ETV Bharat / state

মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা অমান্য, কোচবিহারে বিজয় মিছিল নিশীথের - Dilip Ghosh

বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করছিলেন মুখ্যমন্ত্রী । তা অমান্য করেই কোচবিহারে বিজয় মিছিল BJP-র ।

বিজয় মিছিল
author img

By

Published : Jun 8, 2019, 4:46 AM IST

কোচবিহার, 8 জুন : মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা অমান্য করে কোচবিহারে বিজয় মিছিল করল BJP । মিছিলে ছিলেন এলাকার BJP-র সাংসদ নিশীথ প্রামাণিক, জেলা BJP-র সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ, সম্পাদক মনোজ ঘোষ ।

এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে একলাফে BJP-র আসনসংখ্যা দুই থেকে বেড়ে 18 হয়েছে । এর মধ্যে রয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রটিও । সেজন্য রাজ্যের বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করছে BJP । ইতিমধ্যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেন । তিনি বলেন, "পুলিশকে নির্দেশ দিয়েছি কোনও বিজয় মিছিল হবে না ।" পালটা BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বিজয় মিছিল করব কি না সেটা আমরা ঠিক করব । দরকার পড়লে জোর করে করব ।"

সেইমতো গতকাল মাথাভাঙা শনিমন্দির মোড় বিজয় মিছিল করে BJP । পুরো শহর পরিক্রম করে সেই মিছিল । BJP-র দাবি, মিছিলে প্রায় 30 হাজার কর্মী-সমর্থক পা মিলিয়েছে । মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও বিজয় মিছিল নিয়ে জেলা BJP-র সম্পাদক বলেন, "ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে বিজয় মিছিল হবেই । এটা আমাদের গণতান্ত্রিক অধিকার ।"

কোচবিহার, 8 জুন : মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা অমান্য করে কোচবিহারে বিজয় মিছিল করল BJP । মিছিলে ছিলেন এলাকার BJP-র সাংসদ নিশীথ প্রামাণিক, জেলা BJP-র সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ, সম্পাদক মনোজ ঘোষ ।

এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে একলাফে BJP-র আসনসংখ্যা দুই থেকে বেড়ে 18 হয়েছে । এর মধ্যে রয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রটিও । সেজন্য রাজ্যের বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করছে BJP । ইতিমধ্যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেন । তিনি বলেন, "পুলিশকে নির্দেশ দিয়েছি কোনও বিজয় মিছিল হবে না ।" পালটা BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বিজয় মিছিল করব কি না সেটা আমরা ঠিক করব । দরকার পড়লে জোর করে করব ।"

সেইমতো গতকাল মাথাভাঙা শনিমন্দির মোড় বিজয় মিছিল করে BJP । পুরো শহর পরিক্রম করে সেই মিছিল । BJP-র দাবি, মিছিলে প্রায় 30 হাজার কর্মী-সমর্থক পা মিলিয়েছে । মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও বিজয় মিছিল নিয়ে জেলা BJP-র সম্পাদক বলেন, "ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে বিজয় মিছিল হবেই । এটা আমাদের গণতান্ত্রিক অধিকার ।"

Intro:মুখ্যমন্ত্রীর নির্দেশকে চ্যালেঞ্জ নিশীথের,প্রায় তিরিশ হাজার সমর্থক নিয়ে মাথাভাঙায় বিজেপির বিজয় মিছিল নিশীথের ৷



কোচবিহার:০৭ জুন : কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজয়ী সাংসদ নিশীথ প্রামানিকের নেতৃত্বে বিজেপির বিজিয় মিছিল হল কোচবিহারের মাথাভাঙায়।কার্যত মুখ্যমন্ত্রী যেখানে নির্দেশ দেন রাজ্যে বিজেপির বিজয় মিছিলে বন্ধের ওপর৷কিন্তূ বিজেপির পক্ষে দেখা যাচ্ছে সেই মুখ্য মন্ত্রী বার্তাকে চ্যালেঞ্জ করে বিজয় মিছিলে গেরুয়া শিবির ৷ আজ মাথাভাঙ্গা শনিমন্দির মোর থেকে মিছিল শুরু করে গোটা শহর পরিক্রমা করে। এদিন মিছিলে উপস্থিত ছিলেন কোচবিহার লোকসভা কেন্দ্র বিজেপির বিজয়ী প্রার্থী নিশীথ প্রামানিক ছাড়াও উপস্থিত ছিলেন কোচবিহার জেলা বিজেপির সাধারন সম্পাদক অভিজিৎ বর্মন, সম্পাদক মনোজ ঘোষ সহ বিজেপির কর্মী সমর্থকরা। এদিন প্রায় তিরিশ হাজার কর্মী সমর্থক মিছিলে পা মেলান।

কোচবিহার জেলা বিজেপির সম্পাদক মনোজ ঘোষ জানান "ভারতীয় জনতা পার্টির বিপুল জয়ে এদিন মাথাভাঙ্গাতে বিজেপির বিজয় মিছিল। মুখ্যমন্ত্রী বিজয় মিছিল না করার ব্যাপারে মনোজ ঘোষ স্পষ্ট জানান “ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে বিজয় মিছিল হবেই। এটা আমাদের গণতান্ত্রিক অধিকার।”Body:COB Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.