ETV Bharat / state

বিচারাধীন BJP কর্মীর মৃত্যুর প্রতিবাদে পথ অবরোধ দিনহাটায়

BJP-র অভিযোগ জেলের ভিতরে ওই কর্মীকে মারধর করার ফলে অসুস্থ হয়ে পড়েন তিনি । যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও জেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায়নি ।

image
মৃত ব্যক্তি
author img

By

Published : Jan 13, 2020, 7:09 PM IST

কোচবিহার , 13 জানুয়ারি : বন্দী থাকা অবস্থায় মৃত্যু হল এক BJP কর্মীর । মৃতের নাম রামপ্রসাদ বারুই (65) । কোচবিহার জেলা হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।

জানা গেছে, 30 ডিসেম্বর রাতে দিনহাটা গোসানিমারিতে BJP কর্মীদের হাতে আক্রান্ত হন তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া । তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় । এই ঘটনায় রামপ্রসাদ বারুই সহ ছ'জন BJP কর্মীকে গ্রেপ্তার করা হয় । তাঁদের আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয় । 9 জানুয়ারি রামপ্রসাদ বারুই দিনহাটা মহকুমা সংশোধনাগারে অসুস্থ বোধ করলে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । সুস্থ হলে 11 জানুয়ারি তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হয় । 12 জানুয়ারি ফের অসুস্থ বোধ করলে তাঁকে ফের দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । পরে সেখান থেকে তাঁকে কোচবিহার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি থাকে । এরপরই তাঁর মৃত্যু হয় ।

এই প্রসঙ্গে BJP-র কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন , "গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই আক্রান্ত হয়েছিলেন তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া । নিজেদের দোষ ঢাকার জন্য BJP-র উপর দোষ দেয় তারা । আমাদের কর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে রামপ্রসাদ বারুইসহ আরও ছ'জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় । এরপর 9 জানুয়ারি রামপ্রসাদ বারুই দিনহাটা মহকুমা সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়লে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । সুস্থ হলে ফের তাকে জেলে নিয়ে আসা হয় । পরে আমরা জানতে পারছি তিনি কোচবিহার জেলা হাসপাতালে মারা গেছেন । কিন্তু এব্যপারে আমরা কিছুই জানতাম না । এই ঘটনায় আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চাইছি ।" অন্যদিকে তাঁর মৃত্যুতে আজ বিকেলে পথ অবরোধ করে BJP নেতা কর্মীরা । এতে বিঘ্নিত হয় যান চলাচল । পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয় ।

কোচবিহার , 13 জানুয়ারি : বন্দী থাকা অবস্থায় মৃত্যু হল এক BJP কর্মীর । মৃতের নাম রামপ্রসাদ বারুই (65) । কোচবিহার জেলা হাসপাতালে মৃত্যু হয় তাঁর ।

জানা গেছে, 30 ডিসেম্বর রাতে দিনহাটা গোসানিমারিতে BJP কর্মীদের হাতে আক্রান্ত হন তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া । তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয় । এই ঘটনায় রামপ্রসাদ বারুই সহ ছ'জন BJP কর্মীকে গ্রেপ্তার করা হয় । তাঁদের আদালতে তোলা হলে জেল হেপাজতের নির্দেশ দেওয়া হয় । 9 জানুয়ারি রামপ্রসাদ বারুই দিনহাটা মহকুমা সংশোধনাগারে অসুস্থ বোধ করলে তাঁকে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । সুস্থ হলে 11 জানুয়ারি তাঁকে ফিরিয়ে নিয়ে আসা হয় । 12 জানুয়ারি ফের অসুস্থ বোধ করলে তাঁকে ফের দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । পরে সেখান থেকে তাঁকে কোচবিহার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয় । ক্রমে তাঁর শারীরিক অবস্থার অবনতি থাকে । এরপরই তাঁর মৃত্যু হয় ।

এই প্রসঙ্গে BJP-র কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন , "গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই আক্রান্ত হয়েছিলেন তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া । নিজেদের দোষ ঢাকার জন্য BJP-র উপর দোষ দেয় তারা । আমাদের কর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে রামপ্রসাদ বারুইসহ আরও ছ'জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় । এরপর 9 জানুয়ারি রামপ্রসাদ বারুই দিনহাটা মহকুমা সংশোধনাগারে অসুস্থ হয়ে পড়লে দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি করা হয় । সুস্থ হলে ফের তাকে জেলে নিয়ে আসা হয় । পরে আমরা জানতে পারছি তিনি কোচবিহার জেলা হাসপাতালে মারা গেছেন । কিন্তু এব্যপারে আমরা কিছুই জানতাম না । এই ঘটনায় আমরা ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চাইছি ।" অন্যদিকে তাঁর মৃত্যুতে আজ বিকেলে পথ অবরোধ করে BJP নেতা কর্মীরা । এতে বিঘ্নিত হয় যান চলাচল । পরে পুলিশি আশ্বাসে অবরোধ উঠে গেলে যান চলাচল স্বাভাবিক হয় ।

Intro:কোচবিহারঃ বিচারাধীন এক বিজেপি কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহারে। সোমবার ভোররাতে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ওই বন্দীর মৃত্যু হয়। মৃতের নাম রামপ্রসাদ বারুই(৬৫)। বিজেপির অভিযোগ জেলের ভেতরে ওই বিজেপি কর্মীকে মারধর করার ফলে অসুস্থ হয়ে পড়ে এবং পরবর্তীতে হাসপাতালে মৃত্যু হয়। যদিও গোটা বিষয়টি নিয়ে এখনও জেল কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে চায়নি।

জানা গিয়েছে, গত 30 ডিসেম্বর রাতে দিনহাটা গোসানিমারি তে বিজেপি কর্মীদের হাতে আক্রান্ত হন তৃণমূল বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়া। বিধায়কের গাড়ির ওপর হামলা ও ভাঙচুর করা হয়। সেই ঘটনায় পরদিন রামপ্রসাদ বারুই সহ ৬ বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়। ওইদিন তাদের আদালতে তোলা হলে জেল হেফাজত দেওয়া হয়। এরপর গত 9 জানুয়ারি রামপ্রসাদ বারুই দিনহাটা মহকুমা সংশোধনাগারে অসুস্থ বোধ করলে তাকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় সেখান থেকে গতকাল রবিবার কোচবিহারের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের সেলে রেখে ওই বিজেপি কর্মীকে চিকিৎসা করানো হচ্ছিল। তাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। এরপর তার মৃত্যু হয়। বিজেপির কোচবিহার জেলা সম্পাদক সুদেব কর্মকার বলেন, এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত চাইছি।। শুভঙ্কর সাহা। Body:wb_crb_02_bjp_worker_death_pic_7205341Conclusion:wb_crb_02_bjp_worker_death_pic_7205341
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.