ETV Bharat / state

Cooch Behar Surgery: অস্ত্রোপচারে মহিলার পেট থেকে বেরলো আস্ত আলু ! পরে জানা গেল আসলে তা কী

author img

By

Published : Nov 23, 2022, 10:32 PM IST

পেটে ব্যথা নিয়ে এক মহিলা এসেছিলেন হাসপাতালে ৷ অস্ত্রোপচারের পর বের হল আস্ত আলু ৷ ওজন 300 গ্রাম । হতবাক চিকিৎসকরা (Cooch Behar Surgery) ৷

Cooch Behar Surgery
অস্ত্রোপচারে মহিলার পেট থেকে বেরলো আস্ত আলু

কোচবিহার, 23 নভেম্বর: কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের ঘটনা । যা দেখে অবাক হবেন আপনিও । পেটে অস্ত্রোপচার করতে বেরিয়ে এল আস্ত একটি আলু । যা দেখে হতবাক ডাক্তাররাও (Cooch Behar Surgery) ।

মেখলিগঞ্জের অন্দরন কুচলীবাড়ির বাসিন্দা বুলবুলি ওরাও (45) নামে এক মহিলা পেটের ব্যথা নিয়ে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে আসেন । তিন দিন আগে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন তিনি । চিকিৎসকরা তাঁর এক্স-রে করান । এরপর ডাক্তাররা অনুমান করেন, পেটে পাথর রয়েছে ৷ সেই মতো অস্ত্রোপচার করা হয় বুধবার । এদিন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের ডাক্তাররা অস্ত্রোপাচার করার সময় অবাক হয়ে যান । সম্পূর্ণই আলুর মতো দেখতে একটি বড় পাথর বের করেন পেট থেকে । যা দেখে হতবাক ডাক্তারা ।

আরও পড়ুন: বিনা অস্ত্রোপচারে বালিকার খাদ্যনালী থেকে 5 টাকার কয়েন বের করলেন চিকিৎসকরা

মেখলিগঞ্জ মহকুমা হাসপতালের সুপার তাপস কুমার দাস বলেন, "অস্ত্রোপাচার করে বড় আকারের পাথর বেরিয়ে আসে । তাঁর ছাত্র জীবনে এই প্রথম দেখলেন । এটি ব্লাডার স্টোন (Bladder Stones), যার ওজন হয়েছে 300 গ্রাম । রোগী আপাতত সুস্থ রয়েছেন ৷"

কোচবিহার, 23 নভেম্বর: কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের ঘটনা । যা দেখে অবাক হবেন আপনিও । পেটে অস্ত্রোপচার করতে বেরিয়ে এল আস্ত একটি আলু । যা দেখে হতবাক ডাক্তাররাও (Cooch Behar Surgery) ।

মেখলিগঞ্জের অন্দরন কুচলীবাড়ির বাসিন্দা বুলবুলি ওরাও (45) নামে এক মহিলা পেটের ব্যথা নিয়ে মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে আসেন । তিন দিন আগে পেটে ব্যথা নিয়ে ভর্তি হন তিনি । চিকিৎসকরা তাঁর এক্স-রে করান । এরপর ডাক্তাররা অনুমান করেন, পেটে পাথর রয়েছে ৷ সেই মতো অস্ত্রোপচার করা হয় বুধবার । এদিন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালের ডাক্তাররা অস্ত্রোপাচার করার সময় অবাক হয়ে যান । সম্পূর্ণই আলুর মতো দেখতে একটি বড় পাথর বের করেন পেট থেকে । যা দেখে হতবাক ডাক্তারা ।

আরও পড়ুন: বিনা অস্ত্রোপচারে বালিকার খাদ্যনালী থেকে 5 টাকার কয়েন বের করলেন চিকিৎসকরা

মেখলিগঞ্জ মহকুমা হাসপতালের সুপার তাপস কুমার দাস বলেন, "অস্ত্রোপাচার করে বড় আকারের পাথর বেরিয়ে আসে । তাঁর ছাত্র জীবনে এই প্রথম দেখলেন । এটি ব্লাডার স্টোন (Bladder Stones), যার ওজন হয়েছে 300 গ্রাম । রোগী আপাতত সুস্থ রয়েছেন ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.