কোচবিহার, 27 জুন : আন্তর্জাতিক মাদক বিরোধী দিবসেকোচবিহারের মেখলিগঞ্জের চ্যাংরাবান্ধায় যৌনপল্লীতে সচেতনতা শিবিরের আয়োজন করল 148 নম্বর BSF-র ব্যাটেলিয়ন । উপস্থিত ছিলেন BSF-এর 148 ব্যাটেলিয়ানের আধিকারিক রাজ কুমার-সহসীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ।
এদিনেরকর্মসূচি নিয়ে রাজকুমার বাবু জানান,"সীমা সুরক্ষা বলের দায়িত্ব যেমনদেশের সীমান্ত রক্ষা করা তেমনই দেশের ভেতরে সীমান্তবর্তী এলাকার মানুষদের পাশেদাঁড়ানো । চ্যাংড়াবান্ধা নিষিদ্ধ পল্লি সীমান্তঘেঁষা একটি গ্রাম । এখানকারলোকেরা এখনও অনেকটা পিছিয়ে রয়েছেন । তাদের জীবনের মূলস্রোতে ফিরিয়ে আনার জন্যইআমাদের আজকের এই কর্মসূচি । এখানকার অনেক মানুষ বিশেষ করে যুবকরা নেশায় আসক্ত ।আমরা তাদের সচেতন করি নেশা মুক্ত থাকার । ভালো লাগছে তারা আমাদের কথা দিয়েছেন ৷ধীরে ধীরে তারা নেশা থেকে অব্যাহতি নেবেন ।"