ETV Bharat / state

বিস্ফোরণে কেঁপে উঠল মাথাভাঙার কুর্শামারি

author img

By

Published : Nov 2, 2019, 4:55 PM IST

Updated : Nov 2, 2019, 5:03 PM IST

বোমাবাজি মাথাভাঙার কুর্শামারিতে । ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী একে অন্যের দিকে অভিযোগ তুলেছে । ঘটনার তদন্ত করছে পুলিশ ।

ছবি

কোচবিহার, 2 নভেম্বর : পঞ্চায়েত বোর্ড দখল থেকে একাধিক রাজনৈতিক সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের মাথাভাঙার কুর্শামারি । রাত সাড়ে 8টা নাগাদ কুর্শামারি বাজার চত্বরে চলল বোমাবাজি । পরপর চারটি বোমা ফাটায় দুষ্কৃতীরা । এর জেরে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় বাজার এলাকা । ঝাঁপ বন্ধ না করেই পালিয়ে যান দোকানদাররা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । তবে এই বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত তা এখনও স্পষ্ট হয়নি । মুখ খুলতে চাননি স্থানীয় ব্যবসায়ীরাও ।

ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী একে অন্যের দিকে অভিযোগ তুলেছে । স্থানীয় তৃণমূল নেতা তথা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান জুলজেলাল মিয়ার বলেন, "গত 23 অক্টোবর গ্রাম পঞ্চায়েত অফিসে হামলা চালায় কয়েকজন । তারাই এই বিস্ফোরণ ঘটিয়েছে ৷ পুলিশ সেই সময় উপযুক্ত ব্যবস্থা নিলে এমন হত না ।" উল্লেখ্য, 23 অক্টোবর গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর, মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের অন্য এক গোষ্ঠীর 36 জনের বিরূদ্ধে । তাদের নামে অভিযোগও দায়ের হয়েছে ৷

অন্য গোষ্ঠীর নেতা তবারক হোসেন বলেন, "জুলজেলাল মিয়ার মদতে কয়েকজন দুষ্কৃতী এই কাজ করেছে ।" এই বিষয়ে, ব্যবসায়ী সমিতির সম্পাদক হরিচরণ বর্মণ বলেন, "বিস্ফোরণে আতঙ্কিত এলাকা । অনেকেই দোকান বন্ধ না করে পালিয়ে যান ৷ এলাকায় শান্তি ফিরে আসুক ৷ এটাই চাই ।"

কোচবিহার, 2 নভেম্বর : পঞ্চায়েত বোর্ড দখল থেকে একাধিক রাজনৈতিক সংঘর্ষে বারবার উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের মাথাভাঙার কুর্শামারি । রাত সাড়ে 8টা নাগাদ কুর্শামারি বাজার চত্বরে চলল বোমাবাজি । পরপর চারটি বোমা ফাটায় দুষ্কৃতীরা । এর জেরে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় বাজার এলাকা । ঝাঁপ বন্ধ না করেই পালিয়ে যান দোকানদাররা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ । তবে এই বিস্ফোরণের সঙ্গে কারা জড়িত তা এখনও স্পষ্ট হয়নি । মুখ খুলতে চাননি স্থানীয় ব্যবসায়ীরাও ।

ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী একে অন্যের দিকে অভিযোগ তুলেছে । স্থানীয় তৃণমূল নেতা তথা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান জুলজেলাল মিয়ার বলেন, "গত 23 অক্টোবর গ্রাম পঞ্চায়েত অফিসে হামলা চালায় কয়েকজন । তারাই এই বিস্ফোরণ ঘটিয়েছে ৷ পুলিশ সেই সময় উপযুক্ত ব্যবস্থা নিলে এমন হত না ।" উল্লেখ্য, 23 অক্টোবর গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর, মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের অন্য এক গোষ্ঠীর 36 জনের বিরূদ্ধে । তাদের নামে অভিযোগও দায়ের হয়েছে ৷

