কোচবিহার, 8 জুন : মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা অমান্য করে কোচবিহারে বিজয় মিছিল করল BJP । মিছিলে ছিলেন এলাকার BJP-র সাংসদ নিশীথ প্রামাণিক, জেলা BJP-র সাধারণ সম্পাদক অভিজিৎ বর্মণ, সম্পাদক মনোজ ঘোষ ।
এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে একলাফে BJP-র আসনসংখ্যা দুই থেকে বেড়ে 18 হয়েছে । এর মধ্যে রয়েছে কোচবিহার লোকসভা কেন্দ্রটিও । সেজন্য রাজ্যের বিভিন্ন জায়গায় বিজয় মিছিল করছে BJP । ইতিমধ্যে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করেন । তিনি বলেন, "পুলিশকে নির্দেশ দিয়েছি কোনও বিজয় মিছিল হবে না ।" পালটা BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, "বিজয় মিছিল করব কি না সেটা আমরা ঠিক করব । দরকার পড়লে জোর করে করব ।"
সেইমতো গতকাল মাথাভাঙা শনিমন্দির মোড় বিজয় মিছিল করে BJP । পুরো শহর পরিক্রম করে সেই মিছিল । BJP-র দাবি, মিছিলে প্রায় 30 হাজার কর্মী-সমর্থক পা মিলিয়েছে । মুখ্যমন্ত্রীর নিষেধাজ্ঞা সত্ত্বেও বিজয় মিছিল নিয়ে জেলা BJP-র সম্পাদক বলেন, "ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নির্দেশে বিজয় মিছিল হবেই । এটা আমাদের গণতান্ত্রিক অধিকার ।"