কোচবিহার , 13 জানুয়ারি : বন্দী থাকা অবস্থায় মৃত্যু হল এক BJP কর্মীর । মৃতের নাম রামপ্রসাদ বারুই (65) । কোচবিহার জেলা হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।
জানা গেছে, 30 ডিসেম্বর রাতে দিনহাটা গোসানিমারিতে BJP কর্মীদের হাতে আক্রান্ত হন তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া । তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় । এই ঘটনায় রামপ্রসাদ বারুই সহ ছ'জন BJP কর্মীকে গ্রেপ্তার করা হয় । তাঁদের আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয় । 9 জানুয়ারি রামপ্রসাদ বারুই দিনহাটা মহকুমা সংশোধনাগারে অসুস্থ বোধ করলে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । সুস্থ হলে 11 জানুয়ারি তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হয় । 12 জানুয়ারি ফের অসুস্থ বোধ করলে তাঁকে ফের দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । পরে সেখান থেকে তাঁকে কোচবিহার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি থাকে । এরপরই তাঁর মৃত্যু হয় ।
এই প্রসঙ্গে BJP-র কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন , "গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই আক্রান্ত হয়েছিলেন তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া । নিজেদের দোষ ঢাকার জন্য BJP-র উপর দোষ দেয় তারা । আমাদের কর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে রামপ্রসাদ বারুইসহ আরও ছ'জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় । এরপর 9 জানুয়ারি রামপ্রসাদ বারুই দিনহাটা মহকুমা সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়লে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । সুস্থ হলে ফের তাকে জেলে নিয়ে আসা হয় । পরে আমরা জানতে পারছি তিনি কোচবিহার জেলা হাসপাতালে মারা গেছেন । কিন্তু এব্যপারে আমরা কিছুই জানতাম না । এই ঘটনায় আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চাইছি ।" অন্যদিকে তাঁর মৃত্যুতে আজ বিকেলে পথ অবরোধ করে BJP নেতা কর্মীরা । এতে বিঘ্নিত হয় যান চলাচল । পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয় ।