কোচবিহার, 17 জুন : রেশনের গ্রাহকদের কাছে বেশি দামে মাল কিনে অসমে বিক্রি করার অভিযোগে আটক করা হল এক মহিলাকে । বৃহস্পতিবার দুপুরে তুফানগঞ্জ রানিরহাট বাজারে গ্রাহকদের থেকে আটা, গম, চাল, কিনে নিয়ে অসমে বিক্রি করে বলে অভিযোগ । এই অভিযোগেই এদিন ওই মহিলাকে রেশনের মালপত্র সহ আটক করে স্থানীয় বাসিন্দারা ।
করোনা পরিস্থিতিতে যেখানে মানুষজন কাজ হারিয়েছেন, এমনকি দু'বেলা দু'মুঠো খেতে ভালভাবে খেতে পাচ্ছে না , সেখানে এই রেশনের আটা, গম, চাল ইত্যাদি খাদ্যসামগ্রী তাদের কাছে অনেকটা বেঁচে থাকার তাগিদ । এই পরিস্থিতিতে গ্রাহকদের কাছ থেকে এভাবে রেশনের জিনিস কেনা নিয়ে প্রশ্ন উঠছে ৷
আরও পড়ুন...উদয়ন-হামলায় প্রধান অভিযুক্তর জমিতে বাজার বসাল তৃণমূল
খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ ও খাদ্য সরবরাহ দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌছায় । জানা গিয়েছে, বেশকিছু রেশনের দোকানের বাইরে অনেকেই বসে থাকে যারা রেশনের দোকান থেকে গ্রাহকেরা খাদ্যশস্য নিয়ে বেরোলেই বেশি দাম দিয়ে সেই খাদ্যশস্য কিনে নেয় ৷ এরপর সেই খাদ্যশস্য অসমে নিয়ে গিয়ে বিক্রি করে ওই মহিলা । এদিন রেশনের মালপত্র একটি টোটোতে চাপিয়ে আর্জিনা বিবি নামে এক মহিলা অসমে যাচ্ছিলে সেসময় ওই মালপত্র আটকে দেয় । জানা যায় এদিন তার কাছে 6000 টাকার রেশনের খাদ্যসামগ্রী ছিল ।