তারিত তদন্ত করেই এই ঘটনার পিছনের আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী ৷

আরও পড়ুন: সৌহার্দ্য! সীমান্ত সমন্বয় বৈঠকে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষীবাহিনী

তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, আপাতত ওই বিএসএফ জওয়ানের দেহ মাথাভাঙায় এমজেএন হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় পুলিশ মৃত বিএসএফ জওয়ান নাল্লাবোথুলা নারায়ণ স্বামীর সহকর্মীদের সঙ্গে কথা বলছে ৷ তিনি সাম্প্রতিক সময়ে কোনও মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিনা ? বা পারিবারিক কোনও সমস্যা ছিল কিনা ? এমন নানান তথ্য জানার চেষ্টা করছে ৷ কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, পুরো তদন্তই প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷ অন্ধ্রপ্রদেশে মৃত জওয়ানের পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷

কোচবিহার, 8 সেপ্টেম্বর: সার্ভিস আর্ম থেকে বুকে গুলি করে আত্মঘাতী হলেন এক বিএসএফ জওয়ান ৷ মৃতের নাম নাল্লাবোথুলা নারায়ণ স্বামী ৷ শুক্রবার ভোর চারটের সময় ভারত-বাংলাদেশ সীমান্তে শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামের অমৃত ক্যাম্পে ঘটনাটি ঘটেছে ৷ বিএসএফ-এর অন্যান্য জওয়ানরা তাঁকে শীতলকুচি প্রাথমিক ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ কী কারণে নিজেকে গুলি করলেন ওই জওয়ান ? তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার ৷

শুক্রবার ভোরে কোচবিহারের ভারত-বাংলাদেশ সীমান্তে শীতলকুচি ব্লকের গাদোপোতা গ্রামের অমৃত ক্যাম্পে হঠাৎই গুলির শব্দ পাওয়া যায় ৷ বিএসএফ সূত্রে খবর, কর্তব্যরত অবস্থায় জওয়ান নাল্লাবোথুলা নারায়ণ স্বামী নিজের সার্ভিস আর্ম থেকে নিজেকে গুলি করেন ৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই জওয়ানের পারিবারিক কিছু সমস্যা ছিল ৷ সেই কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন ৷ তবে, বিস্তারিত তদন্ত করেই এই ঘটনার পিছনের আসল কারণ জানা যাবে বলে জানিয়েছেন শীতলকুচি থানার ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী ৷

আরও পড়ুন: সৌহার্দ্য! সীমান্ত সমন্বয় বৈঠকে ভারত-বাংলাদেশের সীমান্তরক্ষীবাহিনী

তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, আপাতত ওই বিএসএফ জওয়ানের দেহ মাথাভাঙায় এমজেএন হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ এই ঘটনায় পুলিশ মৃত বিএসএফ জওয়ান নাল্লাবোথুলা নারায়ণ স্বামীর সহকর্মীদের সঙ্গে কথা বলছে ৷ তিনি সাম্প্রতিক সময়ে কোনও মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছিলেন কিনা ? বা পারিবারিক কোনও সমস্যা ছিল কিনা ? এমন নানান তথ্য জানার চেষ্টা করছে ৷ কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা জানিয়েছেন, পুরো তদন্তই প্রাথমিক পর্যায়ে রয়েছে ৷ অন্ধ্রপ্রদেশে মৃত জওয়ানের পরিবারকে খবর দেওয়া হয়েছে ৷

Last Updated : Sep 8, 2023, 5:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.