ETV Bharat / state

গ্রাহকদের কাছে রেশনের জিনিস কিনে অসমে বিক্রি, আটক মহিলা - Bengali ration goods are being sold in Assam

বৃহস্পতিবার দুপুরে তুফানগঞ্জ রানিরহাট বাজারে রেশন দোকান থেকে আটা, গম, চাল, কিনে নিয়ে অসমে বিক্রি করে বলে অভিযোগ বাকি গ্রাহকদের ।এদিন রেশনের মালপত্র একটি টোটোতে চাপিয়ে আর্জিনা বিবি নামে এক মহিলা অসমে যাচ্ছিলেন সেসময় ওই মালপত্র আটকে দেয় । জানা যায় এদিন তার কাছে 6000 টাকার রেশনের খাদ্যসামগ্রী ছিল ।

বাংলার রেশন দেওয়া জিনিস বিক্রি করা হচ্ছে অসমে
বাংলার রেশন দেওয়া জিনিস বিক্রি করা হচ্ছে অসমে
author img

By

Published : Jun 17, 2021, 11:12 PM IST

কোচবিহার, 17 জুন : রেশনের গ্রাহকদের কাছে বেশি দামে মাল কিনে অসমে বিক্রি করার অভিযোগে আটক করা হল এক মহিলাকে । বৃহস্পতিবার দুপুরে তুফানগঞ্জ রানিরহাট বাজারে গ্রাহকদের থেকে আটা, গম, চাল, কিনে নিয়ে অসমে বিক্রি করে বলে অভিযোগ । এই অভিযোগেই এদিন ওই মহিলাকে রেশনের মালপত্র সহ আটক করে স্থানীয় বাসিন্দারা ।

করোনা পরিস্থিতিতে যেখানে মানুষজন কাজ হারিয়েছেন, এমনকি দু'বেলা দু'মুঠো খেতে ভালভাবে খেতে পাচ্ছে না , সেখানে এই রেশনের আটা, গম, চাল ইত্যাদি খাদ্যসামগ্রী তাদের কাছে অনেকটা বেঁচে থাকার তাগিদ । এই পরিস্থিতিতে গ্রাহকদের কাছ থেকে এভাবে রেশনের জিনিস কেনা নিয়ে প্রশ্ন উঠছে ৷

গ্রাহকদের কাছে রেশনের জিনিস কিনে অসমে বিক্রি, আটক মহিলা

আরও পড়ুন...উদয়ন-হামলায় প্রধান অভিযুক্তর জমিতে বাজার বসাল তৃণমূল

খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌছায় । জানা গিয়েছে, বেশকিছু রেশনের দোকানের বাইরে অনেকেই বসে থাকে যারা রেশনের দোকান থেকে গ্রাহকেরা খাদ্যশস্য নিয়ে বেরোলেই বেশি দাম দিয়ে সেই খাদ্যশস্য কিনে নেয় ৷ এরপর সেই খাদ্যশস্য অসমে নিয়ে গিয়ে বিক্রি করে ওই মহিলা । এদিন রেশনের মালপত্র একটি টোটোতে চাপিয়ে আর্জিনা বিবি নামে এক মহিলা অসমে যাচ্ছিলে সেসময় ওই মালপত্র আটকে দেয় । জানা যায় এদিন তার কাছে 6000 টাকার রেশনের খাদ্যসামগ্রী ছিল ।

কোচবিহার, 17 জুন : রেশনের গ্রাহকদের কাছে বেশি দামে মাল কিনে অসমে বিক্রি করার অভিযোগে আটক করা হল এক মহিলাকে । বৃহস্পতিবার দুপুরে তুফানগঞ্জ রানিরহাট বাজারে গ্রাহকদের থেকে আটা, গম, চাল, কিনে নিয়ে অসমে বিক্রি করে বলে অভিযোগ । এই অভিযোগেই এদিন ওই মহিলাকে রেশনের মালপত্র সহ আটক করে স্থানীয় বাসিন্দারা ।

করোনা পরিস্থিতিতে যেখানে মানুষজন কাজ হারিয়েছেন, এমনকি দু'বেলা দু'মুঠো খেতে ভালভাবে খেতে পাচ্ছে না , সেখানে এই রেশনের আটা, গম, চাল ইত্যাদি খাদ্যসামগ্রী তাদের কাছে অনেকটা বেঁচে থাকার তাগিদ । এই পরিস্থিতিতে গ্রাহকদের কাছ থেকে এভাবে রেশনের জিনিস কেনা নিয়ে প্রশ্ন উঠছে ৷

গ্রাহকদের কাছে রেশনের জিনিস কিনে অসমে বিক্রি, আটক মহিলা

আরও পড়ুন...উদয়ন-হামলায় প্রধান অভিযুক্তর জমিতে বাজার বসাল তৃণমূল

খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌছায় । জানা গিয়েছে, বেশকিছু রেশনের দোকানের বাইরে অনেকেই বসে থাকে যারা রেশনের দোকান থেকে গ্রাহকেরা খাদ্যশস্য নিয়ে বেরোলেই বেশি দাম দিয়ে সেই খাদ্যশস্য কিনে নেয় ৷ এরপর সেই খাদ্যশস্য অসমে নিয়ে গিয়ে বিক্রি করে ওই মহিলা । এদিন রেশনের মালপত্র একটি টোটোতে চাপিয়ে আর্জিনা বিবি নামে এক মহিলা অসমে যাচ্ছিলে সেসময় ওই মালপত্র আটকে দেয় । জানা যায় এদিন তার কাছে 6000 টাকার রেশনের খাদ্যসামগ্রী ছিল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.