অন্য গোষ্ঠীর নেতা তবারক হোসেন বলেন, "জুলজেলাল মিয়ার মদতে কয়েকজন দুষ্কৃতী এই কাজ করেছে ।" এই বিষয়ে, ব্যবসায়ী সমিতির সম্পাদক হরিচরণ বর্মণ বলেন, "বিস্ফোরণে আতঙ্কিত এলাকা । অনেকেই দোকান বন্ধ না করে পালিয়ে যান ৷ এলাকায় শান্তি ফিরে আসুক ৷ এটাই চাই ।"

Intro:ফের চারটি বোমাবিস্ফোরন কেঁপে উঠলো মাথাভাঙ্গার কুর্শামারি ৷

কোচবিহার :০২ নভেম্বর :


গ্রাম পঞ্চায়েত বোর্ড দখল থেকে একাধিক রাজনৈতিক সংঘর্ষে বার বার উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের মাথাভাঙ্গার কুর্শামারি গ্রাম পঞ্চায়েত এলাকা ৷গতকাল রাতে কুর্শামারি বাজার চত্তরে পরপর চারটি বোমা বিস্ফোরণ করে একদল দুষ্কৃতি৷প্রাণের আতঙ্কে আতঙ্কে দোকানের ঝাঁপ বন্ধ না করেই পালিয়ে যান দোকানদাররা৷ বন্ধ হয়ে যায় হাটবাজারের কেনা কাটা৷ঘটনা স্থলে ছুটে আসে মাথাভাঙ্গা থানার পুলিশ ৷রাত প্রায় সাড়ে আট টা নাগাত এই বিস্ফোরণ হয় ৷ বিস্ফোরনের পর অবশ্য এলাকা শুনশান হয়ে যায় ৷ ঠিক কি কারনে এই বিস্ফোরণ ?উঠছে প্রস্ন ৷ কারা এই বিস্ফোরনের সঙ্গে যুক্ত ? তা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক ৷এই ঘটনায় কে বা কারা যুক্ত ঘটনায় এই স্থানীয় ব্যবসায়ীরা মুখ খুলতে চাননা ৷ যদিও মাথাভাঙ্গা থানার পুলিশের দাবী তারা বোমা বিস্ফোরনের চিন্হ পাননি


বোমা বিস্ফোরণ ঘটনায় তৃণমূলের দুই গোষ্টির মধ্যে পরস্পরের মধ্যেই অভিযোগ তুলেছে ৷ একে ওপরের দিকে দায় চাপিয়ে দিয়েছে ৷


এলাকার দাপুটে তৃণমূল নেতা তথা সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান জুলজেলাল মিয়ার অভিযোগ করে জানান "গত ২৩ অক্টোবর গ্রাম পঞ্চায়েত অফিসে হামলা চালায় কিছূ ব্যক্তি তারাই এই বিস্ফোরণ ঘটিয়েছে৷ পুলিশ সেই সময়ে উপযুক্ত ব্যবস্থা নিলে এমন হত না "৷ উল্লেখ্য যে ,২৩ অক্টোবর গ্রাম পঞ্চায়েত অফিসে ভাঙচুর ,মারধরের অভিযোগ উঠে বিরোধী গোষ্ঠী ৩৬ জনের বিরূদ্ধে ,তাদের নামে লিখিত অভিযোগ দায়ের হয় ৷


অন্যদিকে ,বিরোধী গোষ্টির নেতা তবারক হোসেনের অভিযোগ ,"জুলজেলাল মিয়ার মদতে এলকায় কিছু দুষ্কৃতি বোমা ফাটিয়েছে ,এলাকা উত্তপ্ত করছে "৷


ব্যবসায়ী সমিতির সম্পাদক হরিচরণ বর্মণ জানান "বোমার বিস্ফোরনে বাজার এলাকায় আতঙ্ক ছড়ায় ,অনেকেই দোকান বন্ধ না করে পালিয়ে যায় ৷ এলাকায় শান্তি ফিরে আসুক ৷ প্রশাসনের কাছে এমন আর্জি জানান হরিচরণ বাবু ৷Body:COB Conclusion:
Last Updated : Nov 2, 2019, 5:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.